Nazia's Daily Diary

Nazia's Daily Diary Welcome to my creative chaos! Nothing fancy—just me doing what I love!

14/12/2025

Thik na bethik? Thik thik 😂🤣 Afnan version🤣

08/12/2025

When the lyrics matched reality
🫠💔 Ar kar kar emon hoi?

28/11/2025

তোমাকেও কেউ অবহেলা করতে পারে; এটা তুমি মেনে নিতে পারবেনা, কারণ তুমি অভ্যস্ত না।

27/11/2025

খেয়াল করলাম, আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি – আমাকে কেউ ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায়না। ব্যথায় আমার কেমন লাগছে; আমি কি অনুভব করছি, সেটা ভাবার প্রয়োজনবোধ কেউ করে না।

আমার সাথে খুব সহজেই অভিমান করা যায়; সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় ওই হাঁসফাঁস করা অনুভূতি কারো কাজ করে না। আমি দেখলাম আমিই শুধু ভাবি, আমার বেলায় কেউ খুব একটা ভাবে না।

26/11/2025

ভেবে দেখলাম আমার জীবনে যেসকল অপ্রাপ্তি রয়েছে, তার কারণ টা আমি নিজেই। ভুল টা ঠিক কোথায় হয় আমি তা বুঝতে পারিনা, শুধু একটা সময়ের পর বুঝি ভুল করেছি।

আমি আজীবন সঠিক সিদ্ধান্ত ভুল জায়গায় নিয়েছি, নয়তো সঠিক জায়গায় ভুল সিদ্ধান্ত। সঠিক সময়ে সঠিক কোনো কাজই আমার দ্বারা এযাবৎ পর্যন্ত হয়নি, ভুল টা হয়তো এখানেই।

মাঝেমাঝে ভাবি আর ভাববো না; কপালে যা আছে তা-ই তো হবে, কিন্তু আমি এতটাই নিষ্কর্মা যে ভাবনাদের কি করে উপেক্ষা করতে হয় সেটাও জানিনা।

Mr. noodles spicy ramen🥵 Moja🫢
25/11/2025

Mr. noodles spicy ramen🥵
Moja🫢

ব্যাগ এ পাইসি🙂🤣
24/11/2025

ব্যাগ এ পাইসি🙂🤣

হাজী বিরিয়ানি হাউস 📍রাউজান জলিলনগর বাস স্ট্যান্ডওরশ বিরিয়ানি রেটিং: ৪/১০মাংস ছিলোনা বললেই চলে, ৪পিস মাংস দিসে তার মধ্যে ...
23/11/2025

হাজী বিরিয়ানি হাউস
📍রাউজান জলিলনগর বাস স্ট্যান্ড
ওরশ বিরিয়ানি রেটিং: ৪/১০
মাংস ছিলোনা বললেই চলে, ৪পিস মাংস দিসে তার মধ্যে একটা ছিলো পুরা চর্বি আর ২টা হাড্ডি🙂 একেবারে worst experience
ওনাদের কে যখন কমপ্লেইন করি ওনারা বলতেসে ৮/৯ পিস মাংস আছে। যখন বললাম ভিডিও আছে আমার কাছে আমি ভিডিও করসি এরপর চুপ হয়ে গেসে। ১৫০টাকা নাকি ১৮০টাকা ছিলো ঠিক মনে নাই আমার। কিন্তু এই টাকা একেবারে পানিতে ভাই💔

Ohhh s**t, The wait till Friday and Saturday is pure torture 🥲next episode, come fast🥹
09/11/2025

Ohhh s**t, The wait till Friday and Saturday is pure torture 🥲next episode, come fast🥹

দেখি বলেন তো এইগুলো কি😌 ভাই হ্যাভেনলি একটা ডিস 😍 এত মজা হবে কল্পনাও করিনি🥹
13/10/2025

দেখি বলেন তো এইগুলো কি😌 ভাই হ্যাভেনলি একটা ডিস 😍 এত মজা হবে কল্পনাও করিনি🥹

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazia's Daily Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share