Al Bakara Dairy and agro farm

Al Bakara Dairy and agro farm We provide 100% pure food items. All farm products

15/12/2024

গরুর খামারের এই প্রয়োজনীয় বিষয়গুলো জেনে রাখা জরুরী...!!
খামার করে কস্টিং খরচ যতো কমিয়ে রাখতে পারবেন ততটাই কিন্তু লাভের পরিমাণ বৃদ্ধি পাবে।
তার জন্য কিছু কিছু দিক আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে😃😃

১.গরুর চোখের ভাষা বুঝতে হবে, নিয়মিত খাবার খাচ্ছে কিনা, জাবর কাটা ও শারীরিক কোন সমস্যা আছে কিনা এরপরে প্রতি মাসে কতটুকু মাংস বৃদ্ধি পাচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে।

২.ফার্মে অবশ্যই থার্মোমিটারের ব্যবস্থা রাখতে হবে, যেকোনো রোগে আক্রান্ত হওয়ার আগে জ্বর সাধারণত ১০৪°/১০৮° পর্যন্ত হয়ে থাকে।

৩.নিজেকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা গুলো জানতে হবে, আর কোনগরু আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আলাদা রাখতে হবে।
৪.আমরা অনেকেই কৃমির ডোজ সম্পন্ন করতে অনিহা প্রকাশ করি, অবশ্যই গবাদিপশুর গোবর পরীক্ষা করে নিয়মিত ৩/৪ মাস পর পর ক্রিমির ডোজ সম্পন্ন করতে হবে।
৫.ফার্মের রোগ ছড়িয়ে পড়ার আগেই অবশ্যই ভ্যাকসিন করতে হবে। টিকার ডোজ সম্পূর্ণ করা থাকলে ফার্মে অনেক রোগ বালাই কম হয়।

৬.মোটাতাজাকরণ আর গাভী গরু হোক পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে, এতে আপনার দানাদার খাবার খরচ অনেক কম হবে।

৭.১২ থেকে ১৫ টি গরুর নিচে রাখাল রাখা যাবে না, পাঁচটি গাভির জন্য একটি রাখাল তা না হলে আপনার ফার্মের কস্টিং খরচ অনেক বেড়ে যেতে পারে।

৮.ফার্ম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং এবং গরুকে ১০ ঘণ্টা খাবার দিতে হবে এবং ১৪ ঘন্টা রেস্ট করতে দিতে হবে তাহলে পর্যাপ্ত পরিমাণ জাবর কাটবে এবং হজম শক্তি ভালো হবে এবং গরুকে ভয় দেখানো যাবেনা।

৯.জরুরী প্রয়োজন ছাড়া ফার্মে বাহিরে লোক প্রবেশ করতে দেওয়া যাবে না বিশেষ করে যাদের গরু আছে, কারণ ব্যক্তির মাধ্যমে রোগ জীবাণু ছড়াতে পারে।

১০.নিয়মিত দুই থেকে তিন বেলা গরুর জন্য সাদা ফ্রেশ পানির ব্যবস্থা রাখতে হবে কারণ গবাদিপশু সুস্থ রাখতে রাখতে পানির কোন বিকল্প নাই।
১১.রাত দশটার পর অবশ্যই ফার্মের প্রত্যেকটা গরু জাবর কাটছে কিনা,নাকের সামনের মাসলটা ভিজা কিনা, শরীরের লোম দাঁড়ানো কিনা, পেটের মধ্যে গ্যাস হয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।

সাধারণত এই বিষয়গুলো খেয়াল করলে আমাদের ফার্ম অনেকটাই নিরাপদ এবং গবাদীপশু সুস্থ রাখতে পারব ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে, প্রয়োজনের শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

গবাদি পশুর সম্বন্ধে যেকোনো পরামর্শ নিতে যোগাযোগ করুন।
আল বাকারা ডেইরি ফর্ম
০১৬২১৮৩৬০৭৭ ইমো হোয়াটসঅ্যাপ।

বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান Al Bakara Dairy and agro farm
20/11/2024

বিশুদ্ধ খাবারের
বিশ্বস্ত প্রতিষ্ঠান
Al Bakara Dairy and agro farm

আসুন জেনে নেই গরুর দুধের উপকারিতা,,,প্রতিদিন দুধ পান করলে তা শরীরে প্রোটিনের চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে সাহায্য করতে পার...
20/11/2024

আসুন জেনে নেই গরুর দুধের উপকারিতা,,,

প্রতিদিন দুধ পান করলে তা শরীরে প্রোটিনের চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে সাহায্য করতে পারে।
প্রত্যাহিক কাজে এটি খুবই জরুরি।
দুধ ভিটামিন ডি সমৃদ্ধ, যা ক্যালসিয়াম ধরে রাখে এবং হাড় মজবুত করে।

এ ছাড়া, দুধে রয়েছে ভিটামিন বি১২, যা লোহিত রক্তকণিকা উৎপাদন করে, শরীরের স্নায়বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১০০% পিউর গরুর দুধ নিতে যোগাযোগ করুন আমাদের সাথে ....
Al Bakara Dairy and agro farm
01621836077

Address

Cox Bazar Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Bakara Dairy and agro farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category