21/07/2025
আজ ঢাকার বুকে যেন হঠাৎ করে নেমে এলো এক গভীর অন্ধকার😓💔
একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ল একটি স্কুলের উপর, যেখানে ছিল শত শত নিরীহ শিক্ষার্থী—ভবিষ্যতের স্বপ্নেরা। মুহূর্তেই কেঁপে উঠল পুরো জাতি। মা হারালো সন্তানকে, সন্তান হারালো পিতা-মাতাকে… প্রাণ হারাল যারা, তারা তো ফিরে আসবে না, কিন্তু প্রশ্নটা থেকে যাবে—এই মর্মান্তিক দুর্ঘটনার দায় কে নেবে?
ঢাকার মতো ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে দিয়ে যুদ্ধবিমান ও প্রশিক্ষণ ফ্লাইট—এটা কি সত্যিই যৌক্তিক?
আমরা কি মানুষের জীবনের চেয়েও বড় করে দেখছি কৌশলগত অবস্থান বা প্রশাসনিক জেদ?
আমার হৃদয় কাঁদছে… শুধু মৃতদের জন্য নয়, যারা বেঁচে থেকেও আজ মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে বাঁচবে তাদের জন্যও।
এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা গাফিলতির ফসল।
আমরা দোয়া করি, আল্লাহ যেন শহীদদের জান্নাত দান করেন, আহতদের দ্রুত আরোগ্য দেন, আর এই জাতিকে হুশ দেন।
🛑 এটা থেমে গেলে চলবে না।
🗣️ আমরা চাই জবাব, চাই নিরাপদ বাংলাদেশ।
📍 একজন মানুষ, একজন বাবা, একজন নাগরিক হিসেবে আমি নীরব থাকতে পারি না।
#নাদিমসোহা
#উত্তরার_বিমান_দুর্ঘটনা
#নিরাপদ_বাংলাদেশ_চাই
#মানবিকতা_প্রথম
#শোক_হোক_প্রতিরোধের_শক্তি