ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,দাগনভূঁঞা।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,দাগনভূঁঞা।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,দাগনভূঁঞা। education

24/05/2025

কুরবানীর জরুরি ৬৬ টি মাসয়ালা!
________________________________________________

১.কার উপর কুরবানী ওয়াজিব?
উঃ জিলহজ্জ মাসের ১০ সুবহে সাদিক থেকে১২ তারিখ
সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নিছাব পরিমাণ সম্পদ থাকে ৭ঃ৫ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ ভরি রুপা থাকে তার উপর কুরবানী ওয়াজিব।

২.নিছাবের মেয়াদ কত দিন?
উঃ ৩ দিন, জিলহজ্জ মাসের ১০,১১ এবং ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত।

৩. তিন দিনের মধ্যে কোন দিন কুরবানী করা উত্তম?
উঃ ১০ তারিখে প্রথম দিন।

৪.যদি নাবালক এর নিছাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কুরবানী ওয়াজিব হবে কি ?
উঃ না।

৫.বালেক কিন্তু সুস্থ মস্তিষ্ক না, নিছাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কুরবানী ওয়াজিব হবে কি ?
উঃ- না

৬.যদি নাবালেক এর নিছাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে এর পক্ষ থেকে কুরবানী দেওয়া কি?
উঃ মুস্তাহাব, ওয়াজিব না।

৭.দরিদ্র লোকের উপর কুরবানী কি ওয়াজিব?
উঃ- না, তবে যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে,
তখন সে পশু কুরবানী করা ওয়াজিব।

৮.কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে, তাহলে কি করবে? যদিও তার নিছাব পরিমাণ সম্পদ আছে, কোন সমস্যায় দিতে পারে নি, তাহলে কি করবে?

উঃ- একটা ছাগল যেটা কুরবানীর উপযুক্ত, সে ছাগলের সমপরিমাণ টাকা সদকা করে দিবে, এটা হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য।
কিন্তু যারা পশু কিনেছেন তবে তিন দিনের মধ্যে কুরবানী দিতে পারেন নি, তাহলে তার জন্য করণীয় হলো সে পশু সদকা করে দেওয়া।

আবার যদি কেউ তিনদিন পর জবাই করে ফেলে, তাহলে সে ঐ পশুর গোশত ওজন করবে, তারপর যদি ঐ পশু ক্রয়ের টাকা থেকে কম হয় তাহলে গোশত সহ যতো টাকার গোশত কম হয়েছে পুরোটাই সদকা করতে হবে। ধরনে আপনি ২০ হাজার দিয়ে কিনেছেন, ওজন দিয়ে দেখলেন ১৮ হাজার টাকার গোশত হয়েছে, গোশতের সাথে আরো ২ হাজার টাকা সদকা করতে হবে।

৯.প্রথম দিন কখন থেকে কুরবানী করা যাবে?
উঃ যে এলাকায় জুমার নামাজ, এবং ঈদের নামাজ ওয়াজিব সে এলাকায় ঈদের নামাজের আগে কুরবানী করা জায়েজ নেই। তবে কোন প্রকার দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ না পড়া যায় তাহলে করনীয় হলো সূর্য মধ্যে আকাশ অতিক্রম করার পর কুরবানী করা জায়েজ হবে।

১০.রাতে কুরবানী দিলে কি হবে?
উঃ ১০,১১ তারিখে রাতে দিলে হবে, কিন্তু ১২ তারিখ রাতে দিলে হবে না।

১১.কোন কোন পশু দিয়ে কুরবানী দেওয়া জায়েজ?
উঃ- গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া।

১২.পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি?
উঃ- না, পুরুষ ও মহিলা উভয় দিয়ে হবে।

১৩.পশুর বয়স সীমা কত?
উঃ উট কম পক্ষে ৫ বছর, গরু ও মহিষ ২ বছর, ভেড়া, দুম্বা ছাগল ১ বছর।
ভেড়া এবং দুম্বা ১ বছর হয়নি তবে বলিষ্ঠ মনে হয়
যে এক বছর হয়েছে তাহলে এটা দিয়ে কুরবানী হবে।
তবে ছাগল ১ বছরের নিচে কোন ভাবেই হবে না।

১৪.শরীক সর্বোচ্চ কত জন হওয়া যাবে?
উঃ উট,গরু,মহিষে সর্বোচ্চ ৭ জন, কমে হলে সমস্যা নেই, তবে একা দেওয়া উত্তম । ছাগল, দুম্বা, ভেড়া তে একজন।

১৫.গোশত ভাগে কম বেশি হলে?
উঃ- কারো কুরবানী সহীহ হবে না।

১৬. শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে দেয় তাহলে?
উঃ- কারো কুরবানী হবে না।

১৭.কুরবানীর পশুতে আকিকা দেওয়া যাবে?
উঃ- হ্যাঁ, তবে উট, গরু এবং মহিষে।

১৮. শরীকদার দের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয়, তাহলে কি কুরবানী হবে?
উঃ- না না না! কারো কুরবানী হবে না।

১৯. গরু, মহিষ ও উট একা কুরবানীর নিয়তে কিনার পর অন্য কাউকে কি শরীক করা যাবে?
উঃ- ধনী হলে পারবে অর্থাৎ যার উপর ওয়াজিব, তবে গরিব হলে পারবে না (কারণ তার উপর কুরবানী ওয়াজিব ছিল না)। পশু কিনে ফেলছে কুরবানীর নিয়তে, তাহলে শরীক করা যাবে না, বরং একাই দিতে হবে।

২০.কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম?
উঃ- রিষ্ট পুষ্ট, তাজা পশু নির্বাচন করা সুন্নত।

২১.যে পশু তিন পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কি কুরবানী হবে?
উঃ- না

২২.রোগ্ন পশু দিয়ে কি কুরবানী হবে?
উঃ- না

২৩.দাঁত ছাড়া পশু দিয়ে কি কুরবানী হবে?
উঃ একটা দাত নেই এটা কোন ভাবেই হবে না ,অথবা কিছু আছে তবে ঘাস খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানী হবে না।

২৪. শিং ছাড়া পশু দিয়ে কুরবানী হবে কি ?
উঃ জন্মগত যে পশুর শিং নেই সেটা দ্বারা হবে।
তবে পরবর্তীতে যেটা ভেঙ্গে যায়, আর তার ফলে মস্তিষ্কে ক্ষতি হয়, এমন পশু দ্বারা হবে না। তবে অর্ধে হলেও হবে।

২৫.লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কি?
উঃ যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার বেশি কাটা হয় তাহলে সে পশু ধারা কুরবানী হবে না।
তবে অর্ধেকের কম হলে হবে।

২৬.অন্ধ পশু দ্বারা কুরবানী করা যাবে কি?
উঃ- না, আর যে পশুর এক চোখ অন্ধ, সেটা দিয়েও হবে না।

২৭.কুরবানীর নিয়তে পশু ক্রয় করার পর তা হারিয়ে গেলে দাতা কি করবে?
উঃ- ধনী হলে আরেক টা ক্রয় করবেন।
এবং গরিব (যার উপর ওয়াজিব নয়) এমন ব্যক্তি ক্রয় করতে হবে না, তবে কিনার পরে যদি আবার প্রথম পশু ফিরে পাওয়া যায়, তাহলে ধনী ব্যক্তি যেকোন একটা কুরবানী করলে হবে, তবে দুটা করা উত্তম, একটা করলেও হবে।

** আর গরিব ব্যক্তি যদি হয় তাহলে দুটাই দিতে হবে।
দুটাই দেওয়া তখন ওয়াজিব।

২৮.গর্ভবতী পশু কুরবানী করা কি জায়েজ আছে?
উঃ- হ্যা জায়েজ।

২৯.পশু জবাইয়ের পরে যদি বাচ্চা কে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে?
উঃ- বাচ্চা ও জবাই দিতে হবে।

৩০.জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করনীয় কি?
উঃ- সে পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরূহ!

৩১.পশু ক্রয় করার পর যদি এমন কোন দোষ দেখা যায়, যে দোষ গুলো থাকিলে কুরবানী হয় না, তখন করনীয় কি?
উঃ- এই পশু দ্বারা কুরবানী হবে না। তবে এখানে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে, ধনী ব্যক্তির জন্য জায়েজ নয়।

৩২.আপনি কোন পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত সে বললো ২ বছর, যদি সেটার বাস্তবে বয়স ২ বছর না হয়, তখন কি করনীয় বা কুরবানী কি হবে?
উঃ- হ্যা হবে, তবে যে বিক্রেতা মিথ্যা বলেছে তার গুনা হবে।

৩৩.পশু কোথায় জবাই করা উত্তম?
উঃ- যেখানে পরিবেশ দূষিত হওয়ার আশংকা কম থাকে।

৩৪. পশু কে জবাই করা উত্তম?
উত্তমঃ- নিজের পশু নিজে কুরবানী করা উত্তম।

৩৫.বন্ধা পশু দ্বারা কুরবানী হবে কি?
উঃ- হ্যা হবে ।

৩৬.অনেক সময় হুজুর জবাই করার পর দেখা যায় সম্পূর্ণ হয় নি আবার অন্য জন তরবারি হাতে নিয়ে
রগ বা শিরা কাটতে যায়, এটা কি জায়েজ হবে?
উঃ- হ্যা জায়েজ আছে, তবে উভয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহ আকবার না বললে কুরবানী হবে না।
একজন যদি না বলে, সেক্ষেত্রেও কুরবানী বাতিল হয়ে যাবে।

৩৭. কুরবানীর পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি?
উঃ- না, এটা কোন ভাবেই জায়েজ নেই।

৩৮.কুরবানীর পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে ফেলেন সেক্ষেত্রে করনীয় কি?
উঃ- অন্য পশু দ্বারা করলে যে পারিশ্রমিক আসতো, সে পরিমান টাকা সদকা করে দেওয়া।

৩৯.কুরবানির পশুর দুধ পান করা যাবে কি?
উঃ- না

৪০. যদি পশু জবাইর আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করনীয় কি?
উঃ- সে দুধ দহন করে সদকা করে দিতে হবে.
ভুলে খেয়ে ফেললে তখন যে পরিমাণ পান করেছেন, সে পরিমাণ অর্থ সদকা করতে হবে।

৪১.পশু ক্রয় করার পর শরীক মারা গেল তখন কি করবে?
উঃ- তার ওয়ারিশ রা যদি বলে কুরবানী করেন তাহলে
করতে পারবেন, আর যদি বলে "না", করতে পারবেন না, তাহলে টাকা দিয়ে দিতে হবে।
তবে চাইলে পরবর্তী আরেক জন শরীক করতে পারবেন।

৪২.জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন?
উঃ- ঐ বাচ্চা জীবিত সদকা করে দিতে হবে।
সদকা না করলে পশুর সাথে জবাই করতে হবে।
এখানে জবাই করা বাচ্চার গোশত সদকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না।

৪৩.মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানী করা যাবে?
উঃ- হ্যা করা যাবে, তবে ওসিয়ত করে গেলে গোশত সদকা করে দিতে হবে। ওছিয়ত না করলে আপনি খেতে পারবেন।

৪৪.তিন দিনের বেশি কুরবানীর গোশত রাখা যাবে?
উঃ- হ্যা রাখা যাবে, যতো দিন ইচ্ছে!

৪৫.অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে?
উঃ- না, পূর্ণ ওজন করে ভাগ করতে হবে।

৪৬. তিনের এক অংশ গরীব কে দেওয়া, যদি সেটা না দেই তাহলে কি কুরবানী হবে? (আমরা যেটাকে সমাজের গোশত বলি)
উঃ- হ্যা হবে, তবে সেটা বড় কৃপণতার পরিচয়।

৪৭.গোশত চর্বি বিক্রি করা যাবে কি?
উঃ- না।

৪৮.জবাইকারী বা কসাই কে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি?

উঃ না, টাকা দিতে হবে, তবে পরে হাদিয়া হিসেবে গোশত দিতে পারবেন, আগে পারিশ্রমিক দিতে হবে।

৪৯. জবাই করার অস্র কেমন হতে হবে?
উঃ খুব ধাড়ালো হওয়া উত্তম।

৫০. জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা যাবে?
উঃ- পশু পুরোপুরি নিসতেজ হওয়ার পর।

৫১.এক পশু কে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি?
উঃ- যাবে, তবে ঠিক না, নবী কারীম সাঃ নিষেধ করেছেন।

৫২.কুরবানীর গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কি?
উঃ- হ্যা যাবে, তাতে কোন সমস্যা নেই।

৫৩.পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করনীয়?
উঃ- ধনী হলে আরেক টা ক্রয় করবেন। গরিব হলে লাগবে না।

৫৪.মুসাফির এর উপর কুরবানী করা কি ওয়াজিব?
উঃ না।

৫৫.কুরবানী ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করলে কি করনীয়?
উঃ- ঐ ব্যক্তি থেকে অনুমতি নিতে হবে।

৫৬.কুরবানী গোশত খাওয়া কি?
উঃ- মুস্তাহব, না খেলেও গুনা হবে না। তবে খাওয়া উত্তম।

৫৭.কুরবানী ওয়াজিব, এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানী করে কুরবানী হবে কি?
উঃ হবে, তবে সুদের উপর ঋণ নিয়ে করলে হবে না।

৫৮.হাজীরা যদি মুসাফির থাকে, তখন তাদের উপর কুরবানী কি ওয়াজিব?
উঃ- না।

৫৯.পাগল পশু দ্বারা কুরবানী কি হবে?
উঃ- না।

৬০.নবী কারীম সাঃ এর পক্ষ থেকে কুরবানী করা কি?
উঃ- উত্তম, সামার্থ্যবান দের জন্য।
এটার গোশত সবাই খেতে পারবে।

৬১.খাসি কৃত পশু দ্বারা কুরবানী করা যাবে কি?
উঃ- হ্যা

৬২.বিদেশে অবস্থানে রয়েছে এমন ব্যক্তির করনীয় কি?
উঃ- উনার পক্ষ থেকে দেশে কুরবানী দিলেও হবে।

৬৩.পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে?
উঃ- হ্যা,তবে বিক্রি করলে টাকা সদকা করতে হবে।

৬৪.জবাই কারী কে পারিশ্রমিক দিতে হবে কি?
উঃ- হাদিয়া দেওয়া উত্তম।

৬৫.কুরবানীর দিনে মুরগী হাঁস জবাই করা যাবে কি?
উঃ- যাবে, তবে কুরবানী নিয়তে করা যাবে না।

৬৬. জীবিত ব্যক্তির পক্ষ হতে কুরবানী করা যাবে কি?
উঃ- হ্যা যাবে।

আলহামদুলিল্লাহ এই হলো ৬৬ টি মাসায়ালা,
আল্লাহ্ তায়ালা সকলকে সঠিক নিয়ম মেনে কুরবানী করার তাওফীক দান করুন, আমিন। 🤲

সংগৃহীত পোস্টঃ-

06/05/2025
05/05/2025

অন্য যে কোনো সরকারের চেয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কঠিন!এই সময় পুলিশের পাশাপাশি সেনবাহিনী মাঠে আছে।

01/05/2025

শহীদ রইস হত্যার বিচার অতি দ্রুত করতে হবে! না হয় সমানে আরো কঠিন কর্মসূচি বাস্তবায়ন হবে!!

27/04/2025

২৬ এপ্রিল ঢাকা সমাবেশ সফল।

21/12/2023

শুভ শুভ শুভদিন
ইসলামিক বাংলাদেশের জন্মদিন।

চেয়ার
25/11/2023

চেয়ার

18/11/2023

আসসালামু আলাইকুম। আসছে আগামী, ১৯/১১/২০২৩ ইং, রোজ রবিবার, বাদে মাগরিব ( মাগরিবের নামাজের পর ) মাইজ্জা হুজুর (র.) মাজার মসজিদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা দাগনভূঞা উপজেলার যৌথ মতবিনিময় সভা " অনুষ্ঠিত হবে। এতে আলোচনা হবে আগামী নির্বাচন নিয়ে।
উক্ত সভায় সকল দায়িত্বশীল ও সদস্যগনকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সালামান্তে -
মাও : হামিদুল হক চৌধুরী,
সাধারণ সম্পাদক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, দাগনভূঞা উপজেলা।

12/10/2023

ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরায়েলের হামলার প্রতিবাদে ১৪-১০-২৩ ইং তারিখ রোজ শনিবারে দাগনভূঞা জিরো পয়েন্টে সকাল ১১ টায় ইসলামী ছাত্রসেনা দাগনভূঞা উপজেলা এক মানববন্ধনের আয়োজন করে। ইসলামী ছাত্রসেনার সকল শাখার কর্মীদের দাওয়াতী কার্যক্রম শুরু করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। এছাড়া সর্বস্তরের লোকদের উপস্থিতি কামনা করছি।

27/09/2023

পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকল ঈমানদার মুসলমানকে জানাই ঈদ মোবারক ও শুভেচ্ছা

27/09/2023

Address

Chittagong
PANCHLAISHCHITTAGONG

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,দাগনভূঁঞা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share