Jahed’s EmotionCode.

  • Home
  • Jahed’s EmotionCode.

Jahed’s EmotionCode. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jahed’s EmotionCode., Digital creator, .

আপনাদের ভালোবাসাই আজ আমরা 1 লক্ষ পরিবার,

আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য❤️

আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে দিবেন 👇
https://www.youtube.com/.01-r5k

যারা যারা নেন নাই, তারাতারি নিয়ে নেন,সবাই পাবেন
18/07/2025

যারা যারা নেন নাই, তারাতারি নিয়ে নেন,সবাই পাবেন

15/07/2025

বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়...

14/07/2025

আসলে এই দেশে কেন যে জন্ম নিলাম,প্রতিদিন খু*ন আর ধর্ষন এগুলাই দেখতে হচ্ছে 🥲

14/07/2025
যখন কনে পক্ষ জিজ্ঞেস করবে ছেলের বাবা কি করে, আমরা অন্তত ধমক দিয়ে বলতে পারবো!চিনেন মিয়া? দৈনিক কোটি টাকা চাঁদা তুলে। সাহস...
14/07/2025

যখন কনে পক্ষ জিজ্ঞেস করবে ছেলের বাবা কি করে,
আমরা অন্তত ধমক দিয়ে বলতে পারবো!
চিনেন মিয়া? দৈনিক কোটি টাকা চাঁদা তুলে।

সাহস কেমন প্রশ্ন করলেন কোন মূলে?

11/07/2025

চুরের শাস্তি এরকম হওয়া উচিৎ,🥰 ধন্যবাদ চুরকে এরকম শাস্তি দেওয়ার জন্য

মসজিদের মিম্বারে নিরাপদ নন ইমামও — খুতবার সময় অতর্কিত হামলাচাঁদপুরের প্রফেসর পাড়া এলাকার মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজ...
11/07/2025

মসজিদের মিম্বারে নিরাপদ নন ইমামও — খুতবার সময় অতর্কিত হামলা

চাঁদপুরের প্রফেসর পাড়া এলাকার মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করা আলেম, মাওলানা নুরুল আমিন মাদানী সাহেব আজ মসজিদের মিম্বারে খুতবা প্রদানকালে চরম নিরাপত্তাহীনতার শিকার হন।

আজ জুমার নামাজের সময় খুতবা চলাকালীন, খুতবার বক্তব্য কারও পছন্দ না হওয়ায়, এক ব্যক্তি চা পাতির কৌটা দিয়ে মাওলানা সাহেবের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ ধরনের ঘটনা শুধু দুঃখজনকই নয়, বরং তা মসজিদের পবিত্রতা, ইসলামী আদব এবং ধর্মীয় পরিবেশকে চরমভাবে লঙ্ঘন করে।

এ ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই মনে করছেন, এটি শুধু একজন আলেম নয়, বরং ইসলামি চেতনাকে অপমান করার সামিল।

আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই—অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি দেশের সকল মসজিদে ইমাম ও খতিবদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।

আল্লাহর ঘরকে অশান্ত করা আর আল্লাহর গজবকে ডেকে আনা সমতুল্য। এহেন অন্যায়ের বিচার হতেই হবে।

11/07/2025

চান্দা দে,
নইলে জী*ব*ন দে!

চাঁদা না দেওয়ায় একজন সাধারণ ব্যবসায়ীকে দিনের আলোতে রাজধানীর জনবহুল এলাকায় শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হ...
11/07/2025

চাঁদা না দেওয়ায় একজন সাধারণ ব্যবসায়ীকে দিনের আলোতে রাজধানীর জনবহুল এলাকায় শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই না; তার নিথর দেহের ওপর দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ-উল্লাস করেছি খু*নিরা। এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও দুই দিন পর সামনে এসেছে; তা-ও সাধারণ মানুষের ধারণ করা ভিডিও ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে। অথচ, কোনো টিভি-নিউজ এটি জোরালোভাবে সামনে আনেনি।

এভাবে প্রকাশ্য জনসম্মুখে পাথর মেরে একজন মানুষকে খু*ন করা হয়েছে। এর আগে এমন নির্মমতা আমি আমার জীবনেও দেখিনি। কেউ কাউকে এমনভাবে মারতে পারে, এটা ভাবনাতেও ছিল না। এটা যেন আইয়্যামে জাহেলিয়াতের পুনরাবৃত্তি। আগে এসব বর্বর চিত্রের ঘটনা শুধু ইতিহাসের বইয়েই পড়েছি, আজ নিজের চোখে দেখলাম।

এ-দেশে আপনার-আমার নিরাপত্তা কোথায়? এক ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আসার পথে। প্রশ্ন হলো—জুলাই আন্দোলন করে লাভ কী হলো? আওয়ামী লীগ গেল, তাতে আমাদের কী লাভ হল? একদল গেল, আরেক দল আসার পথে। মাঝখান দিয়ে আপনি-আমি ঠিক আগের মতই দুর্নীতির গেরাকলে আটকে আছি।

এই রাজনৈতিক পালাবদলের মাঝে আপনি আমি দুর্নীতি আর অনিশ্চয়তার শিকার হব। আমাদের পুরো জীবন আতঙ্ক আর ভয়ের মাধ্যমে কাটবে। এ-দেশে আপনি কখনোই নিরাপদে বসবাস করতে পারবেন না।

এ-দেশ আপনি-আমি সাধারনের জন্য উপযুক্ত না; এ-দেশ হল দুর্নীতিবাজ, খু*নি, আর চুর-বাটপারদের জন্য।

11/07/2025

কনরে ভাই,🥲সে কি মানুষ না.?
ভিডিও লিংক কমেন্টে

11/07/2025

তাই বলে একজন চোরকে এমন অমানবিক শাস্তি দিবে? দেশ থেকে কি মানবিকতা উঠে গেল নাকি! শুক্রবার দিন একটু হেসে নিন।

খুব ভালো 😁
09/07/2025

খুব ভালো 😁

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jahed’s EmotionCode. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share