Jahed’s EmotionCode.

Jahed’s EmotionCode. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jahed’s EmotionCode., Digital creator, Chittagong.

আপনাদের ভালোবাসাই আজ আমরা 1 লক্ষ পরিবার,

আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য❤️

আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে দিবেন 👇
https://www.youtube.com/.01-r5k

দিন যত গত হচ্ছে প্রিয় জামিয়ার বার্ষিক মাহফিল তত ঘনিয়ে আসছে। আগামী ৬ ও ৭ ই নভেম্বর উত্তর চট্টলার দ্বীনি শিক্ষা প্রতিষ্...
09/10/2025

দিন যত গত হচ্ছে প্রিয় জামিয়ার বার্ষিক মাহফিল তত ঘনিয়ে আসছে। আগামী ৬ ও ৭ ই নভেম্বর উত্তর চট্টলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার ১০৩ তম বার্ষিক মাহফিল। মাহফিলের সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
উক্ত মাহফিলে সকলের উপস্থিতি একান্ত কাম্য।
Follow me👇
Jahed’s EmotionCode.

09/10/2025

আহ্ মানুষ🥲😭

গাজায় চূড়ান্ত যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে সব পক্ষ। ঘোষণা আসবে ইনশাআল্লাহ দুপুরে। মিশরে সব পক্ষের উপস্থিতিতে এ ফায়সালা চূড়া...
09/10/2025

গাজায় চূড়ান্ত যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে সব পক্ষ। ঘোষণা আসবে ইনশাআল্লাহ দুপুরে। মিশরে সব পক্ষের উপস্থিতিতে এ ফায়সালা চূড়ান্ত হয়।

ফায়সালার সাক্ষী হিসেবে মিশর, কাতার ও তুর্কী সাক্ষর করেছে।

বিশ্লেষকগণ বলেছেন, হামাস এ পদক্ষেপে বিজয়ী হয়েছে। কারণ টানা দুই বছরের লড়াইয়ে যেখানে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে সব এর মধ্যেই তারা টিকে আছে।

শুধু তাই নয় ইজ্র।য়েলকে তারা এবার জোরদারভাবেই চ্যালেঞ্জ এর সামনে দাড় করিয়েছে। এই চ্যালেঞ্জে হেরেছে যুদ্ধবাজ নেত।নিয়াহু...

চুক্তি অনুযায়ী গাজা থেকে ইজ্র।য়েলি সব সৈন্য প্রত্যাহার করা হবে কাল। হামাস তাদের কাছে থাকা বন্দিদের মুক্তি দিবে। তার আগে ইজ্র।য়েল মুক্তি দিবে ফিলিস্তিনি বন্দিদের।

এই চুক্তির ফলে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে আজ থেকেই, এ জন্য ৫ টি সীমান্ত ক্রসিং খুলে দেয়া হবে।

যারা আল্লাহর উপর অবিচল তারা কখনো হারে না, এটাই প্রমাণ হলো।

মাত্র ৩২০ বর্গমাইলের ১১ টি গ্রাম নিয়ে গঠিত গাজায় সুপার পাওয়ার মেরিকা-ইজ্র।য়েল-ইউরোপ মিলে অনবরত যুদ্ধ করেও হারাতে পারেনি।

আল্লাহ তুমি সমস্ত মুসলিম ভূখণ্ডকে নিরাপদ করো...

- লোক ল'জ্জা'য় বলতে পারিনা, আসলে আমি কোন দিন পিজ্জা খায়নি!🙂
09/10/2025

- লোক ল'জ্জা'য় বলতে পারিনা, আসলে আমি কোন দিন পিজ্জা খায়নি!🙂

কি মনে করেন সপ্ন কি পুরণ করতে পারবে..? হামযা চৌধুরি       #হামজা  #ফুটবল  #বিশ্বকাপ
09/10/2025

কি মনে করেন সপ্ন কি পুরণ করতে পারবে..? হামযা চৌধুরি

#হামজা #ফুটবল #বিশ্বকাপ

08/10/2025

গাড়িটার দাম কতরেহ্😃 আমি একটা কিনতাম😄

08/10/2025

যে পারে, সে দুই নৌকায় নয় ছয় নৌকায়ও পা রেখে চলতে পারে। 🚤

আমার ছোট্ট আদরের ভাগিনী, জন্মদিনের অনেক শুভেচ্ছা! 🎉💖তোমার হাসি যেন ফুলের মতো ফুটে থাকে সবসময়। 🌼আল্লাহ তোমায় রাখুক সুস্থ,...
08/10/2025

আমার ছোট্ট আদরের ভাগিনী, জন্মদিনের অনেক শুভেচ্ছা! 🎉💖
তোমার হাসি যেন ফুলের মতো ফুটে থাকে সবসময়। 🌼
আল্লাহ তোমায় রাখুক সুস্থ, হাসিখুশি আর দুষ্টুমিতে ভরা! 😄🎂

পরকীয়ার জেরে আপন মায়ের হাতে ছেলে খু ন 🚨ছেলের বয়স ২১ বছর। 📌 বিস্তারিত কমেন্টে...
08/10/2025

পরকীয়ার জেরে আপন মায়ের হাতে ছেলে খু ন 🚨
ছেলের বয়স ২১ বছর।
📌 বিস্তারিত কমেন্টে...

08/10/2025

সাতক্ষীরা দেবহাটার সেই কুরআন অবমাননা কারি কে জনগন গণ ধো লা ই দিয়ে পুলিশে দিয়েছে।

ছোট শিশুটির নাম নেহা শিশুকে  জিজ্ঞাস  করা হলো তোমাকে কে মেরেছে বললো আমার বাবা আমাকে মেরেছে 🥲 মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে...
05/10/2025

ছোট শিশুটির নাম নেহা শিশুকে জিজ্ঞাস করা হলো তোমাকে কে মেরেছে বললো আমার বাবা আমাকে মেরেছে 🥲 মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে বুঝি🥲

কপি পোস্ট 🥹🙏

আসলে আমরা মুসলমান রা বোকা🥲 সে জন্যই বার বার আমাদেরকে ধুঁকা দেই,অনেক আগে থেকেই দেখতেছি, মানসিক পাগল বলে বলে ইসলাম অবমাননা...
05/10/2025

আসলে আমরা মুসলমান রা বোকা🥲
সে জন্যই বার বার আমাদেরকে ধুঁকা দেই,
অনেক আগে থেকেই দেখতেছি, মানসিক পাগল বলে বলে ইসলাম অবমাননা, মুসলমান ধর্মকে নিয়ে কুটুক্তি, কুরআনের অসম্মানি,নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি, এগুলো করছে আর আমরা চুপচাপ তাদের এই কাজ গুলোকে মেনে নিচ্ছি,কোন পদক্ষেপ নিতে পারি নাই,দরকার ছিলো তাদের কে, ক্ব*ত*ল করা,রাষ্ট্রের কাছে জোরদার করা,যেন এ-ই অবমাননা গুলোর বিচারের জন্য আইন নিশ্চিত করে,কিন্তু আমরা পারি নাই🥲আমরা শুধুমাত্র সমাবেশ করে ক্ষেন্ত,আচ্ছা আল্লাহর কাছে কি যাওয়াব দিবো..? কোন উত্তর আছে কি.? 🥲

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Jahed’s EmotionCode. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share