
29/01/2025
~ আপনি জীবনে যেই রকম সম্পর্কেই থাকেন না কেনো সেখানে 'সম্মান' আর গোপনীয়তা থাকাটা খুব প্রয়োজন।
আমরা যখন কাউকে ভালোবাসি তখন নিজের জায়গা থেকে এফোর্ট দেয়ার পাশাপাশি সামনের মানুষ টার থেকেও একই ভাবে এক্সপেকটেশানস করে বসে থাকি, কিন্তু ইন্ড অফ দ্যা স্টোরি আমরা সেরকম টা পাইনা তারপর ধীরে ধীরে অভিযোগের অভিনয়ে চলে আসি, একটা সময়ের পর হয়তো নিজেকে দোষ দেই নয়তো সামনের জনকে, প্রতিযোগিতা লেগে যায় একে অপরের দোষ গুন বিবেচনায়, এতে করে কখন যে নিজেরাই নিজেদের কে অসম্মান করা শুরু করে তা বুঝতেই পারে না।
আমার অনেক কাছের একজন গার্জিয়ান এর কাছে গতকাল অনেক সুন্দর একটি কথা শুনেছি তারপর উপলব্ধি করলাম যে আমি কেনো এভাবে কখনো ভেবে দেখিনি।
কথাটি ছিল এমন:
যখন তুমি কাউকে ভালোবাস অথবা তার জন্য কিছু করো অতঃপর একটা সময় সে তোমাকে কষ্ট দিল বা তোমার সাথে অন্যায় করলো,তারপর তুমি কাঁদলে আর আফসোস করে বললে যে সে আমায় কি করে কষ্ট দিতে পারলো?
সে আমার সাথে এটা কিভাবে করলো,সে আমার সাথে অন্যায় কিভাবে করলো?
আরেহ্ যে তোমার সাথে অন্যায় করলো বা কষ্ট দিল সে তো বোকা নয় সে অনেক চালাক, বোকা হলে তুমি যে তাকে ভালোবাসতে গিয়েছ অথবা তার জন্য কিছু করে এটা আশা রেখেছ যে সে তোমাকে কখনো কষ্ট দিবে না, পৃথিবীতে মানুষ কে ভালোবাসতে নেই আর বাসলেও এটা আশা করতে নেই যে সে তোমাকে কষ্ট দিবে না।
ওনার এই কথায় অনেক সুন্দর ভাবে উপলব্ধি করলাম,যে জীবনে আমাদের যত অভিযোগ যত দুঃখ আর যত হতাশার পাহাড় জমে,তার কারণ এই একটাই, এক্সপেকটেশন রেখে নিজেকে বোকা বানানো।
যদি তুমি বোকা না হও তবে কষ্ট তোমায় ছুতে পারবে না।
সম্পর্ক হোক কিংবা পরিচয়ের আদান-প্রদান 'সম্মান' আর গোপনীয়তা সমসময় প্রয়োজন এতে নিজের ব্যক্তিত্বের প্রকাশ পায়.!
লেখায়: নীলপদ্ম (শুভ)