
28/09/2025
যত্ন ...
শব্দটা শুনলেই মনে হয় কোমলতা, ভালোবাসা আর দায়িত্ববোধের এক অদৃশ্য আবরণ।
তবে সবাই সমান ভাগ্যে এই যত্ন পায় না। যে মানুষ যত্ন পায়, সে ভেতরে ভরসা খুঁজে পায়। আর যিনি যত্ন করতে জানেন, তিনিই পরম স্নেহে পালন করেন জীবনকে সুন্দর রাখার এই অনন্য শিল্প।
যত্ন কখনো শব্দে প্রকাশ পায় না, তা ধরা দেয় আচরণে।💞