Taposy's Chronicle

Taposy's Chronicle Live with full enjoyment.
(3)

যত্ন ... শব্দটা শুনলেই মনে হয় কোমলতা, ভালোবাসা আর দায়িত্ববোধের এক অদৃশ্য আবরণ।তবে সবাই সমান ভাগ্যে এই যত্ন পায় না। যে মা...
28/09/2025

যত্ন ...
শব্দটা শুনলেই মনে হয় কোমলতা, ভালোবাসা আর দায়িত্ববোধের এক অদৃশ্য আবরণ।

তবে সবাই সমান ভাগ্যে এই যত্ন পায় না। যে মানুষ যত্ন পায়, সে ভেতরে ভরসা খুঁজে পায়। আর যিনি যত্ন করতে জানেন, তিনিই পরম স্নেহে পালন করেন জীবনকে সুন্দর রাখার এই অনন্য শিল্প।

যত্ন কখনো শব্দে প্রকাশ পায় না, তা ধরা দেয় আচরণে।💞

Sometimes you have to accept the situation and say:it's okay, it happens, it's life.
26/09/2025

Sometimes you have to accept the situation and say:

it's okay, it happens, it's life.

জীবনের প্রতিটি মুহূর্ত একবারই আসে, আর একবারই চলে যায়!কিন্তু আমরা প্রায়ই সেই মুহূর্তগুলোর গুরুত্ব বুঝতে পারি তখনই, যখন ...
24/09/2025

জীবনের প্রতিটি মুহূর্ত একবারই আসে,
আর একবারই চলে যায়!
কিন্তু আমরা প্রায়ই সেই মুহূর্তগুলোর
গুরুত্ব বুঝতে পারি তখনই, যখন সেগুলো হারিয়ে যায়!
হারিয়ে যাওয়া সময় যেন একটা নিরব ব্যথা
যেটা আমাদের মনে অনুশোচনা
আফসোস আর অনেক অজস্র ‘যদি’ রেখে যায়!

জীবন আসলে--এক চিরন্তন ঋতুচক্র, শরতের কাশফুল থেকে শীতের কুয়াশা, বসন্তের পলাশ থেকে বর্ষার বৃষ্টি, সবই আসে আবার সবই চলে যা...
22/09/2025

জীবন আসলে--
এক চিরন্তন ঋতুচক্র,
শরতের কাশফুল থেকে শীতের কুয়াশা,
বসন্তের পলাশ থেকে বর্ষার বৃষ্টি,
সবই আসে আবার সবই চলে যায়।
আমরা কেবল দাঁড়িয়ে থাকি,
বদলে যাওয়ার দৃশ্যপটে-
একটি অবাক দর্শকের মত।

মানুষ বড়-ই অদ্ভুত, কীসে তার সুখ, সে নিজেই জানে না!যা পায় তাকে আকঁড়ে ধরে রাখে না, আর-যা তারদখলের বাহিরে, তা-নিয়ে হাজা...
21/09/2025

মানুষ বড়-ই অদ্ভুত, কীসে তার সুখ, সে নিজেই জানে না!
যা পায় তাকে আকঁড়ে ধরে রাখে না, আর-যা তার
দখলের বাহিরে, তা-নিয়ে হাজার জল্পনা-কল্পনা!
এই রঙিন ফানুসের ভিতরে কতো-অস্পষ্ট স্বপ্ন যে ভেসে
উঠে, তা-কি কখনো প্রকাশ করা যায়..?
মানুষের জীবনটা অনেকটা মরিচীকার মতো!
স্বপ্ন-বাস্তবতায় পরিনত করার ঠিক দ্বারপ্রান্তে এসে
ছুটিরঘণ্টা বেজে ওঠে!

"জীবনযাপন" আর "জীবন উপভোগ" দুটো বিষয় সম্পূর্ণ আলাদা!জীবনে হাজারো দুঃখ, কষ্টের ভিড়ে সুখ গুলোকে বিভিন্ন আঙ্গিকে উপলব্ধি ...
19/09/2025

"জীবনযাপন" আর "জীবন উপভোগ" দুটো বিষয় সম্পূর্ণ আলাদা!
জীবনে হাজারো দুঃখ, কষ্টের ভিড়ে সুখ গুলোকে বিভিন্ন আঙ্গিকে উপলব্ধি করাকে বলে "জীবন উপভোগ"! আর নাম মাত্র বেঁচে থাকাকে বলে "জীবনযাপন" !!🖤

তবুও বিকেল আসুক,বিষন্নতায় ভাসুক,এই শহরের অদ্ভুত নিজুত ফুলে, মনও খানিক হাসুক।
17/09/2025

তবুও বিকেল আসুক,
বিষন্নতায় ভাসুক,
এই শহরের অদ্ভুত নিজুত ফুলে,
মনও খানিক হাসুক।

Address

Chittagong
4202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taposy's Chronicle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share