
30/09/2025
আমি বড় হয়েছি খুব আস্তে আস্তে আরও আস্তে আস্তে বুঝেছি এই বাংলাদেশে কবি হতে গেলে অন্তত একবার মে দিবস আর মাকে নিয়ে কবিতা লিখতে হবে, আর রবীন্দ্রনাথকে নিয়ে লিখতে হবে বারবার।
মা আমার কবিতার উঠোনে ধান শুকাতে দিয়ে প্রায়ই ঢুকে পড়ে রান্নাঘরে, কিন্তু খুব কঠিন ছিল মে দিবসের কবিতা লেখা তাও লিখেছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় যখন হাসপাতালে লাং ক্যান্সারে ফোলাচ্ছিল পৃথিবীর ব্লাডার।
শুধু লিখতে পারিনি রবীন্দ্রনাথকে নিয়ে একটি কবিতা হয়তো এই কবিতার জন্যে আমাকে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে, হয়তো ঘুম আসবে না মাঝে মাঝে উঠে তাকাতে হবে পশ্চিমের আকাশে। মুখ ফেরালে যেমন দেখা যায় না কঠিন শিরদাঁড়া রবীন্দ্রনাথ এতই জরুরী এই প্রাত্যহিক অনুভূতির প্রদেশে যে তাকে পৃথক করা যায় না কোন কিছু থেকে, যেমন বুকে হাত দিয়ে বলা যায় না কোথায় প্রাণ আছে।
#বায়োষ্কোপ