বায়োস্কোপ

বায়োস্কোপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বায়োস্কোপ, Digital creator, Chittagong.
(3)

সুস্বাগতম 🤝 নিজেকে বদলাতে ভালোবাসি, অন্যকে বদলাতে সাহায্য করি। শিক্ষা, বিনোদন আর মোটিভেশনের ভরপুর একটা যাত্রা। ভালোবাসা দিয়ে গড়া আমার এই ছোট্ট জীবনের ক্যানভাস, আমি আঁকি স্বপ্ন দিয়ে।

আমি বড় হয়েছি খুব আস্তে আস্তে আরও আস্তে আস্তে বুঝেছি এই বাংলাদেশে কবি হতে গেলে অন্তত একবার মে দিবস আর মাকে নিয়ে কবিতা লিখ...
30/09/2025

আমি বড় হয়েছি খুব আস্তে আস্তে আরও আস্তে আস্তে বুঝেছি এই বাংলাদেশে কবি হতে গেলে অন্তত একবার মে দিবস আর মাকে নিয়ে কবিতা লিখতে হবে, আর রবীন্দ্রনাথকে নিয়ে লিখতে হবে বারবার।

মা আমার কবিতার উঠোনে ধান শুকাতে দিয়ে প্রায়ই ঢুকে পড়ে রান্নাঘরে, কিন্তু খুব কঠিন ছিল মে দিবসের কবিতা লেখা তাও লিখেছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় যখন হাসপাতালে লাং ক্যান্সারে ফোলাচ্ছিল পৃথিবীর ব্লাডার।

শুধু লিখতে পারিনি রবীন্দ্রনাথকে নিয়ে একটি কবিতা হয়তো এই কবিতার জন্যে আমাকে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে, হয়তো ঘুম আসবে না মাঝে মাঝে উঠে তাকাতে হবে পশ্চিমের আকাশে। মুখ ফেরালে যেমন দেখা যায় না কঠিন শিরদাঁড়া রবীন্দ্রনাথ এতই জরুরী এই প্রাত্যহিক অনুভূতির প্রদেশে যে তাকে পৃথক করা যায় না কোন কিছু থেকে, যেমন বুকে হাত দিয়ে বলা যায় না কোথায় প্রাণ আছে।

#বায়োষ্কোপ

ভূমিকার প্রয়োজন নেই কোনো যা বলতে চাও চটপট সরাসরি বলো ধানাই-পানাই ইনোনো-বিনোনো একদম পছন্দ হয় না নতুন কিছু আছে কি, এইসব ছা...
28/09/2025

ভূমিকার প্রয়োজন নেই কোনো যা বলতে চাও চটপট সরাসরি বলো ধানাই-পানাই ইনোনো-বিনোনো একদম পছন্দ হয় না নতুন কিছু আছে কি, এইসব ছাড়া?

ধর...

হরতাল, মারামারি, রাহাজানি বক্তৃতা, গলাবাজি, হত্যা ধর্ষণ, ছিনতাই, জ্যামজট যৌতুক, নির্যাতন, উৎকোচ ইত্যাদি, এসবের বাইরে? যদি থাকে চটপট সরাসরি বলো।

ভনিতার প্রয়োজন নেই কোনো যা বলতে চাও চটপট সরাসরি বলো ইতিউতি তাকানো ফিসফাস একদম পছন্দ হয় না নতুন কিছু আছে কি, এসব ছাড়া?

ধর...

খরা, অতিবৃষ্টি, বন্যা অনাবাদ, হাহাকার, দুর্ভিক্ষ কলেরা, ত্রাণতহবিল, উটের মাংস, অপুষ্টি, অবিচার, পচা খেজুরের গল্প ইত্যাদি, এসবের বাইরে? যদি থাকে চটপট সরাসরি বলো।

ভদ্রতার প্রয়োজন নেই কোনো যা বলতে চাও চটপট সরাসরি বলো গুজুর-গুজুর ইশারা-টিশারা একদম পছন্দ হয় না নতুন কিছু আছে কি এসব ছাড়া?

ধর...

যৌনতা, ছায়াছবি, ভোট পদোন্নতি, বেতনবৃদ্ধি, বড়ো সাহেব পরস্ত্রী, স্টেনো, অনাচার রাজনীতি, তেজস্ক্রিয় দুধ, মাছের ঘা
ইত্যাদি এসবের বাইরে? যদি থাকে চটপট সরাসরি বলো

অভিনয়ের প্রয়োজন নেই কোনো ভূমিকা, ভনিতা, ভদ্রতা, অভিনয় এসব ছেড়ে সত্যিকার কিছু বলো কাজের কথা বলো না পারলে অন্যকে সুযোগ দিয়ে সরে পড়ো চটপট।

#বায়োষ্কোপ

তোমাকে আমি কিছুতেই বুঝতে পারি না কখনো কখনো চলমান মেঘের ভিতরে স্থির কোন চাঁদ দেখে মনে হয়, এই তো তুমি; কখনো কখনো ফুলের ওপর...
26/09/2025

তোমাকে আমি কিছুতেই বুঝতে পারি না কখনো কখনো চলমান মেঘের ভিতরে স্থির কোন চাঁদ দেখে মনে হয়, এই তো তুমি; কখনো কখনো ফুলের ওপরে ভাসমান প্রজাপতি দেখে মনে হয়, এই তো তুমি; কখনো কখনো অতল জলের দিকে তাকিয়ে থেকে মনে হয়, এই তো তুমি!

মাঝে মাঝে তোমাকে খুব স্পর্শ ক'রে দেখতে ইচ্ছে করে, মনে হয়, স্পর্শ করলেই আমার সামনে হাজার বছরের এক অনাবিষ্কৃত দরোজা দ্রাম ক'রে খুলে যাবে।

কিন্তু তোমাকে স্পর্শ করার সাহস পাই না; মনে হয়, আমি স্পর্শ করলেই তোমার শরীর থেকে একটুকরো মাংস শব্দহীন খ'সে প'ড়ে যাবে!

#বায়োষ্কোপ

একটা ছোট্ট হলুদ ফুল, আঙুলের ডগায় ধরা। যতই ছোট হোক, তবু তার ভেতর লুকিয়ে আছে হাসির মতো উজ্জ্বল রঙ আর রোদ্দুরের মতো উষ্ণত...
24/09/2025

একটা ছোট্ট হলুদ ফুল, আঙুলের ডগায় ধরা। যতই ছোট হোক, তবু তার ভেতর লুকিয়ে আছে হাসির মতো উজ্জ্বল রঙ আর রোদ্দুরের মতো উষ্ণতা।
যেন ফুলটা বলছে—
“আমি বড় কোনো গোলাপ নই, সুবাস ছড়াই না, কিন্তু আমি তবুও বাঁচতে শিখেছি। মাটির ধুলোয়, বৃষ্টির ভিজে ঘ্রাণে, আর সকালের শিশিরে আমি টিকে আছি।”
ফুলটা ছোট, অথচ তার গল্প বড়।
পাশের মানুষ হয়তো চোখেও দেখে না তাকে, তবুও সে নিজের মতো করে পৃথিবীকে সাজিয়ে দেয়।
হয়তো এটাই জীবনের শিক্ষা—
সবসময় বড় হতে হবে না, বড় কৃতিত্ব দেখাতে হবে না। কখনও কখনও ছোট্ট একটা উপস্থিতি, ছোট্ট একটা হাসি, বা ছোট্ট একটা ফুলই মানুষের মন ভরে দিতে পারে।
তুমি যখন এই ফুলটা হাতে নিলে, তখন সেটার গল্প তোমার হাত দিয়ে নতুন রূপ পেল।
এখন ফুলটা শুধু ফুল নয়,
সে তোমার জীবনের এক মুহূর্ত, এক স্মৃতি, এক শান্তির প্রতীক। 🌼
#বায়োষ্কোপ

কিন্তু আমরা যাচ্ছি কোথায়? তা জানি না... যেখানে যাচ্ছি সেখানে আছে কী? সব আছে, অনেক আছে, অঢেল আছে, কত আশা, কত বাসা, কত হাস...
22/09/2025

কিন্তু আমরা যাচ্ছি কোথায়? তা জানি না... যেখানে যাচ্ছি সেখানে আছে কী? সব আছে, অনেক আছে, অঢেল আছে, কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত পয়সা, কতো জেল্লা, কতো জমক।
সেখানকার নদী কি এমনি মধুমতি? মাটি কি এমনি মমতা মাখানো? ধান কি এমনি বৈকুণ্ঠবিলাস? সোনার মতো ধান আর রূপোর মতো চাল? বাতাস কি এমনি হিজল ফুলের গন্ধভরা, বুনো বুনো, মৃদু মৃদু? মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধেখোর?
#বায়োষ্কোপ

"ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো...
17/09/2025

"ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের ওপর, বলছে, যাবে কোথায়? একটু দূরেই মাঠে কারো মেঘের মতো ধান হয়েছে লক্ষীবিলাস ধান- তারও প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলাৎ ছলাৎ পাগলি নদীর ঢেউ তার উপরে ভেসে চলেছে পাল তোলার ডিঙ্গি, ময়ূরপঙ্খী বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এ জন্মের কেউ নই? স্বজন নই?"

#বায়োস্কোপ

ছায়াঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুমভাঙ্গা পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠলো। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট্...
16/09/2025

ছায়াঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুমভাঙ্গা পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠলো। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট্ট ছেলেটা, দেখলো তার কাটা ঘুড়িটা এখনো গাছের লোটকে আছে, হাওয়ার ঠোক্কর খাচ্ছে তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না।
#বায়োস্কোপ

💤 ঘুমই একমাত্র থেরাপি, যেখানে সব দুঃখ মিশে যায় নরম স্বপ্নে।🥰 #বায়োস্কোপ
15/09/2025

💤 ঘুমই একমাত্র থেরাপি, যেখানে সব দুঃখ মিশে যায় নরম স্বপ্নে।🥰
#বায়োস্কোপ

চল, তাড়াতাড়ি কর আর দেরি নয়, বেরিয়ে পর বেরিয়ে পর এখুনি। ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না।...
15/09/2025

চল, তাড়াতাড়ি কর আর দেরি নয়, বেরিয়ে পর বেরিয়ে পর এখুনি। ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে, সময় নেই- এমন সুযোগ আর আসবে না কোনোদিন। বাছবাছাই না করে হাতের কাছে যা পাস তাই নিয়ে পোঁটলাপুঁটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পড়-
#বায়োস্কোপ

কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? #বায়োস্কোপ
13/09/2025

কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?
#বায়োস্কোপ

"সাদাকালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে ____।" #বায়োস্কোপ
11/09/2025

"সাদাকালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে ____।"
#বায়োস্কোপ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বায়োস্কোপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share