16/09/2025
ডাকসু নির্বাচনে চট্টগ্রামের ৭ বিজয়ী
সাতকানিয়ার সাদিক কায়েম :
ভিপি পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আবু সাদিক কায়েম, যিনি ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। শিক্ষার্থীরা আশা করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বার্থ, নিরাপত্তা এবং সুযোগ–সুবিধা আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে।
লোহাগাড়ার এসএম ফরহাদ :
জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়ার এসএম ফরহাদ। যিনি ১০,৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বৃহত্তর চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠবেন বলে আশাবাদী সচেতন মহল।
ফাতেমা জুমা :
মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের বিজয়ী মহেশখালীর মেয়ে ফাতেমা তাসনিম জুমা। তিনি ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে সক্রিয় গণতান্ত্রিক অংশগ্রহণ ও স্বাধীন চিন্তার উন্মেষ ঘটাতে কাজ করবেন তিনি।
সাতকানিয়ার উম্মে ছালমা :
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিভাগের বিজয়ী সাতকানিয়ার উম্মে ছালমা। তিনি ৯,৯২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন, অধ্যয়ন ও বিশ্রামের পরিবেশ উন্নয়নে মনোনিবেশ করবেন।
এছাড়া বৃহত্তর চট্টগ্রাম থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন- রাঙামাটির সর্বমিত্র চাকমা, সাতকানিয়ার রায়হান উদ্দিন এবং খাগড়াছড়ির হেমা চাকমা।
এছাড়াও ডাকসু নির্বাচনে বিভিন্ন হলে ভিপি জিএসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বৃহত্তর চট্টগ্রামের অনেক প্রার্থী।