ভাবনা পোকা Kaji Jahangir

ভাবনা পোকা Kaji Jahangir Sharing thoughts with writing’s, reciting poetry’s analyzing current situational events

04/03/2025

ভাবনা পোকা’র আলু নিয়ে বিড়ম্বনা

আলু’র দাম ক্রম
২০০৬- ২২টাকা
২০০৮/৯- ৮০-৯০টাকা
------
২০২৩- ৩০-৪০টাকা
২০২৪- ফেব্রুয়ারী-মার্চ- ৫০-৬০টাকা
----
বর্তমান মূল্য- ২০-২৫
লেখালেখি করছি অনেক বছর যাবত, স্থানিয় পত্রিকা, ছোট কাগজ, অনলাইন । এসব করতে করতে অনেক বছর কেটে গেছে যখন ভাবলাম লেখাগুলো এবারে একটা বই আকারে সংকলিত করা যাক। সেই আবেগ, সেই পরিস্থিতি, সেই সব সামাজিক অনিয়ম যা নিয়ে কবিতা লিখতাম সবই ঠিক আছে কিন্তু বাধ সাধলো আলুর মূল্যটা, কবিতায় উচ্চ মূল্য বোঝাতে গিয়ে সেই আলুর দাম নিয়েই পড়লাম বিপত্তিতে। আপনারা সবাই জানেন ভাতের বিকল্প হচ্ছে রুটি আর আলু, গরীব নিন্মবিত্ত নাগরিকেরা দুটো আলুর ভর্তা বানিয়েও খেতে পারে, ভাতের সংস্থান করতে না পারলে এক কেজি আটা কেনা যেত তখন। কিন্তু ওয়ান ইলেভেন পরবার্তি যুগে আটা হয়ে গেল চালের চেয়ে বেশি মূল্যের পন্য, বাকি থাকলে আলু । সেই আলুর দাম নিয়ে তো আমার এত বিড়ম্বনা। কবিতায় কবিতায় তো আর সময়কে ধরে রাখা যায়না । কবিতার বইটা যখন প্রকাশিত হয় সেই সময়টাকেই তৎকালিন পরিস্থিতি ধরে নেওয়া হয়। তাই বলে তো আর প্রেম থেমে থাকবেনা, আলুর দাম যতই বাড়ুক হয়তো বিয়েটা করে সংসার বাধা যাবে না, কিন্তু প্রেমতো চালিয়ে যেতে হবে। তাই কিছু ছেলে ভোলানে গল্প বলা ছাড়া তো আর কোন উপায় থাকলো না। সেদিন তাকে ভুলিয়ে রাখার জন্যই লিখেছিলাম ‘সুদিনে বাধবো ঘর’। বাকি কপকপানিটা আমার কথা আর আবৃত্তিতে শুনুন(২০২৪ এ রেকর্ড করা), তারপর কমেন্ট বলুন তো বিষয়টা আসলেই ভাবনার কি না। যদি একমত হন আমার সাথে তাহলে ভাবনা পোকা মত আপনিও একটু করে ভাবুন....

সমসাময়িক বিষয় গুলো ভাবনা পোকাদের মতন কাটতে থাকে মস্তিষ্কের ঘুন সারাক্ষণ , পোকাদের উৎপাতে যদি যখন কিছু বেরিয়ে আসবে আমার ক...
23/02/2025

সমসাময়িক বিষয় গুলো ভাবনা পোকাদের মতন কাটতে থাকে মস্তিষ্কের ঘুন সারাক্ষণ , পোকাদের উৎপাতে যদি যখন কিছু বেরিয়ে আসবে আমার কলম দিয়ে , সাথে সাথে সেটা উগড়ে দবো এই পেইজে। হতে পারে সেটা গল্পাকার বা কবিতাকার অথবা ছোট্ট আবৃত্তি ভিডিও র মাধ্যমে... যা মুহূর্তেই শেয়ার হয়ে যাবে বন্ধুদের সাথে...

Address

M A Aziz Road, Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাবনা পোকা Kaji Jahangir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share