Azia Fest

Azia Fest lets test something yummy & healthy � Do something Beatyfull�

First tried 🥹Invented by meজানিনা কতটুকু হয়ছে। 🙂❤️‍🩹 আমার ঘনিষ্ঠ পাঠক দয়ের নাকি  #অপরাজিতা পছন্দ।                       ...
20/09/2025

First tried 🥹
Invented by me

জানিনা কতটুকু হয়ছে। 🙂❤️‍🩹

আমার ঘনিষ্ঠ পাঠক দয়ের নাকি #অপরাজিতা পছন্দ।

First tried 🥹Invented by meজানিনা কতটুকু হয়ছে। 🙂❤️‍🩹 আমার ঘনিষ্ঠ পাঠক দয়ের নাকি  #অপরাজিতা পছন্দ।                       ...
20/09/2025

First tried 🥹
Invented by me

জানিনা কতটুকু হয়ছে। 🙂❤️‍🩹

আমার ঘনিষ্ঠ পাঠক দয়ের নাকি #অপরাজিতা পছন্দ।

Tried😶 আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
20/09/2025

Tried😶

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

Tried😶 আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
20/09/2025

Tried😶

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

Ma Sha Allah 🥹Stay tuned🤍
17/09/2025

Ma Sha Allah 🥹

Stay tuned🤍


আকিদা,মাজহাব পরের কথা এসব আল্লাহ বা আল্লাহর নবী (স.) কেউই করেননি। মুসলমান একে অপরের ভাই।  ইর্ষা,অপবাদ এক কথায় হারাম।  কা...
06/09/2025

আকিদা,মাজহাব পরের কথা এসব আল্লাহ বা আল্লাহর নবী (স.) কেউই করেননি। মুসলমান একে অপরের ভাই। ইর্ষা,অপবাদ এক কথায় হারাম। কাদা ছুড়াছুড়ি করে, উস্কানি মূলক কথা ও কর্মকান্ডে ধর্ম ভুলে নিজেকে ইসলাম ধর্মের বহির্ভূত বলে পরিচয় দিচ্ছে তারা। তাওহিদ মানে আল্লাহ এক ও অদ্বিতীয় এতটুকু যারা বুঝেনি কাফিরদের মতো মনোভাব প্রকাশ করছে তাদের সাথে তর্কে যাওয়াটাও বোকামি। পাগল আপনাকে পাগল বললে আপনি যদি চেতে যান তাহলে মূর্খটা কে? সর্বোপরি আশেকে রাসুল(স.) যা করছে তা কোনোভাবেই সুন্নত পরিপন্থী নই নই নই৷ মুসলমান মুসলমানকে আঘাত করাও নিষিদ্ধ৷

"প্রকৃত মুসলিম সে-ই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে"(সহীহ বুখারী _৯-১০,৬৪৮৪, মুসলিম-৪০)

📖 বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক দ্বিনি ভাই একটা পোস্ট করেছিল, যার সারাংশ ছিল এমন:ওনার সহধর্মিণী ওনাকে স্ত্রীর হকের ...
05/09/2025

📖 বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক দ্বিনি ভাই একটা পোস্ট করেছিল, যার সারাংশ ছিল এমন:
ওনার সহধর্মিণী ওনাকে স্ত্রীর হকের ব্যাপারে বিভিন্ন স্কলারদের লিখনি ও ভিডিও পাঠায়, উনিও ওনার স্ত্রীকে স্বামীর হকের ব্যাপারে বিভিন্ন স্কলারদের লিখনি ও ভিডিও পাঠায়। কিন্তু কেউই নাকি কারো ভিডিও বা লেখনির লিংক খুলেও দেখে না। এভাবেই তাদের এক বছরের সংসার জীবন পার হয়ে গেছে।

আমি অভ্যাসগত ভাবেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করি খুব কম। তারপরও ওখানে ওই ভাইকে পোস্টের বিপরীতে কিছু কথা বলেছিলাম। ভাবলাম কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনাদের উপকার হতে পারে।

• আমাকেও আমার সহধর্মিণী মাঝে মাঝেই বিজ্ঞ স্কলারদের লিখনির লিংক পাঠায়, (আমিও ওনাকে পাঠাই) আবার কোন স্কলারের বক্তব্য নসিহামূলক হলে বা ওই বক্তব্যের কোন অংশ বুঝতে অসুবিধা হলে লিংক পাঠায়।

আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, খুব দ্রুতই ফিডব্যাক দেয়ার। বিশেষ করে কোন লিংক পাঠালে (মাশা'আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন, আল্লাহ কবুল করুন) এই ছোট্ট ফিডব্যাকটা হলেও দেয়ার চেষ্টা করি। অথবা খুব ব্যস্ত থাকলে পরবর্তীতে জানাবো বলে হলেও একটা ফিডব্যাক দেয়ার চেষ্টা করি। (বারাকাল্লাহু লাক)

📖 এই ছোট্ট ফিডব্যাক দেয়াটা কেন গুরুত্বপূর্ণ❓

‼️ কারণ, এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গভীর হয়। সবচেয়ে যেটা ভালো হয়, তা হলো মূল্যায়ন ও গুরুত্ব। আমি যে আমার স্ত্রীর ছোট বিষয়টাও গুরুত্ব দিচ্ছি, তা ওনার বুঝতে সহজ হয়।

• আমাদের অনেকেরই বিবাহিত সম্পর্কে এই ছোট ছোট ঘাটতি গুলো দেখা যায়। বিশেষ করে গুরুত্ব বা মূল্যায়নের ক্ষেত্রে। অনেক বোন আছেন, যারা স্বামীর আনা ছোট-খাটো উপহারের মূল্যায়ন করেন না আবার অনেক ভাইয়েরা আছেন স্ত্রীর ছোট-খাটো আবদার বা আয়োজনকে গুরুত্ব দেন না।

• অনেকেই দেখা যায়, ভালোবেসে আপনি একটা মেসেজ সেন্ড করলেন। মেসেজে কোন একটা আবদার বা নসিহা করলেন। তিনি মেসেজ সিন করলেন, কিন্তু কোন রকম ফিডব্যাক করলেন না। অর্থ্যাৎ মেসেজের হ্যাঁ বা না বাচক কোন ফিডব্যাকই তিনি দেন নি। এর মাধ্যমে কিন্তু অপর প্রান্তের মানুষটির গুরুত্ব আপনার কাছে কতটুকু, সেটা প্রকাশ পায়।

🍀 দাম্পত্য জীবনকে সুখী করতে অবশ্যই, ছোট্ট একটা মেসেজেরও গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কে যেমন গভীর হয়, তেমনি আমাদের সন্তানরাও বুঝতে পারে যে তাদের বাবা-মায়ের দাম্পত্য জীবন খুবই সুন্দর ও সুখীময়। এছাড়াও গুরুত্ব ও মূল্যায়নের কারণে আমাদের পরিবারগুলোতে স্বামী-স্ত্রী ও সন্তান কেউই কারো কাছ থেকে কোন কথাই লুকানোর চেষ্টা করবে না।

পরিশেষে আবারও বলছি দাম্পত্য জীবনে ছোট্ট একটা মেসেজেরও গুরুত্ব দিন।

~ জাহিদ হাসান

• পারিবারিক টিপস (পর্ব-১৯)

কার্টেসি: Fatayat al-Huda - হিদায়াতের কন্যারা

#ফাতায়াতালহুদা

করে লাভ কি,আপনারা তো নিবেন না!🙂পকেটের জরিমানা।     ゚
02/09/2025

করে লাভ কি,আপনারা তো নিবেন না!🙂
পকেটের জরিমানা।

বহু বছর আগে আমার একজনের সাথে সামান্য আলাপ হয়েছিলো। পরিচয় পর্ব পেরিয়ে আলাপ যখন আরও খানিকটা এগোচ্ছিলো ঠিক তখনই আমি আর কথা ...
25/08/2025

বহু বছর আগে আমার একজনের সাথে সামান্য আলাপ হয়েছিলো। পরিচয় পর্ব পেরিয়ে আলাপ যখন আরও খানিকটা এগোচ্ছিলো ঠিক তখনই আমি আর কথা বাড়াতে চাইনি। এরপর কিছুদিন যোগাযোগ হীনতা চলতে চলতে একদিন হুট করে তিনি আমার কাছে জানতে চাইলেন, 'কী ব্যাপার? আপনি আর কথা বলতে চান না যে?'
আর কোনো উত্তর খুঁজে না পেয়ে আমি তাকে বললাম, 'কী বলবো বলুন? বলার মতোন কিছু তো ঘটেনি।'
সে ছেলেটি চট করে জবাব দিয়েছিলো, 'আজ ভাতটা একটু নরম হয়েছে ; এও তো একটা গল্প!'

এই সামান্য একটা বাক্যের মর্ম বুঝতে আমার কতো গুলো বছর যে কেটে গ্যাছে! আজ বুঝি তিনি আমাকে কী নিদারুণ একটা সত্য শিখিয়ে গ্যালেন নিজের অজান্তেই।

সব কথার সার কথা তো এই ; যে আপনার সাথে কথা বলতে আগ্রহী তার কাছে বলবার মতোন কথার অভাব পড়ে না। আর যে বলে 'কী কথা বলবো? বলার মতোন তো কিছু হয়নি ' কিংবা 'আমি তেমন কথা বলতে পারি না'; এসবই তো নিছক অজুহাত! কেবলই বাহানা। সত্য এড়ানোর পায়তারা।
That person simply doesn’t want to talk to you, that's it.
তিনি আপনার সাথে আর কথা বলেন না কারণ তিনি কথা বলতে চান না। আপনার সাথে কিছু শেয়ার করবার আর্জটুকুই তার মাঝে নেই। As simple as that. কথা বলতে চাইলে কথা কখনও ফুরোবে না।

ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, কথা বলতে চাইলে তেমনি গল্পেরও অভাব হয় না।
ওইযে 'আজ ভাতটা একটু নরম হয়েছে', এও তো একটা গল্প!

©Noboni ahmed

হাতে একটু মেহেদী দিলে সবকিছুর সাথেই ছবি তুলতে মন চায়… এমনকি গোবর পেলে, গোবরের সাথেও!" 🤦‍♀️📸😒 ゚
19/08/2025

হাতে একটু মেহেদী দিলে সবকিছুর সাথেই ছবি তুলতে মন চায়… এমনকি গোবর পেলে, গোবরের সাথেও!" 🤦‍♀️📸😒

প্রশান্তি... শান্তি মানে অট্টালিকা না। যেখানে একমুঠ স্বপ্ন থাকবে, মনে বিষণ্নতা থাকবে না, কলহ থাকবে না, রহমতের ছায়া থাকবে...
14/08/2025

প্রশান্তি...
শান্তি মানে অট্টালিকা না। যেখানে একমুঠ স্বপ্ন থাকবে, মনে বিষণ্নতা থাকবে না, কলহ থাকবে না, রহমতের ছায়া থাকবে। এই তো যেমন বাগানবিলাসে সাজানো একখানা কুঁড়েঘর... স্বপ্নের ঘর। যেখানো স্বপ্নেরা সাজানো থাকে থরে থরে,ভালোবাসা থাকে যে ঘরে।💞

বোনা হবে কি?গাঁথা হবে কি? এক সুতোই একটা জীবন "আমরা" হয়ে।
12/08/2025

বোনা হবে কি?
গাঁথা হবে কি?
এক সুতোই একটা জীবন "আমরা" হয়ে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Azia Fest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share