05/09/2025
📖 বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক দ্বিনি ভাই একটা পোস্ট করেছিল, যার সারাংশ ছিল এমন:
ওনার সহধর্মিণী ওনাকে স্ত্রীর হকের ব্যাপারে বিভিন্ন স্কলারদের লিখনি ও ভিডিও পাঠায়, উনিও ওনার স্ত্রীকে স্বামীর হকের ব্যাপারে বিভিন্ন স্কলারদের লিখনি ও ভিডিও পাঠায়। কিন্তু কেউই নাকি কারো ভিডিও বা লেখনির লিংক খুলেও দেখে না। এভাবেই তাদের এক বছরের সংসার জীবন পার হয়ে গেছে।
আমি অভ্যাসগত ভাবেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করি খুব কম। তারপরও ওখানে ওই ভাইকে পোস্টের বিপরীতে কিছু কথা বলেছিলাম। ভাবলাম কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনাদের উপকার হতে পারে।
• আমাকেও আমার সহধর্মিণী মাঝে মাঝেই বিজ্ঞ স্কলারদের লিখনির লিংক পাঠায়, (আমিও ওনাকে পাঠাই) আবার কোন স্কলারের বক্তব্য নসিহামূলক হলে বা ওই বক্তব্যের কোন অংশ বুঝতে অসুবিধা হলে লিংক পাঠায়।
আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, খুব দ্রুতই ফিডব্যাক দেয়ার। বিশেষ করে কোন লিংক পাঠালে (মাশা'আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন, আল্লাহ কবুল করুন) এই ছোট্ট ফিডব্যাকটা হলেও দেয়ার চেষ্টা করি। অথবা খুব ব্যস্ত থাকলে পরবর্তীতে জানাবো বলে হলেও একটা ফিডব্যাক দেয়ার চেষ্টা করি। (বারাকাল্লাহু লাক)
📖 এই ছোট্ট ফিডব্যাক দেয়াটা কেন গুরুত্বপূর্ণ❓
‼️ কারণ, এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গভীর হয়। সবচেয়ে যেটা ভালো হয়, তা হলো মূল্যায়ন ও গুরুত্ব। আমি যে আমার স্ত্রীর ছোট বিষয়টাও গুরুত্ব দিচ্ছি, তা ওনার বুঝতে সহজ হয়।
• আমাদের অনেকেরই বিবাহিত সম্পর্কে এই ছোট ছোট ঘাটতি গুলো দেখা যায়। বিশেষ করে গুরুত্ব বা মূল্যায়নের ক্ষেত্রে। অনেক বোন আছেন, যারা স্বামীর আনা ছোট-খাটো উপহারের মূল্যায়ন করেন না আবার অনেক ভাইয়েরা আছেন স্ত্রীর ছোট-খাটো আবদার বা আয়োজনকে গুরুত্ব দেন না।
• অনেকেই দেখা যায়, ভালোবেসে আপনি একটা মেসেজ সেন্ড করলেন। মেসেজে কোন একটা আবদার বা নসিহা করলেন। তিনি মেসেজ সিন করলেন, কিন্তু কোন রকম ফিডব্যাক করলেন না। অর্থ্যাৎ মেসেজের হ্যাঁ বা না বাচক কোন ফিডব্যাকই তিনি দেন নি। এর মাধ্যমে কিন্তু অপর প্রান্তের মানুষটির গুরুত্ব আপনার কাছে কতটুকু, সেটা প্রকাশ পায়।
🍀 দাম্পত্য জীবনকে সুখী করতে অবশ্যই, ছোট্ট একটা মেসেজেরও গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কে যেমন গভীর হয়, তেমনি আমাদের সন্তানরাও বুঝতে পারে যে তাদের বাবা-মায়ের দাম্পত্য জীবন খুবই সুন্দর ও সুখীময়। এছাড়াও গুরুত্ব ও মূল্যায়নের কারণে আমাদের পরিবারগুলোতে স্বামী-স্ত্রী ও সন্তান কেউই কারো কাছ থেকে কোন কথাই লুকানোর চেষ্টা করবে না।
পরিশেষে আবারও বলছি দাম্পত্য জীবনে ছোট্ট একটা মেসেজেরও গুরুত্ব দিন।
~ জাহিদ হাসান
• পারিবারিক টিপস (পর্ব-১৯)
কার্টেসি: Fatayat al-Huda - হিদায়াতের কন্যারা
#ফাতায়াতালহুদা