Sumaiya Sumo

Sumaiya Sumo Erase the existence of the one for whom you are lonely-!!��

আমার মা আমার ক্লাসে ছিল।আমাকে খাতা রেডি করতে বলছিল।আর ঠিক তখন বিমানটি এসে আমার ক্লাসের অর্ধেকের উপর পড়ে 😭😭আর তখনই আমার ম...
23/07/2025

আমার মা আমার ক্লাসে ছিল।আমাকে খাতা রেডি করতে বলছিল।আর ঠিক তখন বিমানটি এসে আমার ক্লাসের অর্ধেকের উপর পড়ে 😭😭
আর তখনই আমার মা শেষ হয়ে যায়। আমাকে সেনাবাহিনী গ্রি'ল কে'টে বের করে।আমি সব দেখছি🥲 আমার মাকে শেষ হয়ে যেতে দেখেছি 😭🥲 এমন দৃশ্য কতোটা ক'ষ্টে'র😭

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়...
23/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

'জন্মজয়' অবলম্বনে...

বিদ্র: এই গল্পে আংশিক সত্য আছে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Ayoub Ali, সাধারণ মানুষ জিয়াউর রহমান, Hm Miskat, Fred...
23/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Ayoub Ali, সাধারণ মানুষ জিয়াউর রহমান, Hm Miskat, Fredie T Gonzales

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭মা স্কুলে নামিয়ে দিয়ে আদর ...
22/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না…

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭😭😭

হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না 😭💔

“আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে...
22/07/2025

“আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)

22/07/2025

ওর স্থানে নিজের ভাই/বোনের কথা একবার কল্পনা তো!কোনভাবেই মেনে নিতে পারছি না😭😭

আল্লাহপাক সকল শিশুকে নেকহায়াত দান করুন! ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত মাইলস্টোনের একজন ছাত্র।

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ।১. নি*হ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।২. আ'/হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্...
22/07/2025

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ।

১. নি*হ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আ'/হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নি'*হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

তাদের দাবি—পূর্ণ সংহতি জানাচ্ছি।

মাইল‌ষ্টোন স্কু‌লের শি‌ক্ষিকা নি‌শি আক্তার ম‌্যাডাম। নিঃশব্দ, প্রায় সারা শরী‌রে ব‌্যা‌ন্ডেজ। স্বামী সুমন, স্ত্রীর পা‌শে...
22/07/2025

মাইল‌ষ্টোন স্কু‌লের শি‌ক্ষিকা নি‌শি আক্তার ম‌্যাডাম। নিঃশব্দ, প্রায় সারা শরী‌রে ব‌্যা‌ন্ডেজ। স্বামী সুমন, স্ত্রীর পা‌শে দাঁ‌ড়ি‌য়ে টানা কাঁদ‌ছি‌লেন। মানুষ বেঁচে থাকুক মায়া মমতা আর ভালোবাসার বন্ধনে♥️😭

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Sumo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share