21/03/2025
যদি সফলতা বলতে কিছু একটা আপনার জীবনে চান,তাহলে সর্বপ্রথম মানুষের দোষ ধরা থেকে নিজেকে বাঁছিয়ে রাখুন...!
এটা এমন একটা খারাপ অব্যাস যেটা আপনার এবাদাত,প্রার্থনা, ক্যারিয়ারকে নিমিষেই ধবংস করে দেয়....!
নিজেকে যতটা ছোট করে রাখবেন,নিজের যতটা দোষ ধরতে পারবেন,আপনি ততটা আল্লাহর কাছে প্রিয়ও কাছের হয়ে উঠবেন...!
উপমা স্বরুপ ধরতে পারেন কেউ একজন টিকটকে কাপল ভিড়িও বা অশ্লিল ভিড়িও করতেছে ,আর আপনি তাকে বুঝালেন,বুঝিয়ে কাজ না হলে আপনি তার পিছু লেগেই থাকলেন,এমনকি এই প্রতিঙ্গাও করলেন যে,সে যতদিন ভালো হবে না,আপনি তার পিছু লেগেই থাকবেন,যেন তার হেদায়াতের মালিক আপনি নাউজুবিল্লাহ...!
বলি কি এটা টিকটক প্লাটফর্ম কাউকে বুঝিয়ে কাজ না হলে তার জুর জবরদস্তি করে হেদায়াতের দায়িত্ব আপনি নিয়েন না...!
আবারো বলি এটি ইসলামিক প্লাটফর্ম না,এই ফ্লাটফর্মে ইসলামিক কিছু ফরইউতে দেওয়া হয় না,এই প্লাটফর্মে আমি আপনি কাপল ভিড়িও পছন্দ করি না,কিন্তু বাকি নব্বই পার্সেন্ট কিন্তু ঠিকই করে,এই একাউন্ট নতুন খুললে দেখতে পাবেন সর্বপ্রথম যে ভিড়িওগুলো আসে সবগুলো আনইসলামিক....!
তাই অন্যকে নিয়ে বেশিক্ষণ পড়ে না থেকে নিজের ক্যারিয়ারে মনজুগী হোন,একটু ভাবিয়েন অন্যজনের পিছনে লেগে থাকা মানে দিনে কমপক্ষে ৬টা ঘন্টা তার জন্য ব্যায় করা,যদি আপনি সেই জিনিসের জন্য প্রতিদিন ৬ঘন্টা ব্যায় করেন তাহলে আপনি বাকি জিবনের হিসাব রবের কাছে কেমনে দিবেন...!
মনে করেন এক গ্লাস পানিতে হাপ মাটি,এখন সেই পানির সাথে যদি মাটিগুলোকে মিশৃণ করা হয়,তাহলে সমস্ত পানিই নষ্টও বরবাদ হয়ে যাবে,মনে করেন আপনি নিজেই ভালো মানুষ যেটাকে পরিষ্কার পানি ধরা যায়,আর অন্যজন যে অশ্লিল ভিড়িও করে তাকে নুংরা মাটি ধরা যায়,এখন আপনি যখন অধিকহারে এই পরিষ্কার পানিকে নুংরা মাটির সাথে মিশাবেন তখন সবপানিই নুংরা হয়ে যাবে,যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে খারাপের অতিরিক্ত প্রতিবাদ করতে গিয়ে আপনার সুন্দর ছাত্রজীবন,আপনার ভবিষ্যতের সুখময় ক্যারিয়ার..!
আল্লাহ আমাদের সত্য পথ খুঁজে পেতে উত্তম সহয়তাকারী...!