24/01/2025
MD.KAMRUL KAIS CHOWDHURY (CHAIRMAN OF GMIT INSTITUTE)
# # #অভিজ্ঞতা_শেয়ার
# # #জীবন মানেই প্রতিযোগিতা। ব্যবসা করতে গিয়ে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই প্রতিযোগিতা ব্যক্তিগত আক্রোশে চলে যাওয়াটা খুবই দুঃখজনক।
# # #ছোটবেলা থেকেই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছি, বিজনেস করছি প্রায় ২৩ বছর।জিএম আইটির গত 9 বছরের জার্নি এবং তারও পূর্বে দুই বছর ফ্রিল্যান্সিং নিয়ে জার্নিতে এমন কয়েকজন ছিল যারা ভালো টাকা আয় করার পরে তাদের মনে হলো তারা একাকী একই কনসেপ্ট নিয়ে কাজ করলে আরো বেশি টাকা আয় করতে পারবেন। আরো বেশি টাকা কামাতে গিয়ে পরবর্তীতে নিঃস্ব হয়ে যায়। এমনও দেখেছি যে, আমার সাথে শুরু করার সময় একজনের বক্তব্য ছিল তাকে আমি রিকশা চালাতে বললে সে রিকশা চালাবে। কিন্তু সে একই সমস্যা, টাকা পয়সা আয় করে স্ট্রং হওয়ার পর পুরোটা গিলে খাওয়ার চিন্তা। আলাদাভাবে বড় কিছু করতে গিয়ে হয়ে গেল নিঃস্ব। কিছুদিন আগে তার স্ত্রীকে দেখলাম বিপ্লবী উদ্যানে। তার স্ত্রীর চাকরি করে এবং সে বেকার বর্তমানে।
আরেক ভদ্রলোক, সে নিজেকে খুব হাই কোয়ালিফাইড মনে করত, শুরু হলো পোস্ট নিয়ে বাড়াবাড়ি, বর্তমানে সে গার্মেন্টসে জব করে। আমার কয়েকজন পার্টনারকে এখন মাঝেমধ্যে কান্না করে করে ভিডিও পাঠায়। এসব কথা কেন শেয়ার করছি??? লোভ বড় ভয়ঙ্কর, হাদিস শরীফে আছে লোভ হিংসা অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। কাজেই আমরা লোভমুক্ত হিংসা মুক্ত এবং অহংকার মুক্ত জীবন গড়ার প্রচেষ্টা চালায়।
# # #যাইহোক জীবন চলার পথে অনেক কিছুই হতে পারে এটি সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে মনের মাঝে হিংসা লালন করে চলা, নিজের ফাঁদে নিজে পা দিয়ে ব্যর্থ হওয়ার পর হিংসাত্মক মনোভাব তৈরি হওয়া, শত্রুতামি সৃষ্টি করে উল্টাপাল্টা পথে হাঁটা, ফেক আইডি থেকে উল্টাপাল্টা কমেন্টস করা, সহযোদ্ধাদের ভুল বুঝানোর চেষ্টা করা।
# # #এগুলোতেও আমি কিছু মনে করছি না, কারন আমি বিশ্বাস করি আমার শত্রুরাই আমাকে শক্তিশালী করেছে, আমার শত্রুরাই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে, আমার শত্রুরাই আমাকে না থেমে এগিয়ে চলার স্পৃহা যুগিয়েছে, বছরের পর বছর পরিশ্রমের পরেও ক্লান্তিতে বিশ্রাম না নিয়ে মাঠে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে।
# # #সবকিছুর পরে গিয়ে বর্তমানে আমরা কয়েকজনের উদ্যোগের কারণে আজকে মাশাল্লাহ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। ধর্ম এবং দেশ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। হাজারো বাধা অতিক্রম করে স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
everyonefollowme ゚