GMIT Career Creators

GMIT Career Creators Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GMIT Career Creators, Digital creator, Chowkbazar, Chittagong.

28/01/2025

তথ্যপ্রযুক্তিতে নতুন যুগের পথচলা | | Shakib Khan | Bidya Sinha Saha Mim | Emon | Md Kamrul Kais Chowdhury

তথ্যপ্রযুক্তি জগতে নতুন স্বপ্ন নিয়ে এসেছে জিএম আইটি! শাকিব খান, ইমন, নীরব, এবং বিদ্যা সিনহা মিম সহ বিখ্যাত সব সেলিব্রেটিরা কোলাবোরেট করছে জিএম আইটির এই যুগান্তকারী উদ্যোগে। ৫০টিরও বেশি আইটি কোর্স এবং বাংলাদেশের প্রথম প্রাক্টিক্যাল উদ্যোক্তা প্রশিক্ষণ, আপনাকে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে প্রমানিত গাইডলাইন।
যারা ব্যর্থতা থেকে সফলতার পথে হাঁটতে চান, তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ! ইন্টার্নশিপসহ জিএম আইটির এই প্রশিক্ষণ আপনার জীবন বদলে দিতে প্রস্তুত। আপনি প্রস্তুত তো?

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://gmit.academy

27/01/2025

# # #বাংলার_ডেসিং ক্রিকেট প্লেয়ার লিটন, মুনিম শাহরিয়ার সহ অনেকেই এখন জিএম আইটির সাথে, আপনি আছেন তো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ゚ ゚

MD.KAMRUL KAIS CHOWDHURY (CHAIRMAN OF GMIT INSTITUTE) # # #অভিজ্ঞতা_শেয়ার  # # #জীবন মানেই প্রতিযোগিতা। ব্যবসা করতে গিয...
24/01/2025

MD.KAMRUL KAIS CHOWDHURY (CHAIRMAN OF GMIT INSTITUTE)
# # #অভিজ্ঞতা_শেয়ার
# # #জীবন মানেই প্রতিযোগিতা। ব্যবসা করতে গিয়ে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই প্রতিযোগিতা ব্যক্তিগত আক্রোশে চলে যাওয়াটা খুবই দুঃখজনক।
# # #ছোটবেলা থেকেই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছি, বিজনেস করছি প্রায় ২৩ বছর।জিএম আইটির গত 9 বছরের জার্নি এবং তারও পূর্বে দুই বছর ফ্রিল্যান্সিং নিয়ে জার্নিতে এমন কয়েকজন ছিল যারা ভালো টাকা আয় করার পরে তাদের মনে হলো তারা একাকী একই কনসেপ্ট নিয়ে কাজ করলে আরো বেশি টাকা আয় করতে পারবেন। আরো বেশি টাকা কামাতে গিয়ে পরবর্তীতে নিঃস্ব হয়ে যায়। এমনও দেখেছি যে, আমার সাথে শুরু করার সময় একজনের বক্তব্য ছিল তাকে আমি রিকশা চালাতে বললে সে রিকশা চালাবে। কিন্তু সে একই সমস্যা, টাকা পয়সা আয় করে স্ট্রং হওয়ার পর পুরোটা গিলে খাওয়ার চিন্তা। আলাদাভাবে বড় কিছু করতে গিয়ে হয়ে গেল নিঃস্ব। কিছুদিন আগে তার স্ত্রীকে দেখলাম বিপ্লবী উদ্যানে। তার স্ত্রীর চাকরি করে এবং সে বেকার বর্তমানে।
আরেক ভদ্রলোক, সে নিজেকে খুব হাই কোয়ালিফাইড মনে করত, শুরু হলো পোস্ট নিয়ে বাড়াবাড়ি, বর্তমানে সে গার্মেন্টসে জব করে। আমার কয়েকজন পার্টনারকে এখন মাঝেমধ্যে কান্না করে করে ভিডিও পাঠায়। এসব কথা কেন শেয়ার করছি??? লোভ বড় ভয়ঙ্কর, হাদিস শরীফে আছে লোভ হিংসা অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। কাজেই আমরা লোভমুক্ত হিংসা মুক্ত এবং অহংকার মুক্ত জীবন গড়ার প্রচেষ্টা চালায়।

# # #যাইহোক জীবন চলার পথে অনেক কিছুই হতে পারে এটি সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে মনের মাঝে হিংসা লালন করে চলা, নিজের ফাঁদে নিজে পা দিয়ে ব্যর্থ হওয়ার পর হিংসাত্মক মনোভাব তৈরি হওয়া, শত্রুতামি সৃষ্টি করে উল্টাপাল্টা পথে হাঁটা, ফেক আইডি থেকে উল্টাপাল্টা কমেন্টস করা, সহযোদ্ধাদের ভুল বুঝানোর চেষ্টা করা।
# # #এগুলোতেও আমি কিছু মনে করছি না, কারন আমি বিশ্বাস করি আমার শত্রুরাই আমাকে শক্তিশালী করেছে, আমার শত্রুরাই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে, আমার শত্রুরাই আমাকে না থেমে এগিয়ে চলার স্পৃহা যুগিয়েছে, বছরের পর বছর পরিশ্রমের পরেও ক্লান্তিতে বিশ্রাম না নিয়ে মাঠে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে।
# # #সবকিছুর পরে গিয়ে বর্তমানে আমরা কয়েকজনের উদ্যোগের কারণে আজকে মাশাল্লাহ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। ধর্ম এবং দেশ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। হাজারো বাধা অতিক্রম করে স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

everyonefollowme ゚

24/01/2025

Dhaka Capitals সাথে GM It Institute | Shakib Khan | Bidya Sinha Saha Mim | Emon | এবং Md Kamrul Kais Chowdhury সবাই এক প্লাটফর্মে।

ক্রিকেটের উম্মাদনা ও প্রযুক্তির উতকর্ষতা দুটোই প্যারালাল বিষয়। এবং দুটোই এই প্রজন্মের চাহিদার শীর্ষস্থানীয় বিষয়। আর বাংলাদেশে তথ্য ও প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিয়ে এলো ৫০ টিরও বেশি আইটি ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ১৭ টি আইটিভিতিক সার্ভিস এবং 50 টিরও বেশি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে জিএমআইটি।

এছাড়া ও বাংলাদেশে প্রথমবারের মতো জিএম আইটি চালু করেছে উদ্যোক্তা ইন্টার্নশিপ কোর্স। অর্থাৎ ১০ টি ধাপে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদানের পর রয়েছে ইন্টার্নশিপ এর ব্যবস্থা। উদ্যোক্তা জার্নিতে যারা ব্যর্থ হয় তাদের মধ্যে ৯০% ব্যর্থ হয় প্রথম ৬ মাসে। নষ্ট হয় অর্থ, ভেঙে যায় মনোবল। আমাদের বিশ্বাস প্রশিক্ষণ টি ব্যর্থতার হার ব্যাপকভাবে কমিয়ে নতুনদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন মেরুকরণ সৃষ্টি করবে ইনশাল্লাহ।

এছাড়া ও পেতে যাচ্ছেন সাইবার সিকিউরিটি কোর্স, ইথিক্যাল হ্যাকিং কোর্স, এআই মেশিন লার্নিং, স্পোকেন ইংলিশ কোর্স, কিডস স্পোকেন, ডিজিটাল মার্কেটিং, কিডস প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, অ্যাপস ডিজাইন সহ যাবতীয় কোর্স।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://gmit.academy

  দুনিয়ায় এখন Analog সিস্টেমের দিন ফুরিয়ে গেছে। মার্কেটিং এর গতানুগতিক সিস্টেমও তার ব্যাতিক্রম নয়, বরং   সেক্টরে ডিজিটাল...
23/01/2025

দুনিয়ায় এখন Analog সিস্টেমের দিন ফুরিয়ে গেছে। মার্কেটিং এর গতানুগতিক সিস্টেমও তার ব্যাতিক্রম নয়, বরং সেক্টরে ডিজিটালের ছোয়ায় এসেছে আমুল পরিবর্তন। এখন মার্কেটিং হচ্ছে আরো আকর্ষনীয়, কাস্টমার বান্ধব এবং সেলারদের কাস্টমাইজ সুবিধা সম্বলিত ফিচার সমৃদ্ধ।
আর তাই এই সেক্টরে স্কিল অর্জন করা মানে হলো, পুরো দুনিয়াজুড়ে চলমান মার্কেটিং জগতে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। যা আপনার ক্যারিয়ারকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।
এই চাহিদার কথা মাথায় রেখে বিশ্বমানের স্কিলড ক্যারিয়ার তৈরীতে GM IT Ltd নিয়ে এলো ফুল স্টেক কোর্স। যেখানে আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং এর A-Z সবকিছু।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://gmit.academy

Congratulations ❤️❤️❤️ # #দুর্বার জয়ের আনন্দে ভাসছে ঢাকা। Dhaka Capitals বনাম Chittagong Kings  এর শ্বাসরুদ্ধকর ম্যাচে এ...
22/01/2025

Congratulations ❤️❤️❤️

# #দুর্বার জয়ের আনন্দে ভাসছে ঢাকা।
Dhaka Capitals বনাম Chittagong Kings এর শ্বাসরুদ্ধকর ম্যাচে এক রাজকীয় জয় ছিনিয়ে এনেছে রাজধানীর দামাল ছেলে। #জিএম_আইটি পরিবারের পক্ষ থেকে ঢাকা ক্যাপিটালস কে জানাই আন্তরিক অভিনন্দন।
# #আরো একবার প্রমান হলো, জয়কে অর্জন করতে হয়।

Address

Chowkbazar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when GMIT Career Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share