
09/08/2025
আমরা আমাদের যান্ত্রিক জীবনে বাস্তব বিলাসিতা বলতে কী বুঝি??
বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় কিংবা দামি হোটেলে অবস্থান করা বা এসব উপভোগ করা তা নয়,
আসলে ছোট ছোট শান্তি ভরানো মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল বিলাসিতা —
✦ একটানা শান্তির ঘুম
▫️যখন নিজের ভাবনা, কষ্ট ও ইচ্ছে গুলো সহজভাবে বলতে পারার সাহস।
✦ নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা।
✦ খেলার ও আনন্দের জন্য নির্দিষ্ট সময়।
✦ পাখির গান শোনার মতো অবসর।
✦ মনের মতো করে হেঁটে চলা।
✦ ভালো লাগার একটা বইয়ে ডুবে থাকা।
✦ প্রিয় কারও হাতের ঘরোয়া রান্না।
✦ রঙিন সূর্যাস্তের দিকে চুপচাপ তাকিয়ে থাকা।
♡ প্রিয় মানুষটার দিকে বিশ্বাস ভরা চোখে একপলক তাকিয়ে থাকা।
✦ নিজের ভাবনা, কষ্ট, আনন্দ— সব কিছু নিঃসংকোচে প্রকাশ করার ক্ষমতা।
✦ হঠাৎ একটুখানি দুপুরের ঘুম,
✦ গভীর একটা আলাপ — মন খুলে কথা বলার মানুষ থাকা।
এগুলোর কোনোটা হয়তো টাকা দিয়ে কেনা যায় না,
তবুও এগুলোই আমাদের জীবনের সবচেয়ে দামী উপহার। আর
এইগুলোই আমাদের জীবনে আসল “লাক্সারি”। 🌿💛