Rafikul Islam Ovi

Rafikul Islam Ovi Digital Marketer
fb Ads Run
Social media management
Pixel Setup
B2B Lead Collect

21/07/2025

সন্তানের জন্য মায়ের ভালোবাসা। 🥰

20/07/2025

এক ঝাঁক ফ্রিলান্সার | ✌️

আজকের দিনটি ছিল সত্যিকার অর্থেই অনন্য।
আমার জীবনের সেরা দিন_🥰

প্রায় শতাধিক ফ্রিলান্সার, যারা প্রতিদিন নিজেদের স্কিল আর পরিশ্রম দিয়ে গড়ে তুলছেন ডিজিটাল বাংলাদেশের ভিত্তি—আমরা সবাই আজ একত্রিত হয়েছি একটি ফিজিক্যাল মিটআপে।

এই আয়োজন শুধু একটি প্রোগ্রাম ছিল না—এটা ছিল সংযোগ, সহযোগিতা এবং শেখার একটি প্রাণবন্ত মুহূর্ত।
আমরা একে অপরের অভিজ্ঞতা শুনেছি, সফলতার গল্পে অনুপ্রাণিত হয়েছি, এবং ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন করে উদ্দীপ্ত হয়েছি।

এই ধরনের আয়োজন আমাদের শুধু পেশাগতভাবে নয়, মানসিকভাবে আরও শক্তিশালী করে।
কারণ, একা পথ চলা কঠিন হলেও, একসাথে হাঁটলে পথ সহজ হয়—আর গন্তব্যও কাছাকাছি আসে।

কমিউনিটি মানেই শক্তি, আর আজকের দিনটা সেই কথাটারই বাস্তব উদাহরণ।



প্রাণের প্লাটফর্ম Harbour IT Institute

প্রিয়,এসএসএসি ২৫!স্নেহের ছোট ভাইয়া-আপুরা।রেজাল্ট খারাপ হয়েছে দেখে হতাশ হয়ো না।মনে রাখবা এই রেজাল্ট শুধুমাত্র একটা সার্টি...
10/07/2025

প্রিয়,
এসএসএসি ২৫!
স্নেহের ছোট ভাইয়া-আপুরা।
রেজাল্ট খারাপ হয়েছে দেখে হতাশ হয়ো না।
মনে রাখবা এই রেজাল্ট শুধুমাত্র একটা সার্টিফিকেট, তুমার জীবন না।
সামান্য এই রেজাল্ট দিয়ে কখনোই তুমার লাইফ,মেধা মূল্যায়ন করা যায় না। রেজাল্ট যেমন-ই হোক,রবের প্রতি শুকরিয়া আদায় কর।🤲

অতএব কেউ যেনো হতাশ হয়ে কোনো ভূল সিদ্ধান্ত না নাও।❤️👌🥰

🎯 ২০২৫ সালে এসে এখনো ভাবছেন কী শিখবেন?সোজা কথা বলি ভাই/আপু..."শুধু পোস্ট বানিয়ে বা পেইজ খুলে এখন আর কেউ ডিজিটাল মার্কেটা...
08/07/2025

🎯 ২০২৫ সালে এসে এখনো ভাবছেন কী শিখবেন?

সোজা কথা বলি ভাই/আপু...

"শুধু পোস্ট বানিয়ে বা পেইজ খুলে এখন আর কেউ ডিজিটাল মার্কেটার হতে পারে না!"

কারণ ২০২৫ সালের মার্কেট আগের মতো না — এখন মানুষ
👉 কনটেন্ট দেখে
👉 ভাবছে
👉 গুগল ঘেঁটে তারপর সিদ্ধান্ত নিচ্ছে!

তাই আপনি যদি
📌 ডিজিটাল মার্কেটিং শিখতে চান
অথবা
📌 এই লাইনে আছেন কিন্তু গ্রোথ আসছে না...

তাহলে নিচের স্কিলগুলো না জানলে আপনি পিছিয়ে পড়বেনই — সেটা গ্যারান্টি!👇
---
✅ ১. কনটেন্ট মার্কেটিং + কপি রাইটিং

> কনটেন্ট দিয়েই তো যুদ্ধ জেতা যায়।
"বাহারি শব্দ" না, দরকার ইমোশন — যাতে মানুষ কানেক্ট করে।
---
✅ ২. ভিডিও মার্কেটিং

> রিলস, ইউটিউব শর্টস, TikTok — সবখানে ভিডিও।
ভিডিও না জানলে আপনি লোকের ফিডেই আসবেন না।

---
✅ ৩. AI টুলস (ChatGPT, Canva AI, Opus, Vizard)

> সময় বাঁচাবে, কাজ ৫গুণ স্মার্ট হবে।
যারা এখনো শেখেননি — তারা কিন্তু অনেক পিছিয়ে।
---
✅ ৪. Lead Generation Strategy

> শুধু পোস্ট করলেই ক্লায়েন্ট আসবে না!
কাস্টমার কোথায় আছে, কীভাবে তাদের আগ্রহ জাগানো যায় —
এইটা জানাটাই এখন সবচেয়ে বড় স্কিল।
B2B হোক বা B2C — লিড না থাকলে বিজনেসই নেই।

---
✅ ৫. ইমেইল মার্কেটিং + রিটার্গেটিং

> নতুন ক্লায়েন্ট ধরা কঠিন,
কিন্তু পুরোনো আগ্রহীদের ফেরানো সহজ —
শুধু টেকনিক জানলেই!

---
✅ ৬. Facebook & Google Ads (অ্যাডভান্স লেভেল)

> "Boost" দিয়ে আর কাজ হয় না ভাই।
Audience কাকে, কখন, কিভাবে টার্গেট করবেন —
এইটা না জানলে বাজেট যাবে জলে।

---
✅ ৭. SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)

> কেউ গুগলে কিছু খুঁজছে,
আপনার কনটেন্ট যদি না আসে — তাহলে লাভ কী?
SEO মানেই গুগলের চোখে ভরসার নাম হওয়া।

---
📌 এক কথায়,
ডিজিটাল মার্কেটিং এখন আর শুধু পোস্ট বানানোর নাম না।
এটা একটা ফুল টাইম স্কিল গেম।

আপনি কি তৈরি ২০২৫-এর স্মার্ট মার্কেটের জন্য? 🔥

Ai এর দুনিয়ায় বদলে যাবে জীবন!আমাদের চারপাশে প্রতিদিন বদলে যাচ্ছে প্রযুক্তির ধারা, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে A...
18/06/2025

Ai এর দুনিয়ায় বদলে যাবে জীবন!

আমাদের চারপাশে প্রতিদিন বদলে যাচ্ছে প্রযুক্তির ধারা, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে AI – কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি যেভাবে কাজ করেন, শিখেন বা ব্যবসা পরিচালনা করেন—সবই এখন রূপ নিচ্ছে নতুন এক রূপে। যারা এখনই প্রস্তুত হচ্ছে, ভবিষ্যৎ তাদের হাতেই। শিখুন জানুন কিভাবে AI আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে করে তুলতে পারে আরও সহজ, স্মার্ট এবং লাভজনক। এই নতুন দুনিয়ায় পিছিয়ে পড়ার সুযোগ নেই!
👇 এখনই দেখুন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন AI এর সাথে।

Learn Bangla #বাংলাAI

Ai diye text to image ganarete korun.
10/05/2025

Ai diye text to image ganarete korun.

Ai এর জগৎ এ আপনি পিছিয়ে যাচ্ছেন না তো?আমার ক্ষুদ্র প্রচেষ্টা।    ิดค่าการมองเห็น
27/04/2025

Ai এর জগৎ এ আপনি পিছিয়ে যাচ্ছেন না তো?
আমার ক্ষুদ্র প্রচেষ্টা।


ิดค่าการมองเห็น




28/03/2025

ভেবেছিনু মনে মনে, দূরে দূরে থাকি।
চিরো জন্ম সংগোপনে, পুঁজিবো একাকী...🍂

23/03/2025

__তুমি বরং আকাশ হও মেঘ ভাসানোর বেলা আমি নাহয় গোধূলি হবো নিছক বিকাল বেলা :)💙🌸

21/03/2025

মানুষরে নিয়া আক্ষেপ করি না, আমার সকল আক্ষেপ খালি আমার নিজেরে নিয়া।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafikul Islam Ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share