Umme Samia

Umme Samia I'm Umme Samia & I'm professional digital marketer. I can provide you best service at SMM,SEO, Content etc.

আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং,সার্ভিস,আপনার ব্র্যান্ডের সাফল্যের সঙ্গী!!!* ডিজিটাল মার্কেটিং কী?উত্তর...
26/01/2025

আসসালামু আলাইকুম
ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং,সার্ভিস,আপনার ব্র্যান্ডের সাফল্যের সঙ্গী!!!

* ডিজিটাল মার্কেটিং কী?

উত্তর : ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কনজিউমারের কাছে পন্যের জানান দেওয়ার একটি পন্থা। মার্কেটিং এর কাজ মূলত মানুষের নিকট পন্য সঠিক সময়ে পৌঁছে দেয়া বা জানান দেয়া। বর্তমানে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে থাকে অন-লাইনে। করোনাকালীন সময়ে তার স্থায়ীত্ব বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এই বিশাল পরিমানের অডিয়ে-ন্সের সামনে আপনার পণ্য সম্পর্কে তুলে ধরার সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

*ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

উত্তর : যেকোন ব্যাবসাকে প্রচার এবং প্রসারের জন্য মার্কেটিং প্রয়োজন। দিন বদলেছে, মার্কেটিং এর ধরণ বদলেছে। মার্কেটিং এখন ডিজিটালাইজ হয়েছে। প্রতিষ্ঠান কিংবা পন্য, যেটাই হোক মার্কেটিং ছাড়া গতি নেই। ডিজিটাল মার্কেটিং অনেক বেশি স্পেসিফিক এবং যেসকল মানুষ শুধু ঐ নিদির্ষ্ট প্রোডাক্ট চান তাদের কাছেই মার্কেটিং করা যায়,যা প্রচলিত মার্কেটে সম্ভব নয়।
প্রচলিত পদ্ধতিতে কোন প্রোডাক্টের মার্কেটিং করতে গেলে ব্যবহার করতে হয় প্রিন্ট এড,ফোন কমুউনিকেশন, ফিজিক্যাল মার্কেটিং। তাও খুব সহজে মানুষের নিকট রিচ করা যায় না যতটা যায় অনলাইনের মাধ্যমে। প্রচলিত মার্কেটিং এর আরও বড় ধরনের সমস্যা হচ্ছে এটাতে প্রচুর পরিমানে টাকা ব্যয় হয়।এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং যেন একটি ত্রাতা হয়ে আসলো। খুব সহজে যদি কেউ তার টার্গেটেড অডিয়েন্সের নিকট পৌছাতে চান,ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই তাহলে।

ডিজিটাল মিডিয়া ব্যবহার করে অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী এড শো করানো যায়, যেটি ফিজিক্যাল মার্কেটিং এ করা অসম্ভবপর। আর যদিও করা যায় তাও অত্যাধিক ব্যয় বহুল।

Address

Amirabad, Lohagara
Chittagong
4396

Opening Hours

Monday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Samia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share