বাংলাদেশ ভয়েস

বাংলাদেশ ভয়েস জীবনের কথা তুলে ধরি।
জানতে চাই, জানাতে চাই।
Bangladesh voice.

15/05/2025

বাংলাদেশের মেয়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের হয়ে যে সমস্ত মেয়েগুলো অর্থের লোভে কাজ করে যাচ্ছে, পাশাপাশি মিডিয়ার কয়েকটি মেয়ে। এই অশ্লীলতা বাচ্চাদের জন্য বড় ব্যঘাত সৃষ্টি করছে।
এটা কোন ইউরোপ আমেরিকা নয়, এটা হচ্ছে বাংলাদেশ এবং ৯০-৯২% মুসলমানদের দেশ এবং সংস্কৃতি ও সমাজ।

যারা ইনকামের উদ্দেশ্য মেয়ে দিয়ে ভিডিও তৈরি করে, সরকারের পক্ষ থেকে তাদের জন্য সুনির্দিষ্ট একটি আইন ও নীতিমালা তৈরি করা খুবই জরুরি, যাতে তাদেরকে আইনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা যায়।

এবং বর্তমানে যারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেটা সাধারণ মানুষের প্রত্যাশা।

24/03/2025

সাবেক অধিনায়ক, তামিম ইকবাল এর জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন থাকে পরিপূর্ণ সুস্থ করে আপনাদের মাঝে ফিরিয়ে দেন।
খেলায় থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়, পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে তার ব্লক এবং দ্রুততার সাথে থাকে রিং পড়ানো হয়।
এখানে গর্ভের বিষয় হচ্ছে, বাংলাদেশি ডাক্তারদের দ্বারা সফল ভাবে তার হার্টের রিং পড়ানো অপারেশন সাকসেসফুল হয়।
কোনো বিদেশী ডাক্তারের প্রয়োজন হয়নি।

২৪ মার্চ ২০২৫ ইং।
Bangladesh voice.

হাজার মাসের ইবাদতের চেয়েও একটি রাতের ইবাদত অনেক উত্তম। বলেন তো সেটি রমজান মাসের মধ্যে কখন?
23/03/2025

হাজার মাসের ইবাদতের চেয়েও একটি রাতের ইবাদত অনেক উত্তম। বলেন তো সেটি রমজান মাসের মধ্যে কখন?

13/03/2025

বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে জীবন যুদ্ধে হেরে, CMH হসপিটাল থেকেই না ফেরার দেশে চলে গেলেন মাগুরার ধর্ষিত ও নির্যাতিত ছোট্ট শিশু আছিয়া। দেশের সর্বোচ্চ চিকিৎসা দিয়েও থাকে আর বাঁচানো গেল না। হেরে গেছে তার শৈশবের আনন্দ, হেরে গেছে তার খেলাধুলার আনন্দময় মুহূর্ত, হেরে গেছে তার স্বপ্ন এবং আলোকিত শিক্ষা।
দেশের মানুষের একটাই প্রার্থনা ছিল, সে যেন সুস্থ হয়ে যায় এবং বেছে যায়। ধর্ষণ এবং নির্যাতনের কারনে তার শারীরিক অবস্থা এমন ছিল যে যেন প্রতিটি মুহূর্ত তার জন্য মৃত্যুর যন্ত্রণার। অবশেষে সেটাই হলো।

আর যেন আছিয়ার মত কোন শিশু ধর্ষিত এবং নির্যাতনের শিকার না হয়, দেশের সর্বোচ্চ আইনে সেটি নিশ্চিত করতে হবে এবং ধর্ষণকারীকে হাইওয়ে রোড়ে জনসম্মুখে ফাঁসি দিয়ে মৃত্যুর স্বাদ নিশ্চিত করতে হবে।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি মা বাবাকে আরো সতর্ক হতে হবে। তাদের মেয়ে শিশুকে যেন দোকান পাট থেকে শুরু করে পরিচিত কিংবা আত্মীয় স্বজনদের কাছে পাঠাতে যেন ১০০ বার চিন্তা করে।

ছোট্ট শিশু আছিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ এই শিশুকে জান্নাতুল ফেরদৌস নছীব করুন, আমীন।

ধর্ষণ এবং নির্যাতিত: ৬ মার্চ ২০২৫ ইংরেজি।
ধর্ষণের স্থান: আপন বড় বোনের শ্বশুরবাড়ি, মাগুরা।

মৃত্যু: CMH হসপিটাল দুপুর ১টা।
তারিখ: ১৩ মার্চ বৃহস্পতিবার ২০২৫ ইংরেজি।

Bangladesh voice বাংলাদেশ ভয়েস
#আছিয়া #ধর্ষন

08/03/2025

ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ড, কেন জনসম্মুখে সিগন্যাল স্থানে ঝুলিয়ে দেয়া হচ্ছে না?
রাষ্ট্রের আইন আর কত বাচ্চার ধর্ষণ দেখতে চাই, জাতি জানতে চাই? রাষ্ট্রের আইন নাকি মানুষের কল্যাণ এবং নিরাপত্তার জন্য, তাহলে ৫৩ বছরে রাষ্ট্র কি ধর্ষন কমাতে পেরেছে নাকি ধর্ষণকারীরা রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধর্ষণ করেই যাচ্ছে?

নিজের বড় বোনের শ্বশুরবাড়িতে গিয়েও যদি ছোট বাচ্চা বোনটি ধর্ষণের শিকার হয়ে যাই, তাহলে আর কোথায় নিরাপদ স্থান আছে যেখানে গেলে একটি মেয়ের ইজ্জত হানি হবে না এবং মৃত্যু পর্যন্ত পৌঁছাবেনা?
এই উত্তর রাষ্ট্রকি দেবে?

মাগুরার মেয়ে আছিয়া, তৃতীয় শ্রেণীর ছাত্রী, ধর্ষিত ও নির্যাতনের শিকার হন আপন বড় বোনের শ্বশুরবাড়িতে।
৬ই মার্চ ২০২৫ বৃহস্পতিবার।
অভিযোগ উঠে আছিয়ার বোনের জামাই এবং শ্বশুরের দিকে।

#মাগুরা #ধর্ষন #আছিয়া

04/03/2025

"প্রবাসী কাজ থেকে ফিরে আসেনি"
কাজ থেকে সিআইডি বা লেবারকোর্ট প্রবাসীকে ধরলে যেভাবে খবর পাবেন? এবং কি করতে হবে?

04/03/2025

জরিমানা মাফ করে ভিসা লাগানোর সুযোগ ওমানে

28/02/2025

"রমজানুল মোবারক"
২৮ ফেব্রুয়ারি শুক্রবার ২০২৫ রমজান মাসের,
প্রথম তারাবীহ নামায আদায় করেন সংযুক্ত
আরব আমিরাত এবং ওমানের মুসল্লিরা। শনিবার ১লা মার্চ ২০২৫ ইং, হচ্ছে প্রথম রোজা। দুই দেশের সরকারি অফিসিয়াল ঘোষণা অনুযায়ী তারাবীহ নামায অনুষ্ঠিত হয়।


#রমজান

28/02/2025

দেশ বিদেশে থাকা সকল বাংলাদেশী নাগরিক সহ বিভিন্ন দেশের ফলোয়ারদের জানাই অগ্ৰিম রমজানুল মোবারক।
আল্লাহ প্রতিটি মুসলমানকে সম্পূর্ণ রোজা রাখার জন্য সুস্বাস্থ্য ভালো রাখুন, আমীন।

#রমজান
Bangladesh voice.

20/02/2025

তোমাদের ভূলা কি সম্ভব? কখনো না।
অমর ২১ শে ফেব্রুয়ারি ২০২৫।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
(চট্টলা সময় টিভি)

Nizwa bus stop, Oman.ছবি - নিজুয়া বাস স্টপ, ওমান।        chattala somoy tv
07/02/2025

Nizwa bus stop, Oman.
ছবি - নিজুয়া বাস স্টপ, ওমান।



chattala somoy tv

ওমানের গুরুত্বপূর্ণ বাসটার্মিনাল।যেখান থেকে সারা ওমান সহ সংযুক্ত আরব আমিরাতেও যাওয়া যায়।রুশাইল গোলচত্বর এর পাশে।Burj s...
07/02/2025

ওমানের গুরুত্বপূর্ণ বাসটার্মিনাল।
যেখান থেকে সারা ওমান সহ সংযুক্ত আরব আমিরাতেও যাওয়া যায়।
রুশাইল গোলচত্বর এর পাশে।
Burj sahwa bus station, rusayl, muscat, Oman.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ভয়েস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share