Ashraf Chowdhury Rubel

Ashraf Chowdhury Rubel Assalamualikum, well come my page.

30/08/2025

''ইতিহাস সাক্ষী'' আছে ''পেছন'' থেকে ''ছুরিটা'' সব সময় ''আপনজনই'' মারে😪

29/08/2025

টাকাই থাকাটা এখনকার দিনের গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেই ও এটাই বাস্তব 👍👍

20/08/2025

- জীবনের একটা পর্যায়ে এসে মনে হয় তিন বেলার খাবার, মাথার উপর একটু ছাদ আর মানসিক শান্তিটুকুই আসল চাওয়া বাকি সবকিছু আসলে অর্থহীন বিলাসিতা ছাড়া আর কিছু না এটাই বাস্তব..!

19/08/2025

রংয়ের দুনিয়া.. চোখ বুজে দেখেন অন্ধকার... এত ছোট্ট চরম বাস্তবতা আমাদের সামনে....তারপরেও আমরা ভালো হবো কবে..... সবার মঙ্গল কামনায়....

02/08/2025

Good morning everyone

যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার কথাগুলো গোপন রেখো এইটা একটা আমানত শুভ রাত্রি বন্ধুরা  #হিংসামুক্ত_মন  #মানস...
01/08/2025

যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়
তবে তার কথাগুলো গোপন রেখো
এইটা একটা আমানত

শুভ রাত্রি বন্ধুরা
#হিংসামুক্ত_মন #মানসিক_পরিপক্বতা

অন্যের সফলতায় সত্যিকারের খুশি হতে পারা — এটা কোনো ছোটগল্প নয়, এটা এক পরিপক্ব, পরিশুদ্ধ এবং হিংসামুক্ত মনের পরিচয়।এমন মন ...
01/08/2025

অন্যের সফলতায় সত্যিকারের খুশি হতে পারা — এটা কোনো ছোটগল্প নয়, এটা এক পরিপক্ব, পরিশুদ্ধ এবং হিংসামুক্ত মনের পরিচয়।
এমন মন গড়ে ওঠে আত্মবিশ্বাস, ইতিবাচকতা এবং নিজের পথচলার গভীর উপলব্ধি থেকে।
অন্যের আলোকে ভয় না পেয়ে, নিজেকে আলোয় রাখার নামই তো সত্যিকারের মানুষ হওয়া।

#মানসিক_পরিপক্বতা #হিংসামুক্ত_মন

30/07/2025

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!
আলহামদুলিল্লাহ্
❝সূরা ইউসুফ:-১১০❞

আমাদের আশপাশে নানান ধরনের গাছ নানান ধরনের ফুল ফুটে থাকে .. তাদের গুনাগুন সম্বন্ধে অনেক কিছুই আমাদের অজানা... তেমনি মানুষ...
29/07/2025

আমাদের আশপাশে নানান ধরনের গাছ নানান ধরনের ফুল ফুটে থাকে .. তাদের গুনাগুন সম্বন্ধে অনেক কিছুই আমাদের অজানা... তেমনি মানুষও আছে নানান ধরনের কার মাঝে কি প্রতিভা আছে আমাদের জানা নেই.. আর কাকে দিয়ে কখন কি হবে... কেউ আমরা বলতে পারি না... তাই কাউকেই অবহেলা নয়...শুভ রাত্রি।

যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে  দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতোখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, ...
15/07/2025

যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম।
কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতোখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না।

___শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

"জীবন একটি বইয়ের মতো, যার প্রতিটি পাতায় নতুন অভিজ্ঞতা লেখা থাকে।"শুভ দুপুর।
25/06/2025

"জীবন একটি বইয়ের মতো, যার প্রতিটি পাতায় নতুন অভিজ্ঞতা লেখা থাকে।"

শুভ দুপুর।

22/06/2025

শুভরাত্রি সবাই ভাল থাকবেন।

Address

Maijdee Court,
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraf Chowdhury Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share