১৩-নং লেলাং ইউনিয়ন-13 No Lelang Union

১৩-নং লেলাং ইউনিয়ন-13 No Lelang Union যারা স্বেচ্ছায় রক্ত দান করতে ইচ্ছুক। তারা নিছের ফরম টি পূরন করে জমা দিন। ধন্যবাদ-

https://forms.gle

লেলাং এর রাজনীতি,অর্থনীতি,চলমান ঘটনা,দূর্ঘটনাসহ সকল প্রকার সংবাদ পাঠকদের কাছে প্রদান করার দায়িত্ব আমাদের আপনি শুধু পেইজের যে কোন পোষ্টে লাইক ও শেয়ার করে পেইজে একটিভ থাকুন এবং আপনার আশপাশের নিউজ গুলো আমাদের ইনবক্স করুন।গ্রহণযোগ্য হলে পোষ্ট করব
'Lelang Eagle'

এই মুহূর্তে ফটিকছড়ি বাসীর উচিত ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা। পল্লী বিদ্যুৎ ফটিকছড়ির মানুষ...
09/06/2025

এই মুহূর্তে ফটিকছড়ি বাসীর উচিত ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা। পল্লী বিদ্যুৎ ফটিকছড়ির মানুষের দৈর্য্যের সীমা অতিক্রম করে পেলছে।

06/06/2025
ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের দুই কর্মচারীকে অপহরণের অভিযোগমোস্তফা কামরুল:ফটিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানি রবির দুই কর্মচা...
06/06/2025

ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের দুই কর্মচারীকে অপহরণের অভিযোগ

মোস্তফা কামরুল:

ফটিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানি রবির দুই কর্মচারীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলি চা বাগান এলাকায় এঘটনা ঘটে।

অপহৃত দু’জন হলেন- সার্ভস কমিউনিকেশন লিমিটেড এর টেকনেশিয়ান সুমন ইসলাম ও ড্রাইভার আবদুর রহিম রুবেল।

স্থানীয় সূত্রে জানা যায়, দু'জন টাওয়ারের কাজ করছিল। রাত ৮ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে টাওয়ারের ১০০ মিটার পশ্চিমে একজনকে ডেকে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পরে অপর জন তাকে উদ্ধারে জন্য দৌড়ে গেলে ৩ টি মোটরসাইকেলেযোগে তাদের নিয়ে যায় দুর্বৃত্তরা।

সুমন কুমিল্লা মেঘনা থানার বারহাজারী এলাকার কাসেম আলীর পুত্র ও রুবেল খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার শশ্মান টিলা এলাকার মৃত মোহাম্মদ নুরুল আমিনের পুত্র।

সার্ভস কমিউনিকেশন লিমিটেডের সোলার এক্সপার্ট মোহাম্মদ ইয়ানুর বলেন- আমাদের সহকর্মী অপহরণের বিষয়ে আমরা চিন্তিত, সুস্থ শরীরে তাদের উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন- অপহরণের বিষয়ে আমার উদ্বিগ্ন, আশাকরি প্রশাসন দ্রুত সময়ে এদের উদ্ধার করবে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমেদ বলেন- বিষয় আমারা জেনেছি এবং সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

লেলাং কর্ণফুলী চা বাগান।
29/05/2025

লেলাং কর্ণফুলী চা বাগান।

শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠন°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°মোস্তফা কামরুল °°°...
20/05/2025

শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠন
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মোস্তফা কামরুল
°°°°°°°°°°°°°°°°°°
লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। ১৩ মে চট্টগ্রাম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের সাক্ষরিত এক স্মারকে এ কমিটির অনুমোদন দেন।

কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, সচিব কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাহাবুবুল আলম, অভিভাবক প্রতিনিধি ডা: সুজন কুমার শীল।

পরে ১৯ মে বিকেলে নতুন কমিটির সভাপতির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান কমিটির সদস্যবৃন্দ।

মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন শহীদুল আজীম আজাদ Shahidul Azim Azad============...
24/04/2025

মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন শহীদুল আজীম আজাদ
Shahidul Azim Azad
=======================================
ফটিকছড়ির অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন শহীদুল আজীম আজাদ। গত ২৩ এপ্রিল ২০২৫ ইং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত পত্রে এই এডহক কমিটি অনুমোদন লাভ করে। আগামী ৬ মাসের মেয়াদী এই কমিটি নিয়মিত বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি দৈনন্দিন বিদ্যালয়ের প্রশাসনিক কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে এই কমিটি বিধিবদ্ধ নিয়মের আওতায় সকল ক্ষমতা প্রয়োগ ও সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

বোর্ড কর্তৃক মনোনীত নবগঠিত এডহক কমিটির সভাপতি শহীুদুল আজীম আজাদ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এই শতবর্ষী বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানের মহাসচিব পদে গুরুত্ব ও সুনামের সহজে সহিত দায়িত্ব পালন করেন। তাছাড়া সামাজিক সংগঠন রায়পুর কচি সংঘের দীর্ঘসময় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শহীদুল আজীম আজাদ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য সমুন্নত রেখে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে আমি যথাযথ দায়িত্ব পালনে বদ্ধপরিকর। নিয়মিত বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে সকল নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হবে। তার আগ পর্যন্ত বিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যাবলী সঠিক পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা করেন তিনি।

এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা-দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে============================...
08/04/2025

এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা-

দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে
==========================================

রায়পুর কচি সংঘের আয়োজনে এলাকার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনে সফলতা নিশ্চিত করতে হলে কঠোর পরিশ্রম করে যেতে হবে। মনুষ্যত্ব ও সঠিক বিবেক জাগরণের প্রকৃত শিক্ষার মূল উদ্দেশ্যকে সামনে রেখে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। দেশের প্রকৃত সম্পদ রুপে নিজেদের প্রস্তুত করে দেশ ও জাতির কল্যাণে সব সময় নিবেদিত থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার সহ মেধার বিকাশের সকল স্তরে নিজেদের সম্পৃক্ত থাকার পরামর্শ দেন বক্তারা। প্রতিযোগিতামূলক এই সময়ে টিকে থাকতে হলে শিক্ষার পাশাপাশি নিজেদের প্রতিভার সঠিক বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা অত্যাবশ্যক।

৭ এপ্রিল সোমবার সকাল ১০ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে রায়পুর কচি সংঘের সভাপতি আহমেদ জোবায়ের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আলম ফাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রায়পুর কচি সংঘের সম্মানিত উপদেষ্টা ( প্রস্তাবিত) মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ সেলিম, প্রবাসী পৃষ্ঠপোষক মোহাম্মদ সোহেল উদ্দীন সাহেল, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ হোসাইন, নীতি নির্ধারণী ফোরামের প্রধান মোহাম্মদ শরীফ উদ্দীন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাবেদ উদ্দীন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রান্ত দে, শাহাদাত হোসেন দিহান, রাহি, মোসাদ্দেক, আলমগীর সহ দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আলোচনা সভা পরবর্তী উপস্থিত সকল পরীক্ষার্থীদের সংবর্ধনা স্বরুপ ফুলের শুভেচ্ছা সহ প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।

প্রতি বছরের ধারাবাহিক কার্যক্রম হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কেউ পরবর্তী ফলাফলে সর্বোচ্চ সফলতার অংশ হিসেবে জিপিএ-৫ অর্জন করলে তাদের পুরস্কার স্বরুপ ল্যাপটপ প্রদানের ঘোষণা করা হয়।

মানিব্যাগ হারিয়েছে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°গত ৩০ মার্চ, রবিবার দ...
02/04/2025

মানিব্যাগ হারিয়েছে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গত ৩০ মার্চ, রবিবার দুপুরে শাহনগর ইসলামিয়া বাজার হতে লালপুল যাওয়ার পথে একটি মানিব্যাগ হারিয়েছে। ব্যাগে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ডকুমেন্টস, ব্যাংক কার্ড, এনআইডিসহ নগদ অর্থ রয়েছে।

যদি কেউ পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

01817071714

বি:দ্র: মানিব্যাগ খুঁজে পেতে নিউজটি কপি কিংবা শেয়ার করার জন্য অনুরোধ রইলো।

✍️মোস্তফা কামরুল

শাহনগরের বাবুল আর নেই°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°লেলাং ইউনিয়নের শাহনগরের বাবুল (প্রকাশ শিবির বাবুল) চট্টগ্রাম মেডিকেল ...
20/03/2025

শাহনগরের বাবুল আর নেই
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
লেলাং ইউনিয়নের শাহনগরের বাবুল (প্রকাশ শিবির বাবুল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৯ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

"ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন "

মাস্টার সরোয়ার আর নেইফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক সরোয়ার হোসেন রাত ৩টায় ইন্ত...
14/03/2025

মাস্টার সরোয়ার আর নেই

ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক সরোয়ার হোসেন রাত ৩টায় ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

শনিবার দুপুর ২টায় লেলাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন শাহনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

Address

Chittagong, Fatickchari
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when ১৩-নং লেলাং ইউনিয়ন-13 No Lelang Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ১৩-নং লেলাং ইউনিয়ন-13 No Lelang Union:

Share