08/04/2025
এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা-
দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে
==========================================
রায়পুর কচি সংঘের আয়োজনে এলাকার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনে সফলতা নিশ্চিত করতে হলে কঠোর পরিশ্রম করে যেতে হবে। মনুষ্যত্ব ও সঠিক বিবেক জাগরণের প্রকৃত শিক্ষার মূল উদ্দেশ্যকে সামনে রেখে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। দেশের প্রকৃত সম্পদ রুপে নিজেদের প্রস্তুত করে দেশ ও জাতির কল্যাণে সব সময় নিবেদিত থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার সহ মেধার বিকাশের সকল স্তরে নিজেদের সম্পৃক্ত থাকার পরামর্শ দেন বক্তারা। প্রতিযোগিতামূলক এই সময়ে টিকে থাকতে হলে শিক্ষার পাশাপাশি নিজেদের প্রতিভার সঠিক বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা অত্যাবশ্যক।
৭ এপ্রিল সোমবার সকাল ১০ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে রায়পুর কচি সংঘের সভাপতি আহমেদ জোবায়ের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আলম ফাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রায়পুর কচি সংঘের সম্মানিত উপদেষ্টা ( প্রস্তাবিত) মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ সেলিম, প্রবাসী পৃষ্ঠপোষক মোহাম্মদ সোহেল উদ্দীন সাহেল, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ হোসাইন, নীতি নির্ধারণী ফোরামের প্রধান মোহাম্মদ শরীফ উদ্দীন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাবেদ উদ্দীন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রান্ত দে, শাহাদাত হোসেন দিহান, রাহি, মোসাদ্দেক, আলমগীর সহ দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
আলোচনা সভা পরবর্তী উপস্থিত সকল পরীক্ষার্থীদের সংবর্ধনা স্বরুপ ফুলের শুভেচ্ছা সহ প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রতি বছরের ধারাবাহিক কার্যক্রম হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কেউ পরবর্তী ফলাফলে সর্বোচ্চ সফলতার অংশ হিসেবে জিপিএ-৫ অর্জন করলে তাদের পুরস্কার স্বরুপ ল্যাপটপ প্রদানের ঘোষণা করা হয়।