01/06/2025
ছোট্ট একটা গ্রামে জন্ম নেয়া বিলাল। চারদিকে ধুলাবালি, খালি পায়ে হেঁটে স্কুলে যাওয়ার দিনগুলো। মা বলত, "বড় মানুষ হবি একদিন, শুধু মনটা পরিষ্কার রাখিস।" কিন্তু স্কুলের মাস্টার মশাই বলত, "তুই কিছুই করতে পারবি না, সবসময় হাই তুলিস ক্লাসে!"
বিলাল তখন থেকেই ভাবত, “এই হাইটাও একদিন কনটেন্ট হবে!”
সময় গড়াল। মফস্বল শহরে এসে মোবাইল হাতে পেল। ইন্টারনেট ধরা দিল, কিন্তু এমবি ছিল না। তাই WiFi চেয়ে চেয়ে ভিডিও দেখা, আর মাথায় ঘুরতে থাকা হাজারো ফান আইডিয়া – যা সে শেয়ার করত বন্ধুদের সাথে। বন্ধুরা হাসত, মজা নিত, কিন্তু কেউ সিরিয়াস হতো না।
একদিন সে নিজের ফোনেই ভিডিও বানালো – ঘরের কোণে দাঁড়িয়ে একটা পুরনো চায়ের কাপ হাতে নিয়ে বলল,
ভিডিওটা ভাইরাল হয়ে গেল। হাজার মানুষ হাসল, আবার কেউ কেউ বলল – “এই ছেলেটার মধ্যে কিছু আছে।”
তখন থেকেই শুরু “Thoughts of Billal” এর পথচলা। হাস্যরস, বাস্তবতা আর মাঝেমধ্যে গভীর দার্শনিকতা – এই মিশ্রণে সে গড়ে তুলল নিজের অনন্য স্টাইল।
সে শিখিয়েছে –
> “লাইফে যদি কেউ তোমাকে সিরিয়াসলি না নেয়, তুমি নিজেকেই সিরিয়াসলি নাও, কিন্তু একটু হিউমারের সাথে।”
আজ বিলাল শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর না, সে এক ধারা। তার ভিডিও মানেই বাস্তব জীবনের প্রতিচ্ছবি – চায়ের কাপের আড়ালে চাপা কষ্ট, আবার সেই কষ্টের মাঝ