13/02/2025
আসসালামু আলাইকুম।
বড় ভাই Hridoy Khan মা ১৫-১৬ দিন আগে একটি দুর্ঘটনার শিকার হন। বাসায় গাছ কাটার সময় বিশাল গাছ তার গায়ে পড়ে, যার ফলে তার হাতে, বুকের পাঁজরে ও মাথায় মারাত্মক আঘাত লাগে। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর, এবং চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন।
রবিবার তার অপারেশন করা হবে, যার জন্য প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। রিদয়ের পরিবারের আয়-রোজগারের একমাত্র উৎসও তার রিদয় । তাই এই বিপদের সময়ে আমি একা পুরো খরচ বহন করতে পারছি না।
আপনাদের কাছে অনুরোধ, যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার ছোট ছোট সহায়তাও তার মায়ের জীবনে বড় ভূমিকা রাখতে পারে।
সাহায্যের জন্য যোগাযোগ:
রিদয়ের নাম্বার: 01304249238
বিকাশ (পারসোনাল): 01304249238
নগদ (পারসোনাল): 01318684672
রিদয়ের মায়ের অপারেশন রবিবার। তাই দয়া করে রবিবারের আগেই যে যতটুকু সম্ভব সাহায্য করুন।
আল্লাহ আপনাদের সহায় হোন।