Hridoy on Fier

Hridoy on Fier Velvet Verse

বাংলাদেশের মূল ভূখণ্ড সম্পর্কে বিস্তারিতLive MCQ
29/04/2025

বাংলাদেশের মূল ভূখণ্ড সম্পর্কে বিস্তারিতLive MCQ

28/04/2025

RHK vs Bangladesh Top 1 face to face fight Torment

আচ্ছা বলুন তো, কোনো মানুষের সফল বা ব্যর্থ হওয়ার পিছনে Root Factor হিসেবে কাজ করে কোনটা। তার জিন (Gene), তার শৈশব, সে কীভ...
25/04/2025

আচ্ছা বলুন তো, কোনো মানুষের সফল বা ব্যর্থ হওয়ার পিছনে Root Factor হিসেবে কাজ করে কোনটা। তার জিন (Gene), তার শৈশব, সে কীভাবে বেড়ে উঠেছে, তার পরিবেশ, নাকি অন্য কিছু?

এগুলোর কোনটাই না। আসল Root Factor হলো তার নিজের নেয়া ছোট ছোট কিছু চয়েজ।

এই পুরো পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা যদি আমরা চাই তাহলে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হচ্ছে আমাদের চয়েজ। আর এই চয়েজগুলোই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভবিষ্যৎ ঠিক করে দেয়।

আপনি যদি ইচ্ছা করেন তাহলে অফিস থেকে ফেরার পর জিমে যেতে পারেন বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারেন। আপনি যদি চান কোনো কারণে আপনার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পর সবকিছু ভুলে তাকে জড়িয়ে ধরতে পারেন বা আপনার ইগোকে প্রশ্রয় দিয়ে তার সাথে দূরত্ব তৈরি করতে পারেন।

এরকম ছোট ছোট চয়েজগুলোই আপনার সবকিছুর গতিপথ নির্ধারণ করে — আপনি সারাজীবন সুস্থ্য থাকবেন নাকি রোগ বয়ে বেড়াবেন, আপনি একটা দীর্ঘ এবং মধুর সম্পর্ক পাবেন নাকি আপনার ছেলেমেয়েকে জবাব দিতে হবে কেন তার মাকে আপনি ডিভোর্স দিয়েছিলেন।

কিন্তু আমরা এরকম ছোট ছোট চয়েজগুলোতে বেশি মন দিই না। আমি বিষয়টি ব্যাখ্যা করছি। ধরুন আমি আপনাকে এখন দুটো অপশন দিলাম :

১. আপনাকে ১ টাকা দেব যেটা আগামী ১ মাস প্রতিদিন দ্বিগুণ হবে, অথবা

২. এখনই আপনাকে একবারে ১০ কোটি টাকা দিয়ে দেব।

আপনি এর মধ্যে কোন অফারটি নিতে পছন্দ করবেন?

বেশিরভাগ মানুষই, হয়তো প্রায় সবাই ২ নাম্বার অপশন অর্থাৎ ১০ কোটি টাকাই নেবে। আচ্ছা, আমি ১ নাম্বার অফারটা নিলাম। এবার দেখা যাক ১ মাস পর এর আউটকাম কী আসে।

৫ দিন পর আমার কাছে আছে ১৬ টাকা আর আপনার কাছে ১০ কোটি। ১০ দিন পর আমার কাছে আছে ৫১২ টাকা আর আপনার কাছে সেই ১০ কোটি। ২০ দিন পর আমার কাছে ৫,২৪,২৮৮ আর আপনার কাছে সেই ১০ কোটি টাকা। আপনি ভাবছেন আমি কত বড় বোকা, তাইনা?

এবার দেখা যাক ৩১ দিন পর কার কাছে কত টাকা আছে। আপনার কাছে আছে এখনো সেই ১০ কোটি, কিন্তু আমার কাছে আছে ১০৭,৩৭,৪১,৮২৪ অর্থাৎ ১০৭ কোটি টাকা, যেটা কিনা আপনার থেকে ১০ গুণ বেশি।

সাকসেস জিনিসটাও ঠিক এই প্যাটার্নটাই ফলো করে। যে ব্যক্তি ছোট ছোট চয়েজগুলো সঠিকভাবে নেয় সে ৩১ মাস পর রাতারাতি সাফল্য অর্জন করে।

আরো সহজভাবে বোঝানোর জন্য রাজীব, সাগর এবং আকাশ নামের তিন বন্ধুর উদাহরণ দেওয়া যাক। তিনজনই একই রকম পরিবেশে বড় হয়েছে, একই জায়গায় থাকে আর ইনকাম মোটামুটি একই।🤬🤬

....🥰.....
23/04/2025

....🥰.....

......🤬.....
22/04/2025

......🤬.....

এরা কারা কোথা থেকে এলো এরা🤨😆
21/04/2025

এরা কারা কোথা থেকে এলো এরা🤨😆

কি চিন্তা চিনা লাগে 🤨
18/04/2025

কি চিন্তা চিনা লাগে 🤨

??¿¿‽বরবাদ ‽
17/04/2025

??¿¿‽
বরবাদ ‽

-উ*ম্মম্মম্মম্মম্ম উ*ম্মম্মম্ম উ*ম্মম্মম্মম্মম্মম্মম্মাহহহহহ।-কোন মুরগীর ছা'ও রে?আমার ঠোঁ*ট গুলোরে এভাবে চেপে ধরেছে।(মনে...
15/04/2025

-উ*ম্মম্মম্মম্মম্ম উ*ম্মম্মম্ম উ*ম্মম্মম্মম্মম্মম্মম্মাহহহহহ।
-কোন মুরগীর ছা'ও রে?আমার ঠোঁ*ট গুলোরে এভাবে চেপে ধরেছে।(মনে মনে)
সন্ধ্যায় ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম। ভাবির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন হাত টান দিয়ে রুমের ভিতরে নিয়ে যায়।অন্ধকার থাকায় কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কেউ আমার ঠো*ট দু'টো তার ঠোঁ*ট দিয়ে চেপে ধরে। উফফফ! ছাড়ার কোনো নাম ই নাই। অনেক হাত পা ছুড়াছুড়ি করেও তার কাছ থেকে ছুটতে পারি নি। অপেক্ষা করছি সে কখন আমার ঠোঁ*ট ছাড়বে।।।
- কেমন আছো রাগিনী?? (সে)
আরে এটা তো রিয়ান ভাইয়ার কন্ঠ। তাহলে এটা এই ব*দমাশটার কাজ। ইচ্ছে করছে এই খা*'টাশ বে'টা টাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখি।।।
-আমাকে গালি দেওয়া হলে রুম থেকে বের হও। কেউ দেখে ফেললে তোমার আবার ই'জ্জত-মান যাবে। হাহাহা। (রিয়ান)
-আস্তে আস্তে। আস্তে কথা বলুন। উগা'ন্ডা একটা। (আমি)
-কিইইইই! আমি উগা.....(রিয়ান)
-অনু! এই অনু! আর কতো ঘুমাবি মা। এবার তো উঠ। (মা)
খেয়েছে রে। মা আসছে। রিয়ান ভাইয়া আর আমাকে একসাথে দেখে ফেললে কেলেংকারি হয়ে যাবে। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে হাটা শুরু করলাম। সিঁড়িতেই মার মুখোমুখি হলাম।।
-উঠেছিস! আমি তোকে ডাকতেইযাচ্ছিলাম। কখন উঠলি??(মা)
-আআআমি তো। মানে। মাত্রই উঠলাম। হ্যাঁ হ্যাঁ মাত্রই উঠেছি মা। (আমি)
-কি ব্যাপার রে অনু?একটা সহজ কথার উত্তর দিতে এতো আমতা আমতা কেনো করছিস?(মা)
-বেয়ান! কেনো মেয়েটাকে বকাবকি করছেন?ঘুম কাটেনি হয়তো তাই কথা বেজে যাচ্ছে। (ভাবির মা)
-জ্বি আন্টি। এখনো ঘুম কাটেনি। (আমি)
-এটা বললেই তো পারতি। যা ফ্রেশ হয়ে নে। (মা)

যাক বাবা!এই যাত্রায় মা র হাত থেকে বেঁ'চে গেলাম। সব ঐ উ*গান্ডাটার জন্যে। একবার পাই রিয়ান ভাইয়াকে বুঝাবো আমি কি জিনিস। হুহহ!
ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয় টা দিয়ে নেই। আমি অনুপমা। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এক ভাই এক বোন আমরা। ছয় মাস আগে বড় ভাইয়াকে বিয়ে করিয়েছে। এই ভাইয়ারই একমাত্র শেলক হলো রিয়ান ভাইয়া। ইন্জিনিয়ারিং এ পড়ছে। যেদিন প্রথম ভাবিকে দেখতে গিয়েছিলাম সেদিন থেকেই রিয়ান ভাইয়া পিছে লাগে আমার। বিয়ের দিন তো আমাকে জ্বালিয়ে মা'রে এই মানুষটা। একটু ও পাত্তা দেই নি। একটা থা*'প্পড় বসাই উ'গান্ডাটার গালে। সেদিন থেকে আমাকে রাগিনী বলেই ডাকে। বিয়ের পরে আর একবারো দেখা হয়নি উনার সাথে। হয়তো রেগে ছিলো আমার উপর। 🤬

আরে এরা কারা কোত থেকে এলো এরা 😆
12/04/2025

আরে এরা কারা কোত থেকে এলো এরা 😆

10/04/2025

This is New Bangladesh 😈

Address

Barishal Sadar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy on Fier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share