
05/07/2025
চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে নতুন ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
ফ্লাইওভারটিতে ওঠা-নামার জন্য থাকবে সাতটি পথ। এছাড়া, বায়েজিদ থেকে কুয়াইশ সড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নিত করা হবে। বর্তমানে প্রকল্পটির ডিজাইনের কাজ চলছে। ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সম্প্রসারণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা।
ফ্লাইওভারে যোগাযোগ ব্যবস্থা যেভাবে হবে: বায়েজিদ মোড় থেকে ফ্লাইওভারের একটি র্যাম্প হাটহাজারী সড়ক ও আরেকটি র্যাম্প কুয়াইশ সড়কের দিকে যাবে। হাটহাজারী সড়ক থেকে ফ্লাইওভারের একটি র্যাম্প বায়েজিদ ও আরেকটি র্যাম্প মুরাদপুরের দিকে যাবে। কুয়াইশ থেকে একটি র্যাম্প বায়েজিদের দিকে যাবে।
সূত্র : দৈনিক পূর্বকোণ