Amit Shoots

Amit Shoots This is a Digital video content page

28/09/2025
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (বাংলাদেশ ও ভারতে  দৃশ্য )২১ ভাদ্র, (বাংলাদেশ ২৩ ভাদ্র) ৭ই সেপ্টেম্বর ২০২৫,  রোজ রবিবার পৃথিবীতে ...
05/09/2025

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (বাংলাদেশ ও ভারতে দৃশ্য )
২১ ভাদ্র, (বাংলাদেশ ২৩ ভাদ্র) ৭ই সেপ্টেম্বর ২০২৫, রোজ রবিবার
পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতিঃ-

বাংলাদেশ সময়নুযায়ী

গ্রহণ স্পর্শ (আরম্ভ) রাএি ঘ ১০/ ২৭ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) রাএি ঘ ১/৫৭ মিনিট

গ্রহণ স্থিতি ৩ ঘন্টা ৩০ মিনিট

ভারত সময়ানুযায়ী

গ্রহণ স্পর্শ (আরম্ভ) রাএি ঘ ৯/ ৫৭ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) রাএি ঘ ১/২৭ মিনিট

গ্রহণ স্থিতি ৩ ঘন্টা ৩০ মিনিট

গ্রহণ দর্শনে শুভাশুভ। এই গ্রহণ মেষ কন্যা তুলা ধনুঃ ও মকররাশির দর্শনে শুভ।

উক্ত রাশি হইলেও জন্মতারা জন্য রাএি ঘ ১০/২৭ গতে ১১/৩০ মধ্যে স্বাতীনক্ষত্রযুক্ত তুলারাশির ও রাত্রি ঘ ১১/৩০ গতে জন্ম তারা জন্য বিশাখানক্ষত্রযুক্ত তুলারাশির দর্শন নিষিদ্ধ।

ইহাছাড়া অন্য রাশির দর্শনে অশুভ। দৈবাৎ দর্শনে বিপ্রকে স্বর্ণ দান কার্ডবা।

তন্ত্রোক্ত মন্ত্র পুরশ্চরণকারীদের পক্ষে এই রাশ্যাদি বিচার অনাবশ্যক। বৈধ দর্শনকারী মাত্রেরই গ্রহণ স্নান অবশ্য কর্তব্য।

-> বাংলাদেশ ও ভারত সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে।

->অবশ্যয় সকলে গ্রহণ মানার চেষ্টা করবেন

->বিশেষ করে গর্ভবর্তী মা বোনেরা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন

->গ্রহণ শুরুর আগে খাওয়া-দাওয়া সেরে ফেলবেন।

->গ্রহণ চলাকালীন অবশ্যই ইষ্ট দেবদেবীর বা হরে কৃষ্ণমন্ত্র জপ করবেন।

->এই সময় নিচু হয়ে ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকুন।

->কাউকে কটু কথা বলা, মনে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন।

->অবশ্যই কোন জীব হত্যা করবেন না

->পারলে মহাভারত, রামায়ণ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন এবং শ্রবণ করুন।

->গোঁয়া থেকে বিরত থাকুন, কিছুক্ষণ পরপর বসুন আর হাঁটুন, আর হাতে একটি সুন্দর ফুল রাখুন। মাঝেমাঝে এই ফুল দেখুন।

->ফুলটি হাতে কচলানো বা ছিঁড়ে ফেলা, নষ্ট করা থেকে বিরত থাকুন।

->আর হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কোন পিচ্ছল খাওয়া, কিংবা হোচট খাওয়া থেকে রক্ষা করুন নিজেকে।

যে সকল স্থানে গ্রহণ দৃশ্য হইবে সেই সকল স্থানে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়।

(বিঃদ্রঃ ভালো করে পড়ে, গ্রহণ দেখতে হলে ভালো জ্যোতিষ থেকে জেনে নিয়ে গ্রহণ দেখাবেন )

03/09/2025

শ্রীশ্রী কৈবল্যধাম চট্টগ্রাম #কৈবল্যধাম #রামঠাকুর #কৈবল্যশক্তি #মহাপ্রসাদ।

🔮 A little mystery, a little magic, a lot of class.
03/09/2025

🔮 A little mystery, a little magic, a lot of class.

সুরের মাদকতাই আসল স্টাইল।।
02/09/2025

সুরের মাদকতাই আসল স্টাইল।।


প্রতি রঙে দীর্ঘস্থায়ী ভালোবাসা।
02/09/2025

প্রতি রঙে দীর্ঘস্থায়ী ভালোবাসা।




একই গাছের একই ডালে দুইটি আম একই সময়ে বেড়ে ওঠে। এর মধ্যে একটি হয়ত আগেই পেকে যায় এবং অন্যটি পরিপক্ব হওয়ার জন্য আরও সময়...
20/07/2025

একই গাছের একই ডালে দুইটি আম একই সময়ে বেড়ে ওঠে। এর মধ্যে একটি হয়ত আগেই পেকে যায় এবং অন্যটি পরিপক্ব হওয়ার জন্য আরও সময়ের প্রয়োজন হয়।

এই আমগুলোর মাধ্যমে প্রকৃতি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অন্য কেউ আপনার আগে সফল হয়েছে বলেই আপনি ব্যর্থ নন। এর অর্থ শুধু এটুকুই — আপনার সময় এখনও আসেনি।

তাই নিজে পিছিয়ে পড়লে হতাশ হবেন না কিংবা কাছের কেউ এগিয়ে গেলে তাকে হিংসা করবেন না। ধৈর্য্য ধরুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন — আপনি হয়তো আপনার নিজস্ব সাফল্যের খুব কাছেই আছেন!

20/07/2025

কামধেনু।।
জয় কৈবল্যধাম।

19/07/2025

গুরুকৃপা হি কেবলম হল একটি সাধারণ সংস্কৃত অভিব্যক্তি, মন্ত্র এবং গান যার অর্থ হল "গুরুর কৃপাই পরম এবং একমাত্র বাস্তবতা।

ক্ষণস্থায়ী হলেও, শিউলির সৌন্দর্য, মনে গেঁথে থাকে চিরকাল, যা এক অমলিন স্মৃতি।
17/07/2025

ক্ষণস্থায়ী হলেও, শিউলির সৌন্দর্য, মনে গেঁথে থাকে চিরকাল, যা এক অমলিন স্মৃতি।

Address

Nasirabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amit Shoots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share