Chittagong University Shuttle Story

Chittagong University Shuttle Story University of Chittagong is a public university in Chittagong , Bangladesh. Its well known aristocracy tradition and popular vehicle is Shuttle Train.

Every student enjoy his study journey with this beauty beast vehicle . It's the vibe of every student.

13/05/2025

শান্ত অরণ্য, ছায়া ঢাকা, স্নিগ্ধ সে দিনকাল,
চবির বুকে প্রথম পা...
পাহাড়ের ঢালে স্বপ্ন ফোটে, পাতায় পাতায় গান,
নিভৃত সেই নিরালায় খুঁজেছি আমি আমার প্রাণ।

নীরবতার মাঝে ফুটেছে তর্ক, সাহস পেয়েছি প্রশ্নে,
ক্লান্ত দুপুর কেটেছে কাগজে-কলমে, মনের অভ্যন্তরে কল্পনার মেঘে।
বন্ধুর কণ্ঠে কবিতা বাজে, শ্রাবণের গন্ধ আসে,
ভাঙা চেয়ারে, ক্লাসের কোণে, বেঁধে গেছি জীবনের বাস্তবে।

সন্ধ্যা নামে, অন্ধকার ঢাকে, আলো জ্বলে মন-মাঝারে,
জিরো পয়েন্টে বসে আমি চিনেছি দিগন্ত-অচেনা কারে।
এই যে জীবন, এই যে পথ, শুরু হলো কত অভিমানে,
আজ হাতে সনদ, তবু মন পড়ে আছে প্রথম সন্ধ্যাবেলায়।

দীর্ঘ ৯ বছর পর হতে যাওয়া পঞ্চম সমাবর্তনে অংশ নেবেন ২২৫৬০ গ্র্যাজুয়েট...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুপুরের খাবার
13/05/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুপুরের খাবার

10/05/2025

১টার পরে কোনো কনভোকি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি লাইনে দাঁড়ানো অবস্থায় ১টা বেজে গেলে বাকিরা প্রবেশ করতে পারবে না

10/05/2025

চবির সমাবর্তনে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংখ্যা সমাবর্তীদের ভেরিফিকেশন(ভেটিং) করতে পারে। এটা যেকোন ভিভিআইপির অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রুটিন কাজ।

ভিভিআইপির এ ধরণের অনুষ্ঠানে শুধু অংশগ্রহণকারীদের(পাবলিক) ভেরিফিকেশন হয় এমনটা নয়, যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে(আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) তাঁদেরও ভেরিফিকেশন(ভেটিং) হয়। একবার নয়, যতবার অনুষ্ঠান হয় ততবার। প্রকাশ্যে এবং গোপনে দু'ভাবেই এই ভেটিং হতে পারে।

তবে এ সুযোগ প্রতারকরাও কাজে লাগাতে পারে। সেজন্য চোখ-কান খোলা রাখা জরুরি।

ধরেন কেউ কল দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আপনার নাম, ঠিকানা, পরিবার, আত্মীয়স্বজন, পেশাগত পরিচয়, মামলা সম্পৃক্ততা, রাজনীতি, পড়াশোনা এসব তথ্য জানতে চাইলে বুঝবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রীয় কোন গোয়েন্দা সংস্থা।

কিন্তু কেউ কল দিয়ে একই পরিচয় দিয়ে ভয়ভীতি দেখালে বা আপনার মোবাইলে একটা সিরিয়াল নাম্বার(গোপন কোড) গিয়েছে, সেটা বলেন, একটা লিংক পাঠিয়েছি, সেটাতে ঢুকে রেজিষ্ট্রেশন করেন, তানাহলে সমাবর্তনে যেতে পারবেন না। সর্বোপরি সন্দেহজনক কোন তথ্য চাইলে দিবেন না। আপনার থানায় যোগাযোগ করতে বলবেন।

© ফাহিম হাসান
র‍্যাবে কর্মরত, সাবেক শিক্ষার্থী, চবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের অনুষ্ঠানসূচি
10/05/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের অনুষ্ঠানসূচি

চবি ৫ম সমাবর্তনে পরিবহন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ দিকনির্দেশনা(সমাবর্তীদের জন্য)শহর থেকে চবিতে আসা১. সমাবর্তীদের শাটল ট্রে...
10/05/2025

চবি ৫ম সমাবর্তনে পরিবহন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ দিকনির্দেশনা

(সমাবর্তীদের জন্য)

শহর থেকে চবিতে আসা

১. সমাবর্তীদের শাটল ট্রেনে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে আসার বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

২. ট্রেনের পাশাপাশি চট্টগ্রাম নিউমার্কেট, বটতলী রেলস্টেশন, ওয়াসা মোড়, ষোলশহর শপিং কমপ্লেক্স, ও পলিটেকনিক মোড় (ফ্লাইওভার থেকে নেমে) থেকে পর্যাপ্ত সংখ্যক বাস (১০০টি) সমাবর্তীদের ক্যাম্পাসে নিয়ে আসার জন্য প্রস্তুত থাকবে। বাসগুলো ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ ক্যাম্পাস হয়ে শহীদ মিনারে এসে যাত্রী নামাবে এবং কাটা পাহাড় হয়ে শহরে ফেরত যাবে।

৩. সকাল ৬টা থেকে বাস পূর্ণ হওয়া সাপেক্ষে একের পর এক বাস ছেড়ে আসবে। সর্বশেষ গাড়ি শহর থেকে সকাল ৯টায় ছেড়ে আসবে। সকাল ৯টায় ছেড়ে আসা গাড়িগুলো শহীদ মিনারে যাত্রী নামিয়ে নতুন কলা ভবন, অতীশ দীপঙ্কর হল ও শহীদ ফরহাদ হোসেন হলের রাস্তা ও ফাঁকা জায়গায় পার্কিং করবে।

৪. সমাবর্তীরা আগে আসলে আগে যাবেন ভিত্তিতে ভলান্টিয়ারদের কাছ থেকে রেজিস্ট্রেশনের কপি দেখিয়ে টোকেন সংগ্রহ করে সিরিয়াল মেনে গাড়িতে উঠবেন।

৫. বাসে সংকুলান না হওয়া বা বাস মিস করা সমাবর্তীরা নিজস্ব ব্যবস্থায় শহর থেকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট পর্যন্ত আসবেন। সেখান থেকে শাটল বাস যোগে ক্যাম্পাসে নিয়ে আসা হবে।

৬. বিশ্ববিদ্যালয়ের ১নং ও ২নং সড়ক দিয়ে শুধুমাত্র শৃঙ্খলা কমিটি কর্তৃক নির্ধারিত এবং স্টিকারপ্রাপ্ত যানবাহন প্রবেশ করতে পারবে। অন্য কোনো গাড়ি উক্ত সড়ক দিয়ে প্রবেশের সুযোগ পাবে না।

৭. এমতাবস্থায় একান্ত প্রয়োজন না হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

৮. যদি কোনো কারণে ব্যক্তিগত গাড়ি ব্যবহার একান্ত প্রয়োজন হয়, তবে তা চালকসহ হতে হবে। কারণ, ব্যক্তিগত গাড়িগুলোকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের উত্তর দিকের ওভার ব্রিজের ১০০ ফুট সামনে গিয়ে যাত্রী নামিয়ে অতি দ্রুত হাটহাজারী সার্কেল ও হাটহাজারী কলেজ অতিক্রম করে রাউজান অভিমুখে ৪ লেনের সড়কের দুই পাশে পার্ক করতে হবে। পথে কোথাও থামার সুযোগ থাকবে না।

৯. বিশ্ববিদ্যালয় ১নং সড়কের মুখ থেকে ক্যাম্পাসে প্রবেশের জন্য নিয়মিত শাটল বাসের (২০টি বাস) ব্যবস্থা থাকবে। মিনিবাসগুলো ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ ক্যাম্পাস হয়ে শহীদ মিনারে এসে যাত্রী নামাবে এবং কাটা পাহাড় হয়ে আবার ১ নং সড়কের মুখে ফেরত যাবে। এভাবে চক্রাকারে চলতে থাকবে সকাল ৬:০০ থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ১২টার পরে শাটল বাসগুলো জীববিজ্ঞান অনুষদের দক্ষিণ পাশের রাস্তা ও ফাঁকা জায়গায় পার্কিং করবে।

১০. ক্যাম্পাসের অভ্যন্তরে ৪ টি শাটল বাস জীববিজ্ঞান অনুষদ-মেরিন সাইন্স-শহীদ মিনার-নিরাপত্তা মোড়-জীববিজ্ঞান অনুষদ রুটে চক্রাকারে চলাচল করবে। ক্যাম্পাস শাটল বাস সকাল ৯:০০-১২:০০ টা, বিকাল ৪:৩০-১০:০০ টা পর্যন্ত চলবে।

১১. সমাবর্তীগণ নিজেদের উদ্যোগে দলবদ্ধভাবে বাসে করে সমাবর্তনের দিন চ.বি.-তে আসতে চাইলে ১২ মে, ২০২৫ তারিখের পূর্বে প্রক্টর অফিস থেকে অনুমতির নিয়ে বিশেষ স্টিকার সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, উক্ত বাসগুলো দক্ষিণ ক্যাম্পাস হয়ে শহীদ মিনারে সমাবর্তীদের নামিয়ে কাটা পাহাড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট অতিক্রম করে হাটহাজারী সার্কেল ও হাটহাজারী কলেজ পার হয়ে রাউজান অভিমুখে ৪ লেনের সড়কের দুই পাশে পার্ক করতে হবে। পথে কোথাও থামার সুযোগ থাকবে না।

১২. বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যবস্থাকৃত গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গাগুলো: ফতেপুর স্কুল মাঠ, পার্বতী স্কুল মাঠ, হাটহাজারী কলেজ মাঠ ও হাটহাজারী কলেজ অতিক্রম করে রাউজান অভিমুখে ৪ লেনের সড়কের দুই পাশ।

চবি থেকে শহরে ফেরা

১৩. সমাবর্তন শেষে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে ১ নং রোডের মুখে যাওয়ার জন্য শাটল মিনিবাসের ব্যবস্থা থাকবে। যা বিকেল ৪:৩০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত চলবে।

১৪. ট্রেনের পাশাপাশি বাস চ.বি. শহীদ মিনার থেকে অক্সিজেন-২নং গেইট হয়ে পলিটেকনিক মোড়, শপিং কমপ্লেক্স, চট্টগ্রাম ওয়াসা মোড়, বটতলী রেলস্টেশন ও নিউমার্কেট পর্যন্ত সমাবর্তীদের নিয়ে ফেরত যাবে। বাসগুলো বিকেল ৪:৩০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত চলবে।

১৫. সমাবর্তীদের পিকআপ পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে (অক্সিজেন মোড়, বড়দিঘীর পাড়, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্কুল, ফতেপুর স্কুল, ১নং গেট, ২নং গেট, চবি জিরো পয়েন্ট, হাটহাজারী গোলচত্বর, পার্বতী স্কুল, হাটহাজারী কলেজ মাঠ ও অন্যান্য স্থানে) তত্তাবধানের জন্য ২-৫ জন করে ভলান্টিয়ার নিয়োজিত থাকবে। সমাবর্তীদের ক্যাম্পাসে আসা ও ক্যাম্পাস ত্যাগ করার ক্ষেত্রে ভলান্টিয়াররা সক্রিয় ভূমিকা পালন করবে।

বিশেষ দ্রষ্টব্য:

➤ ১ নং গেইটে শাটল বাস (মাঝারি) দ্রুত ঘোরানোর জন্য পর্যাপ্ত জায়গা ক্লিয়ার রাখা হবে।

> বিশ্ববিদ্যালয়ের ১নং সড়কে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরিবহন ব্যাতিত অন্যান্য সকল যানবাহন (মটরসাইকেল, রিক্সা, সিএনজি, কার, মাইক্রো, পিক-আপ, ট্রাক-মিনিট্রাক বা অন্য যেকোনো গাড়ী) চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

> সমাবর্তনের দিন দক্ষিণ ক্যাম্পাসবাসীদের ১নং সড়ক এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

10/05/2025

সমাবর্তনের গাউন বিতরণ বিষয়ে জরুরি নির্দেশনা

৫ম সমাবর্তন ২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি ও পরিচালকদের অবহিত করা যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটদের সমাবর্তনের গাউন, টুপি ও হুড বিতরণে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে ৫ম সমাবর্তন পরিচ্ছদ কমিটির আহ্বায়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করেছেন:

১. আসন্ন ৫ম সমাবর্তন ২০২৫ এর কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সকল বিভাগ/ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটদের সমাবর্তন সামগ্রী সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট থেকেই সরবরাহ করা হবে। এ বিষয়ে বিভাগ/ইনস্টিটিউটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

২. আগামী ১২/০৫/২০২৫ থেকে ১৪/০৫/২০২৫ পর্যন্ত গ্র্যাজুয়েটদের কনভোকেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে বিভাগ/ইনস্টিটিউট থেকে গাউন গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

৩. নির্ধারিত রকমের কস্টিউম ছাড়া অন্য কোনো ধরনের কস্টিউম গ্র্যাজুয়েটদের সরবরাহ করা যাবে না। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

৪. বিভাগের প্রেরিত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটদের স্বাক্ষর ও মোবাইল নম্বর সংগ্রহ করে গাউন, হুড ও টুপি বিতরণ করতে হবে।

৫. সমাবর্তন শেষে গাউন ও হুড ফেরত নিতে হবে। টুপি গ্র্যাজুয়েটদের উপহার হিসেবে প্রদান করতে হবে। গাউন বা হুড ক্ষতিগ্রস্ত হলে তা গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে গাউন বাবদ ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং হুড বাবদ ৫০০/- (পাঁচ শত) টাকা জরিমানা আদায় করতে হবে। হারিয়ে গেলেও উল্লিখিত জরিমানা যথাসময়ে বিভাগের মাধ্যমে আইডি নম্বরসহ সদস্য সচিব, পরিচ্ছদ কমিটিকে বুঝিয়ে দিতে হবে।

৬. সম্মানিত সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যদের তালিকা অনুযায়ী ১২/০৫/২০২৫ ও ১৩/০৫/২০২৫ তারিখে সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয় হতে উপ-হিসাব নিয়ামক জনাব ফরিদুল আলম চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. হাছান মিয়া, ডেপুটি রেজিস্ট্রার জনাব শহীদুল আজিম এবং সেকশন অফিসার ফজলুল করিমের নিকট থেকে সমাবর্তন কস্টিউম গ্রহণ করতে হবে। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকদের নামের মূল ক্রমিক নম্বরসহ রশিদে উল্লেখ করে প্রাপ্তি স্বীকার রশিদ প্রদান/গ্রহণ করতে হবে। অনুষ্ঠান শেষে গাউন ও শ্যাশ ফেরত দিতে হবে।

৭. গ্র্যাজুয়েটদের নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট হতে ১২/০৫/২০২৫ থেকে ১৪/০৫/২০২৫ তারিখ পর্যন্ত আবেদনকারী তালিকাভুক্ত গ্র্যাজুয়েটদের কনভোকেশন কার্ড দেখে, মূল বা সাময়িক সনদ জমা নিয়ে, আমন্ত্রণপত্র যাচাই করে কস্টিউম বিতরণ করতে হবে। কোনো গ্র্যাজুয়েট যদি সনদ জমা দিতে ব্যর্থ হন, তাকে কস্টিউম দেওয়া যাবে না। গ্রহণকৃত সনদ পৃথক খামে আইডি নম্বর, বিভাগের নাম, ডিগ্রির নাম ও মোবাইল নম্বরসহ সংরক্ষণ করতে হবে।

৮. অনুষ্ঠান শেষে গাউন ও হুড ডিন, কলা ও মানববিদ্যা অনুষদের অফিসে সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:৩০টার মধ্যে বুঝিয়ে দিতে হবে।

৯. গাউন, হুড ও টুপি বিতরণ বা গ্রহণের সময় কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ তদারকি কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। মোবাইল নম্বর: ০১৮১৭-২৫০৯৭০ ০১৮১৪-২০২০১৭ ০১৭১২-৮৬৭৯৭৪

স্বাক্ষরিত/-

ড. মোঃ শহীদুল হক
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন সেরা??? কষ্ট করে আরেকবার দেখে নেওয়া যাক।১)দেশের সবচেয়ে বড় (২১০০ একর) বিশ্ববিদ্যালয় হচ্ছে চট...
18/11/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন সেরা??? কষ্ট করে আরেকবার দেখে নেওয়া যাক।

১)দেশের সবচেয়ে বড় (২১০০ একর) বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২)দেশের ৪ টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চবি ১টি।

৩) প্রতিষ্ঠার দিক থেকে দেশের ৩য় বিশ্ববিদ্যালয় হচ্ছে চবি.

৪) ৫৪ টা ডিপার্টমেন্ট, ২৮ হাজার ছাত্রছাত্রী, প্রায় ১ হাজার শিক্ষক নিয়ে বিশাল এক পরিবার।

৫) রয়েছে ৩.৫ লক্ষ বই নিয়ে বিশাল কেন্দ্রীয় গ্রন্থগার।

৬) ছেলেদের জন্য ৮ টি হল ,মেয়েদের জন্য ৪ টি হল (মোট ১২ টি হল)

৭) বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যার জন্য আলাদাভাবে রয়েছে ২ টি শাটল ট্রেন,১ টি ডেমু ট্রেন ও BRTC এর লাল বাস,শিক্ষক দের জন্য অর্ধশত এসি-নন এসি বাস।

৮) দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব জাদুঘর আছে।

৯) দেশের একমাত্র হাইটেক পার্ক যুক্ত বিশ্ববিদ্যালয় এবং একমাত্র পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয়।

১০) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফ্যাকাল্টি( বায়োলজি ফ্যাকাল্টি)।

১১) দেশের একমাত্র প্রাকৃতিক ঝরনা যুক্ত বিশ্ববিদ্যালয়।

১২) চাকসুতে পাবেন-৩ টাকায়-দুধ চা,পরটা। ২৫ টাকায়-পোলাও,মুরগি / ডিম,১০ টাকায়- পানি পুরি। খাওয়াদাওয়া, আড্ডা দেওয়ার জন্য রয়েছে ঝুপড়ি।

১৩) মায়া হরিণ,অজগর ও বন্যশূকরের দেখা মিলবে চবি ক্যাম্পাসে।
১৪) চোখ জুড়ানো ফরেস্ট্রির রাস্তা,বঙ্গবন্ধু উদ্যান,বোটানিক্যাল গার্ডেন,স্লুইসগেট, নিজস্ব প্যাগোডা ও ঝুলন্ত ব্রিজ রয়েছে, বায়োলজি পুকুরপাড় ।

১৫) বিশাল ক্যাম্পাসের ভেতরে সহজেই চলাচলের জন্য রয়েছে- জো বাইক নামে সাইকেল সার্ভিস।

১৬)বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আছে গিরিপথ, যার নাম - চালান্দা গিরিপথ।

১৭) দুপাশে পাহাড় আর মাঝ খানে রাস্তা - যার নাম কাটা পাহাড়।

১৮) হতাশার মোড়,সক্রেটিস চত্ত্বর, টাইটানিক চত্ত্বর,কাপল রোড,শহিদ মিনার,ভূতের বিল্ডিং, রেল স্টেশন এবং রয়েছে জয় বাংলা চত্ত্বর ।

১৯) জালিয়াতি বিহীন ভর্তি পরীক্ষা এবং ২৪ ঘন্টার ভেতর রেজাল্ট।
চবি A UNIT এ চান্স পেতে চাইলে শুধু " সাইন্স সামিট " বইটি পড়লেই হবে। " সাইন্স সামিট " - এক বইয়েই চান্স 😎

২০) মাদরাসার শিক্ষার্থী,হিন্দু, বোদ্ধ এদের জন্য রয়েছে ভর্তি পরীক্ষায় বিশাল এক সুযোগ।

২১) বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার শিক্ষক নোবেল পুরস্কার পেয়েছে(ড.মোহাম্মদ ইউনুস)।

২২) জামাল নজরুল ইসলামের মতো বিখ্যাত লোক চবির শিক্ষক ছিলেন(যার লেখা একাধিক বই অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত করে পড়ানো হয়)
চবির D UNIT এর বিশ্লেষণ দক্ষতা ( IQ) এর জন্য পড় " ছায়ামঞ্চ IQ SUMMIT " বইটি। বাংলাদেশের বেস্ট আইকিউ বই এটি 👌

২৩) দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক আইন অনুষদটি চবিতেই অবস্থিত ।😎

২৪)সর্বশেষ, চবি উপহার দিবে একটি Ragবিহীন ক্যাম্পাস ❤️👌
★ সাইন্সের স্টুডেন্টরা " সাইন্স সামিট " বইটা অবশ্যই পড়বা। এক বইয়েই সাইন্সের সকল সাবজেক্ট এর সাজেশন + মডেল টেস্ট + সকল বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্নব্যাংক। এই " সাইন্স সামিট " বইটা অবশ্যই পড়বা। এটা তোমাকে চান্স পেতে সর্বোচ্চ হেল্প করবে, অন্যদের চেয়ে কমপক্ষে ১০ গুণ এগিয়ে থাকবা 😎
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অনেক৷ প্রায় ৫০০০ আসন। কি পারবেনা ৫০০০ এর একজন হতে?

চবিতে অনলাইনে ফি জমা দেয়া শুরুনানা সুসংবাদ দিয়ে চবি দিবস উদযাপন ====চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ফি সো...
18/11/2024

চবিতে অনলাইনে ফি জমা দেয়া শুরু
নানা সুসংবাদ দিয়ে চবি দিবস উদযাপন
====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ফি সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে জমা দেয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ (১৮ নভেম্বর, ২০২৪) ৫৯তম চবি দিবসে। চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার চবি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীবান্ধব এ সুন্দর আয়োজনের শুভ উদ্বোধন করেন। এ লিংক https://billpay.sonalibank.com.bd/cufee ব্যবহার করে আজ হতে চবি শিক্ষার্থীরা যাবতীয় ফি জমা দিতে পারবেন।

চবি উপাচার্য নতুন প্রশাসনের আরও কিছু ভালো উদ্যোগের বিষয়ে সকলকে অবহিত করেন। এগুলোর মধ্যে রয়েছে জুলাই বিপ্লবের পরে দ্রুত ক্যাম্পাস খোলা, মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেয়া, লাইব্রেরি খোলা রাখার সময় বৃদ্ধি ও শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো ইত্যাদি। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা পরিবার। এর উন্নতি করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। দুঃখজনক বিষয় হচ্ছে, সকলের সহযোগিতা পাচ্ছিনা। অধিকাংশ শিক্ষক ক্লাস নিলেও এখনো কেউ কেউ নিয়মিত ক্লাস নেন না। কেউ কেউ চবি ওয়েব পোর্টালে তথ্য আপডেট করেন না। র‍্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থান বাড়াতে হলে সম্মানিত শিক্ষকদের গবেষণা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমের তথ্য আপডেট করতে হবে। উচ্চ শিক্ষার মানোন্নয়নে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে। আর সেজন্য নিয়োগের নিয়ম-নীতি বদলাতে হবে।

চবি ভিসি আরো বলেন, আমরা শীঘ্রই চাকসু নির্বাচন দিবো। ক্যাম্পাসের মধ্যে অল্প ভাড়ায় ট্রান্সপোর্টের ব্যবস্থা করবো। শীঘ্রই জো বাইক ও ইলেকট্রনিক বাইক চালু করবো। আবাসিক হলগুলোতে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করবো। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার জন্য আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করাবো। ক্যাম্পাসে নারী নির্যাতন প্রতিরোধে নারী শিক্ষার্থীদের জন্য নারী উপদেষ্টা নিয়োগ করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে মেডিকেল সেন্টারে নারী শিক্ষার্থীদের জন্য নারী কাউন্সিলর ঠিক করা হবে। শিক্ষার্থীদের অধিকার সর্বতোভাবে প্রতিষ্ঠা করা হবে। কেউ তার খাতা পুনর্মূল্যায়ন করতে চাইলে তাকে সে সুযোগ দিতে হবে। আমরা সব সময় সর্বোচ্চ সেবা দিতে চাই। আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যেতে চাই।

আলোচনা অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চবির অনেক অর্জন আছে। সকলের সমন্বয়ে অগ্রগতি সাধন করতে হবে। সবাইকে ভূমিকা রাখতে হবে। টোটাল কোয়ালিটি মানাজেমেন্টের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি চবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শহর থেকে একটি আলাদা রাস্তা নির্মাণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি জানান।

৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, চবির সকল বিভাগে পরীক্ষা ও ক্লাস চলমান রাখা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের আয়োজন খুব সীমিত পরিসরে করা হয়েছে। সবাই পাশে থাকলে অনেক এগিয়ে যাওয়া সম্ভব। ইতোমধ্যেই চবির নতুন প্রশাসন বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে। তবে এককভাবে চবির উন্নয়ন সম্ভব নয়, এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি অনুষ্ঠান সফল করায় সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা বৈষম্যবিরোধী চেতনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের প্রশাসনে কোন অনিয়ম চলবে না। কোনো ব্যাপারে দীর্ঘসূত্রিতার অবকাশ নেই। প্রাতিষ্ঠানিক উন্নয়নে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। তিনি চমৎকার এ আয়োজন সফল করার জন্য সহযোগিতাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, শামসুন্নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, চবি সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী ও চবি ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী ও আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন। কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, এ ক্যাম্পাসের দুজন শহীদ ফরহাদ ও তরুয়ার নামে দুটো হলের নামকরণ করতে হবে। চবি শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ দিতে হবে। আহতদের পুনর্বাসন করতে হবে। গবেষণা খাতে বরাদ্দ ৫% থেকে আরো অনেক বাড়াতে হবে। এ ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি চলবে না। চবিকে এগিয়ে নিতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমন্বয়ক সুলতানা জেরিন নাহার বলেন, চবির শাটল ট্রেনে কমপক্ষে তিনটি বগি শুধু নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত করে দিতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য ভালো নামাজের জায়গা ও অজুর ব্যবস্থা করতে হবে। সমন্বয়ক রাফি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মডারেটরের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান। সমন্বয়ক মোহাম্মদ আলী বলেন, সেশনজটমুক্ত চবি চাই। সমন্বয়ক আবদুল্লাহ আল-মাহাথির বলেন, শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়ে চবির গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

আজ চবি শিক্ষার্থীদের অনলাইন ফি পেমেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোস্তফা নাজমুল কাউসার অনলাইন পেমেন্টের বিস্তারিত তুলে ধরেন। এতে হাটহাজারী শাখার ম্যানেজার (এসপিও) জনাব যাদব চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ১৮/১১/২০২৪

09/11/2024

"ঘরে বসেই অনলাইনে ফি জমা করতে পারবেন চবি শিক্ষার্থীরা"

সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ও সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষে ৬ নভেম্বর বুধবার সোনালী ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

চবি উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস' অফিস চট্টগ্রাম নর্থের জেনারেল ম্যানেজার মো. মুসা খান ও চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাস এবং চবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি হিসাব নিয়ামক, আইসিটি সেলের ডিরেক্টরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
of Chittagong
Chittagong University University of Chittagong

Address

Chittagong University
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University Shuttle Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share