Al Shahria Atiq

Al Shahria Atiq পৃথিবীর সৌন্দর্য দিন দিন বাড়তে থাকবে, উপভোগ করার জন্য একদিন আমি থাকবো না 💔
U Can DM for paid collaboration

জীবন উপভোগ করার জন্যই হয়ত আমাদের এতো পরীক্ষা...!

23/09/2025

তারপর একদিন সব সয়ে যায়, চলে যাওয়া, উপেক্ষা, অবহেলা, দুঃখ, তুচ্ছতাচ্ছিল্য, অপমান সব সয়ে যায়, মানুষ ধীরে ধীরে মানিয়ে নেয়।

21/09/2025

ইস যদি মরে যেতাম তাহলে কতো মানুষ বিরক্ত থেকে মুক্তি পেয়ে যেতো..💝

18/09/2025

তবে আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই,আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু, কতটুকু আমি মানিয়ে নিতে পারি, আর ধন্যবাদ জানাই তাদের যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে শিক্ষা দিয়েছে -!!

18/09/2025

আত্মসম্মানবোধ মানে আত্ম-অহংকার নয়। আত্মসম্মান মানে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে নিজেকে অপমানিত না করা, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ না দেওয়া।

কেউ আমাকে ছোট করে কথা বললে তার কথার জবাব না দিয়ে তাকে পুরোপুরি এড়িয়ে চলা। যেসব স্থানে মাথা নত হয়ে যেতে পারে, হতে পারে ব্যক্তিত্বের অপমান সেসব জায়গা এড়িয়ে চলা।

আত্মসম্মানবোধ খুব বেশি জরুরী। মাথা উঁচু করে বাঁচতে হলে অবশ্যই সবকিছুর উর্ধ্বে আত্মমর্যাদাকে রাখতে হবে। আত্মসম্মানবোধ ধরে রাখতে দুনিয়ার যেকোনো কিছু ফিরিয়ে দেওয়ার মনমানসিকতা থাকতে হবে।

14/09/2025

যারে চিনাবা জগত সেই ভরে দেবে নগদ..!! 🧠🙌

14/09/2025

কথায় আছেনা পর কখনো আপন হয়না Now I can feel that'' মানুষ যতটা আপন সাজে ততোটা আপন হয় না😊❤️‍🩹

13/09/2025

সময় এবং পরিস্থিতি..
কঠিনতম অভ্যাস কে ও পরিবর্তন করতে বাধ্য করে...

12/09/2025

Actor Khairul bashar lifestyle
অভিনেতা খায়রুল বাসারের জীবন কাহিনী

একদিন আমি বুঝতে পারলাম,মানুষ আসলে এক অদ্ভুত প্রাণী। সামনে থাকলে তারা হাসিমুখে কথা বলে,পাশে হেঁটে চলে এমন ভাবে আচরণ করে য...
07/09/2025

একদিন আমি বুঝতে পারলাম,মানুষ আসলে এক অদ্ভুত প্রাণী। সামনে থাকলে তারা হাসিমুখে কথা বলে,পাশে হেঁটে চলে এমন ভাবে আচরণ করে যেন পৃথিবীতে আপনার মত প্রিয় কেউ নেই।তাদের কথা শুনে মনে হয়"এই মানুষটাই আমার সবচেয়ে কাছের,আমার সত্যিকারের আপন।

কিন্তুু বাস্তবতা ভিন্ন। আপনি যখন পিছন ঘুরবেন,তখনই মানুষটি আপনার নামে অপবাদ ছড়াবে।হাসির আড়ালে লুকিয়ে রাখবে বিষাক্ত ছুরি,বন্ধুত্বের আড়ালে গড়ে তুলবে বিশ্বাসঘাতকতার দেয়াল।

এই হলো মানুষের রুপ বাহিরে কোমল,ভিতরে কঠিন মুখে মিস্টি,অন্তরে
বিষাক্ত। তাই শিখেছি আমি, সবাইকে বিশ্বাস করা যায় না,আর মানুষের আসল রুপ চিনতে হলে শুধু তার সামনে নয়,আড়ালেও তাকে খুঁজে দেখতে হয়।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Shahria Atiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share