02/10/2025
সালাম/ আদাব /নমস্কার /ঝুঝু
"সুস্থতাই স্বপ্নপূরণের প্রথম ধাপ।" মেয়েদের প্রতিদিনের শারীরিক সুস্থতা আর মানসিক স্বস্তিকে আমি তাদের আত্মবিশ্বাসের মূলভিত্তি হিসেবে দেখি। এই আত্মবিশ্বাস গড়ে তুলতে, আমি হতে চাই প্রতিটি হলবাসী মেয়ের পাশে এক নিবেদিত সাথী। প্রতিদিনের ছোট ছোট অসুবিধা, অনুচ্চারিত কষ্ট—এসবের মাঝেই মেয়েদের লড়াই। আমি চাই, এই লড়াইয়ে তাদের পাশে থাকতে। হলের প্রতিটি মেয়ের স্বাস্থ্যসুরক্ষা প্রশাসন কর্তৃক নিশ্চিত করাই আমার অঙ্গীকার। পরিছন্নতা, প্যাড ভেন্ডিং মেশিন, বিশুদ্ধ পানির ফিল্টার, নিয়মিত হেলথ চেকআপ, সহজ পদ্ধতিতে ২৪ ঘণ্টা ঔষধ সেবা— এসব কেবল পরিকল্পনা নয়, এগুলো আমার প্রতিশ্রুতি।আপনাদের একটিমাত্র ভোট আমাকে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। তাই,
ভোট দিন — স্বাস্থ্য সচেতন নেতৃত্বের পক্ষে।
তাসফিয়া তাবাসসুম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
নবাব ফয়জুন্নেছা হল
'স্বাস্থ্য বিষয়ক সম্পাদক' পদপ্রার্থী
ব্যালট নং ০২
বি.দ্র. হলে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি, সংকট এবং বিভিন্ন পরামর্শ নিতে আমি একটি গুগল ফর্ম তৈরি করেছিলাম। যারা সাড়া দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ;আমাকে সুযোগ দেওয়া হলে আমি এগুলো নিয়েও কাজ করব।