The Green Universe

The Green Universe I am Md. Shihab Uddin, a student of the Biological Faculty of Chittagong University and I try to highlight unknown facts about nature.
(3)

Please follow my page and get connected.

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকীল।For the studentOf the student By the student"Your Voice, Your call, United for Rab Hal...
03/10/2025

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকীল।
For the student
Of the student
By the student
"Your Voice, Your call, United for Rab Hall."

আবু সাঈদ সাকিব
সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
২০-২১ সেশন
ব্যালট নং -০১
শহীদ আবদুর রব হল সংসদ
চাকসু নির্বাচন -২০২৫।
১৫ অক্টোবর ভোট দিয়ে পাশে থাকুন

03/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিক আয়োজন "চাকসু আলাপ" এ চাকসু নিয়ে নিজের মতামত এবং প্রত্যাশার কথা তুলে ধরছেন শামসুন নাহার হলের স্বতন্ত্র থেকে সাহিত্য,সংষ্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী।
ব্যালট নং - ০১

03/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিক আয়োজন চাকসু আলাপে কথা বছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস পদপ্রার্থী সাখাওয়াত হোসেন শিপন ভাই।
ব্যালট নাম্বারঃ ১৯

03/10/2025

শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে যোগাযোগ নিয়ে পরিকল্পনা প্রকাশ করছেন সম্প্রীতির শিক্ষার্থী জোট এর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. ইসহাক ভূঁইয়া।

02/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে ধারাবাহিক আয়োজন চাকসু আলাপে মতামত প্রকাশ করছেন জামাল নাসের
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী।
ব্যালট নংঃ ০৬

02/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিক আয়োজন চাকসু আলাপে কথা বলছেন স্বতন্ত্র শিক্ষার্থী জোট-শহীদ আব্দুর রব হলের ভিপি পদপ্রার্থী মো.সিদ্দিকুর রহমান।

ব্যালট নং: 02

02/10/2025

জুলাই ’২৪-এর আন্দোলনের উত্তাল তরঙ্গে থেকে উঠে আসা সংগ্রামী Md Abdur Rasid Rabbi। ন্যায়, অধিকার ও মানবিকতার প্রতিটি সংগ্রামে তিনি দাঁড়িয়েছেন সাহসের সঙ্গে, আবার মানবতার টানে ছুটে গেছেন মানুষের পাশে।
আসন্ন চাকসু নির্বাচনে তিনি শহীদ আব্দুর রব হল সংসদ থেকে স্বতন্ত্র শিক্ষার্থী জোটের প্রার্থী হয়ে এজিএস পদে নির্বাচন করছেন।

ব্যালট নাম্বার ০১।
রাব্বীর জন্য রইল শুভকামনা ও দোয়া।

"প্রত্যয়ে রব হল "প্যানেলের ইস্তেহার।
02/10/2025

"প্রত্যয়ে রব হল "প্যানেলের ইস্তেহার।

আবদুর রব হলের আরেকটা অন্যতম সমস্যা খেলার মাঠ সংস্কার না করা। আমি এ পর্যন্ত দুইটি বড় টুর্নামেন্ট ক্রিকেট ও ফুটবলের আয়োজন ...
02/10/2025

আবদুর রব হলের আরেকটা অন্যতম সমস্যা খেলার মাঠ সংস্কার না করা।

আমি এ পর্যন্ত দুইটি বড় টুর্নামেন্ট ক্রিকেট ও ফুটবলের আয়োজন করেছি, মাঠের বাজে অবস্থার জন্য টুর্নামেন্ট আয়োজন করা এবং প্লেয়ারদের নানান জটিলতার সম্মুখীন হতে হয়েছে। তাছাড়া ভার্সিটি বহিরাগতরা এখানে এসে দিব্যি খেলে যায়, যা আমাদের নিরাপত্তারও হুমকি।
এছাড়াও –
☞ মাঠের পাশে বসার জায়গারও ঘাটতি।
☞ ইনডোর ও আউটডোর স্পোর্টসের জন্য পর্যাপ্ত সামগ্রী নেই।
☞ হলে আধুনিক জিমনেসিয়ামের অভাব।
☞ স্পোর্টস রুমে আধুনিক সুযোগ-সুবিধার অভাব, কোনো স্থায়ী স্পোর্টস গ্যালারী নেই।
☞ শিক্ষার্থীদের কৃতিত্বকে তুলে ধরার জন্য কোনো বার্ষিক স্পোর্টস ম্যাগাজিন বা সংবর্ধনা অনুষ্ঠান নেই।

আমার ভাবনাঃ

১. হলের খেলার মাঠ সংস্কার করে মানসম্মত বসার স্থান নির্মাণ। ভার্সিটির বহিরাগতদের খেলায় নিষেধাজ্ঞা নিয়ে আসা
২. ইনডোর ও আউটডোর খেলাধুলার জন্য যথেষ্ট সামগ্রী নিশ্চিত করা ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজন
৩. একটি আধুনিক জিমনেশিয়াম স্থাপন করা
৪. প্রতিবছর একটি স্পোর্টস ম্যাগাজিন প্রকাশ, স্পোর্টস রুম আধুনিকায়ন এবং স্পোর্টস গ্যালারী তৈরি।
৫. বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন।

রব হলে আমরা গড়ে তুলব একটি আধুনিক ও প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি। যার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা একটি স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করেছি।

মনির হোসেন
জিএস পদপ্রার্থী
ব্যালট নাম্বার ০১
শহীদ আবদুর রব হল ছাত্র সংসদ।

মোঃ সাইফ আলীশহিদ ফরহাদ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাজসেবা,পরিবেশ ও মানবাধিকার সম্পাদকপদপ্রার্থী। ব্যালট নং ০৫।
02/10/2025

মোঃ সাইফ আলী
শহিদ ফরহাদ হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সমাজসেবা,পরিবেশ ও মানবাধিকার সম্পাদক
পদপ্রার্থী।
ব্যালট নং ০৫।

সালাম/ আদাব /নমস্কার /ঝুঝু "সুস্থতাই স্বপ্নপূরণের প্রথম ধাপ।" মেয়েদের প্রতিদিনের শারীরিক সুস্থতা আর মানসিক স্বস্তিকে আম...
02/10/2025

সালাম/ আদাব /নমস্কার /ঝুঝু
"সুস্থতাই স্বপ্নপূরণের প্রথম ধাপ।" মেয়েদের প্রতিদিনের শারীরিক সুস্থতা আর মানসিক স্বস্তিকে আমি তাদের আত্মবিশ্বাসের মূলভিত্তি হিসেবে দেখি। এই আত্মবিশ্বাস গড়ে তুলতে, আমি হতে চাই প্রতিটি হলবাসী মেয়ের পাশে এক নিবেদিত সাথী। প্রতিদিনের ছোট ছোট অসুবিধা, অনুচ্চারিত কষ্ট—এসবের মাঝেই মেয়েদের লড়াই। আমি চাই, এই লড়াইয়ে তাদের পাশে থাকতে। হলের প্রতিটি মেয়ের স্বাস্থ্যসুরক্ষা প্রশাসন কর্তৃক নিশ্চিত করাই আমার অঙ্গীকার। পরিছন্নতা, প্যাড ভেন্ডিং মেশিন, বিশুদ্ধ পানির ফিল্টার, নিয়মিত হেলথ চেকআপ, সহজ পদ্ধতিতে ২৪ ঘণ্টা ঔষধ সেবা— এসব কেবল পরিকল্পনা নয়, এগুলো আমার প্রতিশ্রুতি।আপনাদের একটিমাত্র ভোট আমাকে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। তাই,
ভোট দিন — স্বাস্থ্য সচেতন নেতৃত্বের পক্ষে।

তাসফিয়া তাবাসসুম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
নবাব ফয়জুন্নেছা হল
'স্বাস্থ্য বিষয়ক সম্পাদক' পদপ্রার্থী
ব্যালট নং ০২

বি.দ্র. হলে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি, সংকট এবং বিভিন্ন পরামর্শ নিতে আমি একটি গুগল ফর্ম তৈরি করেছিলাম। যারা সাড়া দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ;আমাকে সুযোগ দেওয়া হলে আমি এগুলো নিয়েও কাজ করব।

02/10/2025

আপনাদের ইস্তেহার পাঠিয়ে দিন আমাদের কাছে,আমরা পাঠিয়ে দিবো শিক্ষার্থীদের কাছে ইনশআল্লাহ।

Address

University Of Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The Green Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share