UIU Crash & Confusion

UIU Crash & Confusion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UIU Crash & Confusion, Digital creator, Maijdee Court,, Chittagong.

UIU–Crash & Confusion
এই ফেইজ এর ধর্ম হচ্ছে, আপনি যাকে পছন্দ করেন, তার ছবি এবং অ্যাড্রেস ফেইজের এডমিন কে inbox এ বলবেন, এডমিন আপনার পরিচয় Hide করে
ফেইজে পোস্ট করবে।
ধন্যবাদ
Crash & Confusion

 (03) :    প্রিয়! কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। আশা করি ভালো আছো কিন্তু আমি ত ভালো নাই। ☹️  কিছু অনুভূতি অনেকদিন ...
22/02/2025

(03)

:




প্রিয়!
কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। আশা করি ভালো আছো কিন্তু আমি ত ভালো নাই। ☹️ কিছু অনুভূতি অনেকদিন ধরে জমা আছে, যেগুলো আর চেপে রাখতে পারছি না। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার প্রতি আমার একটা বিশেষ ভালোলাগা তৈরি হয়েছে। এ অনুভূতিটা অস্বীকার করা কঠিন হয়ে গেছে।

তোমার হাসি, আপনার চোখের সেই গভীরতা সবকিছুতেই যেন একটা আকর্ষণ আছে, যা আমাকে মুগ্ধ করে।

আসলে আমি তোমার চোখের মায়ায় পড়ে গেছি। আমি যতবার কলেজে গিয়েছি ততবার তোমাকে কলেজের কোনো না কোনো চিপাই কারো না কারো সাথে দেখেছি, কখনো দরজার নিচে, কখনো বা কমন রুমের সামনে, একেক সময় একেক চিপায়। যাই হোক আজকে তো প্রমিস ডে, তাই এই দিনটা কেই সিলেক্ট করলাম তোমাকে আমার মনের কথাগুলো জানানোর, আমি প্রমিস করলাম একদিন না একদিন তোমাকে সামনে গিয়ে সাহস করে মনের কথা গুলো বলবো।

ইতি
তোমাকে ফেজবুক ইনস্টাগ্রাম সব যায়গায় ফলো করা মানুষটি।

 (02) :  Jahan Rimu 's  আপনার ফ্রেন্ডলিস্টের কেউ প্রিয়দর্শিনী,,কোনো মানুষকে ভালো লাগার অনেকগুলা কারণ থাকে, আমার ভালোলাগা...
22/02/2025

(02)

: Jahan Rimu
's
আপনার ফ্রেন্ডলিস্টের কেউ


প্রিয়দর্শিনী,,
কোনো মানুষকে ভালো লাগার অনেকগুলা কারণ থাকে, আমার ভালোলাগার কারণটা হচ্ছে আপনার নীল হরিণী মায়াবী চোঁখ, হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টের স্নিগ্ধতায়। আপনার কিসের এত কষ্ট হে!! সব সময় দেখি সেড স্টোরি দেন /এত কিউট একটা মেয়ে তার আবার কিসের এত কষ্ট থাকতে পারে! কষ্টের বিষন্নতায় আপনাকে মানায় না 😐 আপনার কষ্টের সঙ্গী হতে চাই।। ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দিতে চাই 😒

আপনাকে যে দিন শেষ দেখেছিলাম সে দিন থেকেই আপনাকে আমার বিষণ পরিমাণে ভালো লাগে, দিন দিন ভালো লাগাটা আবেগময়ী ভালোবাসায় পরিনত হয়ে যাচ্ছে। আপনাকে নিয়ে হাজার রকমের ভাবনা আমার মাঝে কাজ করে, আপনাকে নিয়ে অনেক রকম স্বপ্ন গেঁতে রেখেছি আমার হৃদয় মাঝে। আপনাকে আমার অনেক ভালো লাগে।। অনেকটা ভেবে ফেলেছি আপনাকে নিয়ে। আকাশ পরিমাণ আবেগ দিয়ে আপনাকে আমার করে পেতে চাই প্রিয় ,, আপনি কি আমার হবেন! জানি না আপনি সিংগেল কিনা! যদি আপনার লাইফে কেউ না থেকে থাকে তাহলে আমাকে একটা সুযোগ দিয়েন।।

ইতি,
আপনার অপেক্ষায় থাকা একজন!! 🥰

22/02/2025

বিভোর হৃদয়ে আমার আকাশ ছুঁয়েছে কারোর মুগ্ধতার সৃষ্টিতে,অতপর অপরুপার নাম যদি তুমি হও, তবে মিশে যাও ঐ নীল শাড়িতে..☺️🥰🤦‍♂️

মুখস্থ হয়ে যাওয়া মানুষটাকে কি ভু'লে যাওয়া এতটাই সহজ?🖤😅
21/02/2025

মুখস্থ হয়ে যাওয়া মানুষটাকে কি ভু'লে
যাওয়া এতটাই সহজ?🖤😅

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও সকল ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি♥
21/02/2025

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও সকল ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি♥

 (01) :Sorna_Akter_Farabi :_Your_Classmateপ্রিয়।মাধবীলতা, ♥️আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু সাহস করে ব...
20/02/2025

(01)

:Sorna_Akter_Farabi
:_Your_Classmate

প্রিয়।মাধবীলতা, ♥️
আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু সাহস করে বলতে পারিনি। আজ মনে হল, আর দেরি করা ঠিক হবে না।

তুমি জানো, পৃথিবীতে অসংখ্য সুন্দর মুহূর্ত আছে - সূর্যোদয়ের প্রথম আলো , বৃষ্টির ফোঁটার মিষ্টি শব্দ , কিংবা একটা বইয়ের শেষ পৃষ্ঠার মুগ্ধতা। কিন্তু এসবের মাঝেও আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো, যখন তোমাকে দেখি ।

তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতি আমার দিনকে আরো উজ্জল করে তুলে‌। আমি জানিনা এটা ভালবাসা কিনা, তবে আমি নিশ্চিত তোমার দিকে তাকালে আমার অন্যরকম অনুভূতি হয় , তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসি, এবং সব সময় তোমার পাশে থাকতে চাই।

তাই, আমি আজ তোমাকে এই পোস্টের মাধ্যমে বলতেছি তুমি কি আমার জীবনের গল্পের সবচেয়ে সুন্দরতম অধ্যায়টা হবে...??

তোমার উত্তরের অপেক্ষায়,
প্রিয় মাধবীলতা 🙂💐

Address

Maijdee Court,
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when UIU Crash & Confusion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share