
22/02/2025
(03)
:
প্রিয়!
কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। আশা করি ভালো আছো কিন্তু আমি ত ভালো নাই। ☹️ কিছু অনুভূতি অনেকদিন ধরে জমা আছে, যেগুলো আর চেপে রাখতে পারছি না। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার প্রতি আমার একটা বিশেষ ভালোলাগা তৈরি হয়েছে। এ অনুভূতিটা অস্বীকার করা কঠিন হয়ে গেছে।
তোমার হাসি, আপনার চোখের সেই গভীরতা সবকিছুতেই যেন একটা আকর্ষণ আছে, যা আমাকে মুগ্ধ করে।
আসলে আমি তোমার চোখের মায়ায় পড়ে গেছি। আমি যতবার কলেজে গিয়েছি ততবার তোমাকে কলেজের কোনো না কোনো চিপাই কারো না কারো সাথে দেখেছি, কখনো দরজার নিচে, কখনো বা কমন রুমের সামনে, একেক সময় একেক চিপায়। যাই হোক আজকে তো প্রমিস ডে, তাই এই দিনটা কেই সিলেক্ট করলাম তোমাকে আমার মনের কথাগুলো জানানোর, আমি প্রমিস করলাম একদিন না একদিন তোমাকে সামনে গিয়ে সাহস করে মনের কথা গুলো বলবো।
ইতি
তোমাকে ফেজবুক ইনস্টাগ্রাম সব যায়গায় ফলো করা মানুষটি।