25/09/2025
দাঁত বের করে এক গাল হাসিটা যে কোথায় হারিয়ে গেছে জানা নেই। কাল বাদে পরশু পুজো। কেনাকাটা যাই হোক না কেন , পুজোর কোনো অনুভূতিই পাচ্ছি না। পূজা সেটা ছোট হোক বা বড় হোক। পরিবারের সাথে কাটাতে কার না ভালো লাগে। প্রতিটা বছর যবে থেকে বাইরে থেকেছি পুজোর ছুটি মানে ব্যাগ গোছানো রাত জেগে অপেক্ষা করা কবে আসবে বাড়ি যাবার দিন। আর বাড়ি যাবার দিন সে কি আনন্দ সকালে ঘুম থেকে উঠে রান্নাটা পর্যন্ত করতাম না। তাড়াতাড়ি বাড়ি যেতে পারব। মানুষগুলোর সাথে দেখা হবে। মানুষ একটা কথা বলে ঠিকই কেনাকাটা করলে টাকা পয়সা থাকলেই মনে সুখ থাকে না। সবাইকে নিয়ে একসাথে থাকলেই সব সুখটা উপলব্ধি করা যায়। জানি শহরে গ্রামের থেকে অনেক বড় পূজো হয়। তাও কেন জানি মনটা পড়ে রয়েছে সেই ছোট্ট পূজা মন্দির টায়। বারবার যেন ভেসে উঠছে সেই অঞ্জলী দেওয়ার কথা। বড় বাড়ির মেয়ে সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হইতাম অঞ্জলী দিতে।আর কী দিনগুলো আসবে কখনো?