
23/03/2025
অনেক দিন ধরে ফেসবুক পেইজে ভিডিও করে আপনাদের বিনোদন দিয়ে যাচ্ছিলাম,কিন্ত কালকে হঠাৎ করে আমার ফেসবুক পেইজটি ব্যান করা হয়, আমার এই পর্যন্ত ২ টা পেইজ ব্যান হয়েছে, আপনারা অনেকে আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করেছিলেন এই জন্য আমি ভিডিও করার জন্য ব্যাক করেছিলাম, কিন্তু দেখতেছি যে অনেকেই আমার ভিডিও গুলো দেখে জেলাস ফিল করতেছে,আমার অনেক শত্রু বেড়ে যাচ্ছে, ইদানিং আমার পেইজের এর মধ্যে অনেক ফলোয়ার+ ভিউ লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়তে ছিল, এগুলো কিছু মানুষের সহ্য হচ্ছিল না, তাই আমার পেইজে ২০-৩০ জন রিপোর্ট করে আমার পেইজটি ব্যান করা হয়, আমি যখন ভিডিও করা শুরু করি তখন থেকে অনেক মানুষ আমাকে সহ্য করতে পারতো না, এই ভিডিওগুলো আমি শখ করে করতাম, আমি যে ফেসবুকে ভিডিও করে অনেকের শত্রু হয়ে যাব এটা কল্পনাও করতে পারি নাই,আমি এই ভিডিও জগতে হাজার হাজার মানুষের ভালোবাসা পাইছি তাদের কাছে আমি চির কৃতজ্ঞ, আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন👏,যদি আপনাদের কারো আমার সাথে কথা বলার ইচ্ছে থাকে তাহলে আমার ফেসবুক আইডি :Shamim Hasan এই আইডিতে নক দিতে পারেন, এই ভিডিও জগত থেকে বিদায় নিচ্ছি 😢 সবাই ভলো থাকবেন ধন্যবাদ 🤝