One For All

One For All while True: print("Sorry!")

01/07/2025

এক নজরে ৪৪তম বিসিএস.......

🔹 মোট পরীক্ষার্থী: ৩,৫০,৭১৬ জন
🔹 প্রিলিমিনারি উত্তীর্ণ: ১৫,৭০৮ জন
🔹 লিখিত উত্তীর্ণ: ১১,৭৩২ জন
🔹 ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: ১,৬৯০ জন

এখন কথা হচ্ছে—
এই বিশাল সংখ্যার ভেতর থেকে মাত্র ১,৬৯০ জন চূড়ান্তভাবে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে। মানে দাঁড়ায়, প্রিলিতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে শতকরা মাত্র ০.৪৮% সফল হয়েছে।

ভেবে দেখেন, আপনি এমন একটা লড়াইয়ে নামতেছেন, যেখানে সফলতার সম্ভাবনা হাফ পার্সেন্টেরও কম। হ্যাঁ, মাত্র ০.৪৮%, আর বাকি ৯৯.৫২%— তারা কোথায়?

নিউজফিডজুড়ে এখন অভিনন্দনের বন্যা। সবার চোখে মুখে উচ্ছ্বাস, গর্ব, বিজয়ের আনন্দ। কিন্তু এই উল্লাস শুধুই সেই ০.৪৮% বিজয়ীদের ঘিরে।

বাকি যারা হেরে গেছে?
তারা আজ এই একটি ফলাফল প্রকাশের পরেই সমাজের চোখে হয়ে গেছে ‘বোঝা’। তাদের নিয়ে কেউ পোস্ট করে না।
তাদের গল্প কেউ বলে না। তারা যেন সবার আশা-আকাঙ্ক্ষায় কালো দাগ দিয়ে দিয়েছে— এমনই এক চেপে ধরা অনুভূতির নাম ৯৯.৫২%।

তাদের বলার মতো কেউ নেই।
তারা ‘ব্যর্থ’— সমাজের সংজ্ঞায়।

— তাসফীর ইসলাম (ইমরান)

Train X Megh
30/06/2025

Train X Megh

Topic : মেয়ে / ছেলেমেয়ে : সে জানেই না তার সীট কোথায় পড়েছে। অথচ জেটা আমাদের ২/১ দিন আগে থেকেই খোজ নেওয়া উচিত। ছেলে : ছেলে...
27/06/2025

Topic : মেয়ে / ছেলে
মেয়ে : সে জানেই না তার সীট কোথায় পড়েছে। অথচ জেটা আমাদের ২/১ দিন আগে থেকেই খোজ নেওয়া উচিত।
ছেলে : ছেলে দুইটা জানতো তাদের হল কোথায়, পরীক্ষার সকল জিনিসপত্রও ছিলো। ছিলো না শুধু admit card। যেটার দায়ভার সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের (সংক্ষেপে বললাম)
এবার আসি মিডিয়া হাইপে, মেয়ের বেলায়....... (কিছু বলবো?)
ছেলের ক্ষেত্রে দেখবেন তাদের নিয়ে কোনো নিউজই থাকবেনা অথচ তারা জানতো তারা পরীক্ষা দিবে। আর এদের পিছনে যারা দায়ী তাদের নিয়েও কোনো নিউজ আসবেনা।
©©©

ছেলের বাইকের শব্দে প্রতিদিন মা দরজা খুলে দেয়। আজও দরজার সামনে থেকে ছেলে বাইকের হর্ণ বাজালো মা দরজা খুলছে না, ডাক দিলো ভা...
27/06/2025

ছেলের বাইকের শব্দে প্রতিদিন মা দরজা খুলে দেয়। আজও দরজার সামনে থেকে ছেলে বাইকের হর্ণ বাজালো মা দরজা খুলছে না, ডাক দিলো ভাবলো বাথরুমে আছে কি না, মায়ের কোনো শব্দ নেই।

ছেলে ঘরে ঢুকে রুমে গিয়ে দেখে সব এলোমেলো হয়ে আছে তার রুমে, তার মা তো তার রুমে আসে না, তাড়াতাড়ি তার মায়ের রুমে গিয়ে দেখে বালিশের নিচে Rক্ত, ছেলে ভেঙে পড়ে আর আশে পাশের মানুষকে কল দেয়, এলাকার সবাই ঘরে এসে তার মা কে তন্ন তন্ন করে খুজতে থাকে।

ছেলে কান্না করছিলো আর বলছিলো সব নিয়ে গেলো ভালো কথা, কিন্তু আমার মাকে নিলো কেনো। অনেক্ক্ষণ পর তার মায়ের Laশ পাওয়া গেলো বাড়ির পাশেই পাতা দিয়ে মোড়ানো।

ছেলে আগেই এম্বুলেন্স এনে রাখছিলো ভেবেছিল মাকে পাওয়ার সাথে সাথেই নিয়ে যাবে হসপিটালে। তাই হলো হসপিটালে নিয়ে গেলো সাথে সাথেই কিন্তু ডাক্তার বললো উনি আর বেঁচে নেই।

কি নির্মম ঘটনা!
©

24/06/2025

জামাই বিক্রি :
জরুরি ভিত্তিতে জামাই বিক্রি করতে চাই.

নাম : অনেকেই মোটামুটি জানেন
উচ্চতা : ৫ ফুট ৯
বয়স : ২২
গায়ের রং : ফর্সা ( মিউলেটো ) মাঝারি বডি
চোখের মণি ব্রাউন কালার.
বৈবাহিক অবস্থা : বিবাহিত.
পৈত্রিক নিবাস : চাঁদপুর
বর্তমান বসবাস : চাঁদপুর
স‍্যালারি : নাই
ব‍্যবহার : মাশাল্লাহ্ মাশাল্লাহ্ মাশাল্লাহ্.
কথাবার্তা সব সময় বিনয়ের সাথে বলেন, একদম নম্র ভদ্র.
আমাকে কখনও ধমক দিয়ে ও কথা বলেনি উল্টো সে আমার ধমক শুনে রোজ.
বিক্রির কারন : ঝগড়া শেষ না করে ঘুমিয়ে গেছে. এখন ঝগড়া গুলো জমাট বেঁধে আমার গলায় আটকে আছে তাই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি.

আগ্রহীরা ০০০০০০০০০০.১ সেকেন্ডের মধ্যে আমার সাথে যোগাযোগ করুন. নতুবা মুড পাল্টে গেলে বিক্রি করবোনা.

বিক্রি শর্ত সাপেক্ষে 🙂

KUET বন্ধ, কারণ ভিসি গেঞ্জাম করে নিজের স্টুডেন্ট পি/টায় বাইরের গু/ন্ডা নিয়ে।DMC বন্ধ, কারণ ছাদ ভেঙে পড়ে স্টুডেন্টের মাথা...
24/06/2025

KUET বন্ধ, কারণ ভিসি গেঞ্জাম করে নিজের স্টুডেন্ট পি/টায় বাইরের গু/ন্ডা নিয়ে।

DMC বন্ধ, কারণ ছাদ ভেঙে পড়ে স্টুডেন্টের মাথায়। যেখানে যায় সেখানেই, ক্লাসে, হলে, কলেজে, সবখানে। কলেজ বিল্ডিং এরও ছাদ ভাং/গা, হলে এসে দেখে হলেরও ছাদ ভাং/গা।

SSMC বন্ধ, কারণ হলের মধ্যে কয়েক মাস ধরে গু/য়ের পানি আসে কলে। গু/য়ের পানি না আসলে পানি আসেই না।

এই হলো বাংলাদেশের টপ ৩ টা পাব্লিক প্রতিষ্ঠান। আর তোমরা ওদের দিয়ে র/কে/ট, মি/সা/ই/ল বানাইতে চাও। তোমাদের পাছা দিয়ে মি/সা/ই/ল ঢুকায় দিবো।

ছবিতে তোমাদের পশ্চাদ্দেশে ঢোকানোর জন্য রেডি করা একদম Made in Bangladesh মি/সাই/লঃ
©©©©

Nothing is Impossible!!
24/06/2025

Nothing is Impossible!!

ছবিটার দিকে তাকান...পেট পিঠে লেগে গেছে ছেলেটার।কতটা তীব্র ক্ষুধা, কতটা অসহ্য অভাবের কাছে  হার মেনে সে বের হয়েছিল সামান্য...
23/06/2025

ছবিটার দিকে তাকান...
পেট পিঠে লেগে গেছে ছেলেটার।কতটা তীব্র ক্ষুধা, কতটা অসহ্য অভাবের কাছে হার মেনে সে বের হয়েছিল সামান্য কিছু খাবারের আশায়।

নিশ্চয়ই এই ক্ষুধার্ত পেট একদিন আখিরাতে সাক্ষী দেবে-
যখন আমরা মার খাচ্ছিলাম, ম,রছিলাম; তখন উম্মাহর একাংশ ডুবে ছিল শিয়া-সুন্নি বিতর্কে,জায়েয না জায়েযের ফতোয়ার লড়াইয়ে।

আল্লাহ আমাদের ক্ষমা করুন।

দুইদিন আগে এমন একজন শহীদকে দেখেছিলাম আজ আবার একই দৃশ্য।
গা!জায় শুধু সংখ্যা পালটায় ,ঘটনা একই। মৃ!ত্যু, ক্ষুধা, শোক। প্রতি মুহুর্তে কারো ঘর ভাঙে-কারো বুক ভাঙে
২২ জুন ২০২৫
©️

এই মেয়েটির নাম ইস্পিতা। তিনি ছিলেন zoology তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কার্ণফুলী-৪ লঞ্চে তার সঙ্গে যে অমানবিকতা ঘটেছে, তা ...
23/06/2025

এই মেয়েটির নাম ইস্পিতা। তিনি ছিলেন zoology তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কার্ণফুলী-৪ লঞ্চে তার সঙ্গে যে অমানবিকতা ঘটেছে, তা ভাষায় প্রকাশের মতো নয়।
তার বাবা, একজন অটোরিকশা চালক, বুক চাপড়ে কাঁদছেন:
"আমি অটো চালাই, আমার মেয়ের বিচার কি পাবো না?"

ইস্পিতাকে দাফন করা হয়েছে একেবারে নিঃশব্দে।
নাম ছাড়া, সম্মান ছাড়া, বিচার ছাড়া।

আমরা আর চুপ থাকতে পারি না।
ইস্পিতা ভালো কিছু পাওয়ার যোগ্য ছিল। তার বাবার প্রাপ্য ন্যায়বিচার।

শুধু স্ক্রল করে চলে যাবেন না। আওয়াজ তুলুন।

© Tashdeed B Manan

The one and only missile that Bangladesh can produce. 🫥
22/06/2025

The one and only missile that Bangladesh can produce. 🫥

Details in cmnt..
22/06/2025

Details in cmnt..

Address

Chandpura
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when One For All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share