Digital creator

Digital creator 彡 🌻 নিজের 𝘽𝙞𝙤 দিলাম নাহ্”彡🙃

:

ヅকারণ,১০১ অক্ষরে কখনো নিজেকে তুলে ধরা যায় নাহ্”!シ😊😊🤗

🟢 অ্যাডামস অ্যাপল এবং আদম (আঃ) – ইসলামী দৃষ্টিভঙ্গি“Adam’s Apple” শব্দটি এসেছে বাইবেলের একটি কিংবদন্তি থেকে। তাদের বিশ্ব...
01/05/2025

🟢 অ্যাডামস অ্যাপল এবং আদম (আঃ) – ইসলামী দৃষ্টিভঙ্গি
“Adam’s Apple” শব্দটি এসেছে বাইবেলের একটি কিংবদন্তি থেকে। তাদের বিশ্বাস অনুযায়ী, আদম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন, তখন ফলটি তার গলায় আটকে যায় এবং সেই থেকে পুরুষদের গলায় এই উঁচু হাড়ের অংশ দেখা যায়—এটাই নাকি “Adam’s Apple”।

⚠️ এই ধারণা কেবল বাইবেলভিত্তিক, ইসলামে এর কোনো ভিত্তি নেই।

🔹 ইসলামের দৃষ্টিতে আদম (আঃ)
আদম (আঃ) হলেন মানবজাতির প্রথম নবী ও প্রথম মানব। কুরআনে বলা হয়েছে:

“আল্লাহ আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে...”
(সূরা সাজদা, আয়াত ৭)

আদম (আঃ) জান্নাতে ছিলেন এবং শয়তানের প্ররোচনায় তিনি ও হাওয়া (আঃ) এক গাছের ফল খেয়েছিলেন। তবে কুরআনে কোথাও বলা হয়নি সেই ফল গলায় আটকে গিয়েছিল বা এর কারণে কোনো শারীরিক চিহ্ন সৃষ্টি হয়েছিল।

🔹 অ্যাডামস অ্যাপল – কেবল শারীরিক গঠন
পুরুষদের গলায় যে উঁচু হাড় দেখা যায়, সেটা হলো ল্যারেঞ্জ বা কণ্ঠনালীর অংশ। বয়ঃসন্ধিকালে এটি বড় হয়, কণ্ঠস্বর গভীর হয়, এবং এটি পুরুষত্বের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। এতে কোনো ধর্মীয় ঘটনা বা প্রতীক জড়িত নয়।

🔹 উপসংহার
“Adam’s Apple” শব্দটি ইসলামী বিশ্বাস নয়, বরং বাইবেল থেকে আগত একটি কাহিনির ভিত্তিতে গঠিত একটি ডাক্তারি পরিভাষা। ইসলামে অ্যাডামস অ্যাপল নিয়ে কোনো কাহিনি বা ব্যাখ্যা নেই। সুতরাং আমাদের উচিত এই বিষয়টিকে কেবল শরীরের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবেই দেখা, এবং এর সাথে ধর্মীয় উপকথা বা ইসলামী বিশ্বাসকে না মেলানো।

22/04/2025
🥰🥰
22/04/2025

🥰🥰

🤲💍 "হলফ করে বলতে পারি, একজন ভালো স্বামী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। সেই রহমতের জন্য আলহামদুলিল্লাহ।" 🖤
22/04/2025

🤲💍 "হলফ করে বলতে পারি, একজন ভালো স্বামী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। সেই রহমতের জন্য আলহামদুলিল্লাহ।" 🖤

চোখ এমন এক নিয়ামত, যেটার হক আদায় করা আমাদের দায়িত্ব। চোখ দিয়ে হারাম দেখা থেকে বাঁচাও, এই চোখই কিয়ামতের দিন সাক্ষী দ...
22/04/2025

চোখ এমন এক নিয়ামত, যেটার হক আদায় করা আমাদের দায়িত্ব। চোখ দিয়ে হারাম দেখা থেকে বাঁচাও, এই চোখই কিয়ামতের দিন সাক্ষী দেবে।" 🤲

২০১৩ সালে চীনের এক কারখানার কর্মী জে ওয়ে মারাত্মক এক দুর্ঘটনায় তার পুরো হাতটাই হারিয়ে ফেলেন। কিন্তু ডাক্তাররা হাল ছাড়েনন...
19/04/2025

২০১৩ সালে চীনের এক কারখানার কর্মী জে ওয়ে মারাত্মক এক দুর্ঘটনায় তার পুরো হাতটাই হারিয়ে ফেলেন। কিন্তু ডাক্তাররা হাল ছাড়েননি। তারা সেই কাটা হাতটিকে তার পায়ের সঙ্গে জুড়ে দেন, যেন রক্ত চলাচল বন্ধ না হয়, আর হাতটা বেঁচে থাকে!

হাতটি ছিল একেবারে অবশ, কারণ তখনও স্নায়ু যুক্ত হয়নি। তবে রক্ত চলাচলের কারণে হাতটি গরম থাকত। জে ওয়ে বলেন, তার পা স্বাভাবিকই লাগত, শুধু একটু ভারী মনে হতো।

এক মাস পর, সফল অস্ত্রোপচারে হাতটি আবার তার হাতে ফিরিয়ে আনা হয়। শুরুতে আঙুল নাড়াতে না পারলেও, ধীরে ধীরে স্নায়ু জোড়া লেগে গেলে হাতের কাজ আবার ফিরে পাওয়ার আশা ছিল। এটা শুধু একটা চিকিৎসার গল্প নয়, এটা এক অসাধারণ চেষ্টার আর মানুষের বিশ্বাসের গল্প!



“যেখানে ইচ্ছা, সেখানে উপায় —আর কিছু মানুষ সেই অসম্ভবকেই সম্ভব করে দেখায়!”

সোর্স :
The Guardian – “Chinese doctors attach severed hand to man's ankle to keep it alive”

BBC News – "Chinese man's severed hand grafted to ankle"
Collected

🕋 আল্লাহর উপর ভরসা রাখো 🕋যখন জীবন কঠিন হয়ে যায়, যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়, তখন শুধু একটি কথাই মনে রেখো —"যিনি ...
18/04/2025

🕋 আল্লাহর উপর ভরসা রাখো 🕋

যখন জীবন কঠিন হয়ে যায়, যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়, তখন শুধু একটি কথাই মনে রেখো —

"যিনি আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য আল্লাহই যথেষ্ট।"
📖 — (সূরা আত-তাওবাহ: ১২৯)

যে রব রাতের নিঃশব্দে তোমার চোখের অশ্রু গুনে রাখেন, সেই রব কখনোই তোমাকে ভুলে যান না। তাঁর পরিকল্পনা তোমার চিন্তার থেকেও অনেক সুন্দর।

⏳ ধৈর্য ধরো, দোয়া করো আর বিশ্বাস রাখো।
✨ ইনশাআল্লাহ ঠিক সময়ে, ঠিক যেটা তোমার জন্য ভালো — সেটাই তুমি পাবে।

🤲 আল্লাহ আমাদের সকলের ঈমান মজবুত করুন। আমিন।

Address

Hathazari Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share