SAYEM

SAYEM ধৈর্যধারণ করো। আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না!" [সূরা হুদ: ১১৫]

12/12/2024

Starting morning with Fazar and Quran🫀📿

08/12/2024

হে আল্লাহ! আমাদের শাম ও ইয়ামেনকে বরকতময় করে দিন। - আল হাদিস

30/11/2024

নারীদের পোশাক পরা নিয়ে যা বললেন জামায়াতের আমীর..

আমীরে জামায়াতের বক্তব্যকে যারা বিকৃতভাবে উপস্থাপন করছেন তাদের জন্য। বিরোধিতা করতে গিয়ে জু*লু*ম করা মুমিনের জন্য শোভনীয় নয়। সেটা কোনো অমুসলিমের ক্ষেত্রে হলেও। হলুদ মিডিয়ার সাথে আমরা যেন যুক্ত না হই।

আল্লাহর নিকট মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি।
29/11/2024

আল্লাহর নিকট মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি।

নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অ*শ্লী*ল*তা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে য*ন্ত্রণা*দায়ক আ...
21/11/2024

নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অ*শ্লী*ল*তা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে য*ন্ত্রণা*দায়ক আযাব।

• সূরা আন-নূর,আয়াত:১৯

20/11/2024

মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা
- Abu Taw Haa Muhammad Adnan

বিয়ের ক্ষেত্রে শুধু দ্বীন-দ্বীন ম্যাচিং হলেই ব্যাপারটা ফর গ্যারেন্টেড হয়ে না যে সম্পর্ক টিকে যাবে।কিংবা উচ্চতা-বয়স-সৌন্দ...
18/11/2024

বিয়ের ক্ষেত্রে শুধু দ্বীন-দ্বীন ম্যাচিং হলেই ব্যাপারটা ফর গ্যারেন্টেড হয়ে না যে সম্পর্ক টিকে যাবে।

কিংবা উচ্চতা-বয়স-সৌন্দর্য্য পারিবারিক কুফু, স্ট্যাটাস হ্যান ত্যান ইত্যাদি ম্যাচিং এর পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপার টা তা হলো "মেন্টালিটি ম্যাচ করা" - অর্থাৎ দুজনের চিন্তা ভাবনা এক ধরণের।

অনেক দ্বীনদার কাপল এরও ডিভোর্স হয়ে যায়। প্রথম শ্রেণীর সাহাবা গণেরও এমন হয়েছিল, উভয় পক্ষই দ্বীনদার, ডিভোর্স হয়ে গেছে। এর কারণ - জাস্ট ইট ডিড নট ওয়ার্ক।

এজন্য বিয়ের আগে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে মেন্টালিটি বুঝে নেওয়া জরুরী। দেখা গেলো ভবিষ্যত সন্তানের ব্যাপারে একজনের স্বপ্ন মুজাহিদ/ আলেমা, আরেকজনের স্বপ্ন ডাক্তার/ ইঞ্জিনিয়ার।

- ভবিষ্যত সন্তানের ব্যাপারে কী স্বপ্ন?
- উম্মাহ কে নিয়ে কার কেমন প্ল্যান?
- দুনিয়ার প্রতি আগ্রহ কার কতটুকু, কী কী হতেই হবে, কী কী না হলেও হবে। কীসের ছাড় দেওয়া যাবে, কিসে না।
- পাত্র কেমন বউ চায় যে বিয়ের পর বউ এই এই করুক, এই টাইপ হবে, পাত্রী কেমন বর চায় যে বিয়ের পর হাজবেন্ড এই এই করুক, এই টাইপ হবে এগুলোও মনের মধ্যে কথা জমিয়ে না রেখে জানিয়ে দিতে হবে।

না বলে ভেতর রেখে দিলে, পরে বিয়ের পর একটু একটু করে বুঝতে গেলে, চিনতে গেলে, প্রায় কাজে দুজনের থিংকিং আলাদা, এভাবে আসলে বেশি দূর আগানোও যায় না। মেন্টালিটি মিনিমাম যতটুকু ম্যাচ করার প্রয়োজন ততটুকু না করলে সম্পর্ক টিকানো কঠিন।

তাই এগুলো মাহরাম এর উপস্থিতিতে হোক, কিংবা মাহরাম কে দূরে রেখে , নিজেরা একটু দূরে বসে হোক (যদি কনফিডেন্টাল কোন কথা থাকে, যা মাহরামের সামনে বলা যাবে না) বা লিখিত আকারে যেভাবেই হোক, পরস্পরের জেনে নিতে হবে।

মেন্টালিটি যতটুকু ম্যাচিং করে, বাকীটা যদি এডজাস্ট করে নেওয়া যায় বলে মনে হয়, তাহলে আগালে বিচ্ছেদের সম্ভাবনা টা অনেক খানিই কমে যায়।

আর এরপরও কিছু বিচ্ছেদ হবে, সেটা তকদীর।

18/11/2024

বোন তুমি একবার চিন্তা করো!✨🤍

18/11/2024

Alhamdulillah

Be with someone who chooses youamong billions 💞
18/11/2024

Be with someone who chooses you
among billions 💞

18/11/2024

ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয়...!
কিন্তু ভালোবাসা একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়..!
আরো গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস, সম্মান এবং আনুগত্য 🌸

Address

Maijdee Court,
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when SAYEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAYEM:

Share

Category