নাঙ্গলকোট ফান ফেইজ

নাঙ্গলকোট ফান ফেইজ Well come to নাঙ্গলকোট ফান ফেইজ......all are nangalkot friends to invited

সুখবর! সুখবর! সুখবর!🚌🚌🚌নাঙ্গলকোট থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাস সার্ভিস শুরু নাঙ্গলকোটের শিক্ষার্থীদের জন্য সু...
11/08/2025

সুখবর! সুখবর! সুখবর!
🚌🚌🚌নাঙ্গলকোট থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাস সার্ভিস শুরু

নাঙ্গলকোটের শিক্ষার্থীদের জন্য সুখবর!
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ নাঙ্গলকোট এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে। আজ থেকেই এই সুবিধা কার্যকর হবে, যা শিক্ষার্থীদের সহজে ও নিরাপদে কলেজে পৌঁছাতে সহায়তা করবে।

📍 বাস ছাড়ার স্থান

নাঙ্গলকোট বটতলা সিএনজি স্টেশন থেকে বাস ছাড়বে।

⏰ বাস ছাড়ার সময়

প্রতিদিন সকাল ৭:১৫ মিনিটে বাস রওনা হবে।

ℹ️ গুরুত্বপূর্ণ তথ্য

চলতি সপ্তাহে কলেজ কর্তৃপক্ষ যাতায়াতকারী শিক্ষার্থীর সংখ্যা যাচাই করবে।

যদি যাত্রী সংখ্যা কম হয়, তবে বাস সার্ভিসটি বাতিল করা হতে পারে।

তাই নাঙ্গলকোটের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সকল শিক্ষার্থীকে এই বাস সার্ভিস ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।

📢 অনুরোধ: আপনার পরিচিত ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের এই খবরটি জানিয়ে দিন, যাতে সবাই এই সুবিধা নিতে পারে।

Comilla.TV

28/07/2025

আলহামদুলিল্লাহ নাঙ্গলকোট ফায়ার সার্ভিস এর কাজ চালু হতে যাচ্ছে বিগত সময়ের সকলের ব্যর্থতা কাটিয়ে অবশেষে নাঙ্গলকোটের ফায়ার সার্ভিস

অনেকদিন পর মনের মত একটা খেলা দেখলাম আজকে খুব ভালো লাগছে
22/07/2025

অনেকদিন পর মনের মত একটা খেলা দেখলাম আজকে
খুব ভালো লাগছে

18/07/2025

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807 #, রবি *4*1807 #, বাংলালিংক *121*1807 #, টেলিটক *111*1807 #

16/07/2025

নাঙ্গলকোটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

16/07/2025
কুমিল্লার নাঙ্গলকোট স্টেশনের কাছে চট্টলা এক্সপ্রেস ট্রেন। একটু পর দেবে যাত্রাবিরতি। এদিকে চট্টগ্রাম যাওয়ার জন্য নাঙ্গলকো...
14/07/2025

কুমিল্লার নাঙ্গলকোট স্টেশনের কাছে চট্টলা এক্সপ্রেস ট্রেন। একটু পর দেবে যাত্রাবিরতি। এদিকে চট্টগ্রাম যাওয়ার জন্য নাঙ্গলকোট স্টেশনে অপেক্ষমান যাত্রীরা। কিন্তু বিধি বাম! কিছু সময় ধরে ব্যাগ গোছানো যাত্রীরা নামতে পারলেন না, উঠতে পারলেন না অপেক্ষমানরাও। চোখের সামনেই ট্রেন চলে গেল অন্য স্টেশনে।

চট্টলা এক্সপ্রেস ট্রেন এর সময়সূচি।টাইম টেবিল-54, যা 10 মার্চ 2025 থেকে কার্যকর।
18/03/2025

চট্টলা এক্সপ্রেস ট্রেন এর সময়সূচি।

টাইম টেবিল-54, যা 10 মার্চ 2025 থেকে কার্যকর।

মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন..টাইম লাইনে রেখে দিতে পারেন--♦️১)  #উত্তরা_উত্তর (Uttara North): ...
18/02/2025

মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন..
টাইম লাইনে রেখে দিতে পারেন--
♦️১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।
♦️২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
♦️৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
♦️৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৮০ টাকা।
♦️৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৭০ টাকা।
♦️৬) #মিরপুর_১০ (Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
♦️৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
♦️৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
♦️৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
♦️(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
♦️(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
♦️(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
♦️(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭

✅ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনে🚆 সময়সূচিঃযারা ট্রেনে ভ্রমণ করেন টাইমলাইনে রেখে দিতে পারেন ১) বলাকা ভোর ৪:৪৫ মিনিট২) দেও...
06/02/2025

✅ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনে🚆 সময়সূচিঃ
যারা ট্রেনে ভ্রমণ করেন টাইমলাইনে রেখে দিতে পারেন

১) বলাকা ভোর ৪:৪৫ মিনিট
২) দেওয়ানগঞ্জ কমিউটার ৫:৪০ মিনিট
৩) ধুমকেতু ৬:০০ সকাল
৪) পারাবত ৬:৩০ মিনিটমিনিট
৫) নীলসাগর ৬:৪০ মিনিট
৬) সোনার বাংলা ৭:০০ মিনিট
৭) এগারো সিন্দুর প্রভাতি ৭:১৫ মিনিট
৮) তিস্তা ৭:৩০ মিনিট
৯) মহানগর প্রভাতি ৭:৪৫ মিনিট
১০) সুন্দরবন ৮:০০ মিনিট
১১) মহুয়া ৮:১৫ মিনিট
১২) কর্নফুলি কমিউটার ৮:৪৫ মিনিট
১৩) রংপুর এক্সপ্রেস ৯:১০ মিনিট
১৪) তিতাস ৯:৪৫ মিনিট
১৫) একতা ১০:১০ মিনিট
১৬) জামালপুর এক্সপ্রেস ১০:৩০ মিনিট
১৭) কিশোরগঞ্জ এক্সপ্রেস ১০:৪৫ মিনিট
১৮)জয়ন্তিকা এক্সপ্রেস ১১:১৫ মিনিট
১৯)অগ্নিবীণা এক্সপ্রেস ১১:৩০ মিনিট
২০)রাজশাহী এক্সপ্রেস ১২:২০ মিনিট
২১)চট্টলা এক্সপ্রেস ০১:৪৫মিনিট
২২)মোহনগঞ্জ এক্সপ্রেস ১:১৫ মিনিট
২৩)বনলতা এক্সপ্রেস ১:৩০ মিনিট।
২৪)সিল্ক সিটি এক্সপ্রেস ২:৪৫ মিনিট
২৫) কালনী এক্সপ্রেস ২:৫৫ মিনিট।
২৬)উপকূল এক্সপ্রেস ৩:১০ মিনিট
২৭)জামালপুর কমিউটার ৩- ৪০ মিনিট
২৮) সিরাজগঞ্জ এক্সপ্রেস ৪ঃ১৫ মিনিট
২৯)সুবর্ণ এক্সপ্রেস ৪:৩০ মিনিট
৩০)যমুনা এক্সপ্রেস ৪:৪৫ মিনিট
৩১)চিলাহাটি এক্সপ্রেস ৫:০০ টা
৩২) তুরাগ কমিউটার ৫:২০ মিনিট
৩৩) তিতাস কমিউটার ৫:৪৫ মিনিট।
৩৪) টাঙ্গাইল কমিউটার ৬:০০মিনিট
৩৫))ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৬ঃ১৫ মিনিট
৩৬)এগারোসিন্দুর ৬ঃ৪০ মিনিট।
৩৭)চিত্রা এক্সপ্রেস ৭:৩০ মিনিট।
৩৮)নোয়াখালী এক্সপ্রেস ৭:১৫ মিনিট
৩৯)ভাওয়াল এক্সপ্রেস ৭:৩৫ মিনিট
৪০) দ্রুতযান এক্সপ্রেস রাত ০৮:০০ মিনিট।
৪১) উপবন এক্সপ্রেস রাত ৮-৩০ মিনিট
৪২)কুড়িগ্রাম এক্সপ্রেস ৮:৪৫ মিনিট।
৪৩)সুরমা মেইল রাত ৯-০০
৪৪)মহানগর এক্সপ্রেস রাত ৯ -২০ মিনিট
৪৫)লালমনি এক্সপ্রেস রাত ৯ঃ৪৫ মিনিট
৪৬)হাওড় এক্সপ্রেস রাত ১০:১৫ মিনিট
৪৭) চট্টগ্রাম মেইল রাত ১০ টা ৩০ মিনিট
৪৮)পঞ্চগড় এক্সপ্রেস ১১:৪৫ মিনিট।
৪৯)পদ্মা এক্সপ্রেস রাত ১০:৪৫ মিনিট রাত
৫০)বেনাপোল এক্সপ্রেস ১১-১৫ মিনিট
৫১) তৃর্না নিশিথা ১১-১৫মিনিট
৫২) মধুমিতা এক্সপ্রেস ৩:০০ মিনিট
৫৩)কক্সবাজার এক্সপ্রেস ১০:৪০ মিনিট রাত
৫৪)পর্যটক এক্সপ্রেস ৬:১৫ মিনিট সকাল
৫৫)সিরাজগঞ্জ এক্সপ্রেস :৪:১৫
৫৬)

08/09/2024

নাঙ্গলকোট যৌথ বাহীনির মোবাইল
নাম্বার 01769510111.

বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখানে আবেদন করেন https://www.facebook.com/share/5jTj5AT8wHqtHBBT/?mibextid=oFDknk
02/09/2024

বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখানে আবেদন করেন
https://www.facebook.com/share/5jTj5AT8wHqtHBBT/?mibextid=oFDknk

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

Address

Nangalkot
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাঙ্গলকোট ফান ফেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category