রেডিও চুয়েট - Radio CUET

রেডিও চুয়েট - Radio CUET Radio CUET is a cultural entity of CUET, which highlights CUET's talents and voices up for students.

27/05/2025

ইমেইলে অহন ছদ্মনাম ব্যবহার করে আমাদেরকে চিঠি পাঠিয়েছিল একজন। সেই চিঠি লাইভ হয়েছিল আমাদের প্রথম শো তে।

24/05/2025

Shironamhin এর একটা গান প্রত্যেককে বছরের পর বছর নস্টালজিক ফিল করায়- ক্যাফেটেরিয়া। অনেকেরই মন চায় ছুটে পুরনো বন্ধুদের নিয়ে শত স্মৃতিমাখা ক্যাম্পাসটা ঘুরে আসতে। তাই আজো ক্যাম্পাসে মাঝে মাঝেই '৯৩-'৯৪ ব্যাচের অনেকগুলো গ্রুপকে একসাথে দেখা যায়, বিভিন্ন কোণায় আড্ডা দিতে দেখা যায়।

শিহাব-তানজিমের গলায়, অরিন্দমের always-complicated কাহনে, আর পিয়ালের অদ্ভুত সুন্দর গিটার সোলোতে এই গান লাইভ পারফর্ম করা হয়েছিল আমাদের শেষ লাইভ শো তে। সেই গান এর উপরে চুয়েটের ক্যাফেটেরিয়াগুলোর বিভিন্ন চুয়েটিয়ানদের তোলা ক্যাফেটেরিয়ার সুন্দর কিছু ছবি যুক্ত করে একটা ভিডিও বানিয়েছে জিশান।

আপনার চিঠি, কবিতা পাঠিয়ে দিন আমাদের মেইল [email protected] এ। সেগুলো থেকে বাছাইকৃতগুলো পড়ে, আবৃত্তি করে, বা ফ্লায়ারের মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা আছে আমাদের। এবং নতুন একটি ইভেন্ট এর কাজ চলমান রয়েছে!

22/05/2025

Our sincere tribute to all of our beloved band Kaaktaal, who has decided to end their journey. This is a part from our Live Show of "20-05-2025".

You'll get to listen to our first show from our pages's given source. We are soon coming up with our plans of a Musicial Week event very soon. We'll also be recruiting RJs and Performers for Radio CUET, along with options to interact with us.

And you can always send us what you write- in forms of stories, poems, lyrics, scripts, show ideas, frustrations, confessions, letters and many more (satire's too!) in our email: [email protected] anytime.

19/05/2025

Hey! Thanks to all who haven’t slept till 2:21 AM to listen to us. Please let us know what you have felt. We have lined up a lot of amazing shows (Also, Audiotheaters!) that is going to come up and we will pave way to CUETIans to join with us, both in live and recorded format.

Comment below! See you soon!

Good night!
20-05-2025

19/05/2025

Hey everyone! The rain is starting and we were broadcasting from outdoor. However, whatever problem comes, the show must go on. We are coming soon. We will request everyone who has belived in us. Thank you.

We are coming within some minutes. Please wait! And this rain and Facebook Issues is making this day memorable for us all.

আমরা আসছি ১২:৩০ এ আর মাত্র কিছুক্ষণ......
19/05/2025

আমরা আসছি ১২:৩০ এ
আর মাত্র কিছুক্ষণ......

আসছি ঠিক রাত ১২ টায় ! সাথে থাকছেন একজন অতিথি।আড্ডা হবে, গান-আবৃত্তি হবে, হবে মজার সব গল্প।Stay Tuned with রেডিও চুয়েট - ...
19/05/2025

আসছি ঠিক রাত ১২ টায় !
সাথে থাকছেন একজন অতিথি।

আড্ডা হবে, গান-আবৃত্তি হবে, হবে মজার সব গল্প।

Stay Tuned with রেডিও চুয়েট - Radio CUET

16/05/2025

Radio CUET!

আজ, ২০২৫ খ্রিস্টাব্দের ১৬ মে, আমরা আমাদের যাত্রারম্ভ করছি। চুয়েটের এপিঠ ওপিঠ সবপিঠ নিয়েই থাকবো আমরা।

আগামী সোমবার আমাদের প্রথম প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। গান, সংবাদ, হাসি-ঠাট্টার পাশাপাশি এই যাত্রারম্ভের সাক্ষী করতে আমরা সকলের থেকে চিঠি খুজছি
তোমার গল্প, তোমার ভাবনাই হবে এবার আমাদের কনটেন্টের বাক্স !

একটু সাহসের অভাবে ভাবনাগুলো শাব্দিক রূপ পায় না।
আমরা চাই সেই না-বলা কথাগুলো শুনতে—
তোমার লেখা একখানা চিঠিতে।

শুভেচ্ছা বার্তা, গল্প, ফ্রাস্ট্রেশন, না বলা কথা, প্রেম, বিচ্ছেদ, কিংবা কনফেশন- সব লিখে পাঠিয়ে দিতে পারো আমাদের ইমেইলে বা ফেসবুক পেইজে।প্রেরক প্রাপকহীন শব্দগুলো ঠিকই তার গন্তব্য খুঁজে নিবে।

ইমেইল: [email protected]

দেখা হবে সোমবার রাতে! চিঠিতে যেকোনো বিষয় নিয়ে লেখা গ্রহণযোগ্য!কারণ--
চুয়েটে সব চলেএএ!

ক্লাসের ঘুম, ক্যাম্পাসের গল্প, করিডোরের কাহিনি,আর ডিপার্টমেন্ট ওয়াই-ফাইতে লুকিয়ে শোনা গান সবটাই এক সময় বাজতো রেডিও চুয়েট...
15/05/2025

ক্লাসের ঘুম, ক্যাম্পাসের গল্প, করিডোরের কাহিনি,
আর ডিপার্টমেন্ট ওয়াই-ফাইতে লুকিয়ে শোনা গান

সবটাই এক সময় বাজতো রেডিও চুয়েটে।
তারপর হঠাৎ থেমে গেল...
চুয়েটের বাতাসটা যেন একটু কম জীবন্ত হয়ে গেল।

চুপ ছিলো, কিন্তু হারিয়ে যায়নি।
যে কণ্ঠস্বর নিঃশব্দ হয়ে গিয়েছিলো,আবার ফিরছে নতুন চেতনায়, নতুন কণ্ঠে, নতুন উত্তাপে!

যেটা চুয়েটের, সেটা আবার চুয়েটেই ফিরে আসে।
তাই রেডিও চুয়েটও আসছে আবার!
নতুন ভাবনা, নতুন রূপ
কিন্তু সেই পুরনো চুয়েটিয়ান স্পিরিট নিয়েই!

গল্প, গান, কবিতা, গুজব, গুণগুণ — সব কিছুই থাকছে,
আর থাকছে চুয়েটিয়ানদের এক গাল প্যাচাল, দুই গাল ইমোশন আর অফুরন্ত ভালোবাসা।

ঘড়ির কাঁটা যখন ছুঁবে রাত ১২টা— চুয়েট আবার কাঁপবে!
প্রস্তুত থাকো, চমক আসছে!
রেডিও চুয়েট: পুরনো সেই অনুভূতির নতুন তরঙ্গ!

Address

Chittagong University Of Engineering And Technology
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেডিও চুয়েট - Radio CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category