
12/08/2025
চলে এলো আমাদের সাথে যুক্ত হওয়ার উপায়!
৬টি বিভাগে রিক্রুটমেন্ট নিয়ে আমাদের রিক্রুটমেন্ট জার্নি আমরা শুরু করছি। সেই ৬টি বিভাগ হলোঃ
- রেডিও জকি
- ভিডিও এডিটর
- গ্রাফিক ডিজাইনার
- ভয়েস আর্টিস্ট (অডিও থিয়েটার, মিমিক্রি বা ক্রিয়েটিভ কন্টেন্ট এর)
- সাউন্ড ইঞ্জিনিয়ার (সাউন্ড মিক্সিং)
- গ্রাফিক ডিজাইনার
- স্ক্রিপ্ট রাইটার
আগ্রহ থাকলেই যুক্ত হতে পারবে যে কেউ, পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
ফর্মের লিঙ্ক কমেন্টে থাকছে!
প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অত্যাবশকীয় শো ছাড়াও কিছু এক্সট্রা শো থাকবে। সপ্তাহে গড়ে ২০ ঘন্টার বেশি কাজ থাকবে না।
[শীঘ্রই গান থেকে শুরু করে অন্যান্য সাংস্কৃতিক বিভাগগুলোর জন্য ও রিক্রুটমেন্ট শুরু হবে। ততদিন পর্যন্ত শুনতে থাকো রেডিও চুয়েটের শোসমূহ।]