Razu Ahmed

Razu Ahmed লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.) Blood Group - A+
Country : Bangladesh
Constitution : Al- Quran
(1)

23/08/2025

তোমার বিশ্বাসের কাছে আমি একবার নয় বহুবার হেরে গিয়েও আশায় বেঁচে ছিলাম।
তবে আজ মনে হচ্চে এতোটা পথ আসা ঠিক ছিলো না। জীবন আরও একবার শিখিয়ে দিলো সব ভুলের ক্ষমা করতে নেই।

10/08/2025

ততোটাই নিরব হয়ে বাঁচতে চাই যতোটা নিরব হলে কারো শত্রু হতে হয় না।
Sorry For Everything 🙏

06/08/2025

আমার জীবনযাত্রা সবার চেয়ে ভিন্ন, কারন আমি আশায় বাঁচি না, জেদে বাঁচি 😎


01/08/2025

জীবন একটা ক্যানভাস, তুমি যে রঙ দিয়ে আঁকবে, তাই হবে তোমার গল্প। সাহস আর ভালোবাসা দিয়ে তুমি এটাকে রঙিন করো দেখবে জীবনের গতি বদলে যাবে।



30/07/2025

বিচ্ছেদে দুঃখ নয় আনন্দ পাওয়া দরকার।
কারণ বিচ্ছেদের পরেই আপনি নতুনত্বের সুযোগ পাবেন।🙈🙈🙈


29/07/2025

ফেসবুকে মাইনষের নাটক দেখতে দেখতে, নিজের জীবনের এক্সের নাটক করার দৃশ্য গুলো ভুলে গিয়ে আবার প্রেমে পড়ে যাচ্ছি অন্য বেডির🤭



28/07/2025

এতো দিন তার সাথে কথা না হলে নিজের প্রতি অপরাধবোধ মনে হতো। কিন্তু যে কারণে অপরাধবোধ হতো সে কারণটা ছিলো আমার কাল্পনিক সত্য যার কোনই বাস্তবিক সত্যতা ছিলোনা।তবে আজ সেই কাল্পনিক সত্যের অবশান হলো সাথে অবশান হলো অহেতুক অপরাধবোধের।


27/07/2025

“জীবন হলো এক অসমাপ্ত পাঠ — প্রতিটি দিনই একটি নতুন অধ্যায়।”

— পাওলো কোয়েলহো

26/07/2025

একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ তার সবচেয়ে পছন্দের মানুষকে ভুলে যাওয়া শুরু করে।

25/07/2025

প্রকৃতপক্ষে মানুষ কখনও ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়।



(জাতিসংঘ কার্যালয় নিয়ে জনসচেতনতা তৈরির বিকল্প নাই। কিন্তু কী কী কারণে আমরা এর বিরুদ্ধে সেটা জানা প্রয়োজন। বেশি বেশি কপি-...
20/07/2025

(জাতিসংঘ কার্যালয় নিয়ে জনসচেতনতা তৈরির বিকল্প নাই। কিন্তু কী কী কারণে আমরা এর বিরুদ্ধে সেটা জানা প্রয়োজন। বেশি বেশি কপি-শেয়ার করে ছড়িয়ে দিন)

আমরা কেন বাংলাদেশে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক পরিষদের কার্যালয় খোলার বিপক্ষে?
এই বিরোধিতার শক্ত এবং যৌক্তিক গ্রাউন্ড আছে।
এদের কান্ট্রি অফিস সাধারণত যুদ্ধবিধ্বস্ত বা প্রাকৃতিক বা মানবিক দুর্যোগে আক্রান্ত দেশগুলোতে খোলা হয়। বুরকিনা ফাসো, নাইজার, ফিলিস-৩, cরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন- এই ধরণের দেশে। বাংলাদেশে এমন কোন পরিস্থিতি নেই। বাংলাদেশে এদের কান্ট্রি অফিস খোলার যৌক্তিকতা নেই।
দক্ষিণ এশিয়ার অনেক দেশেই ওএইচসিএইচআর-এর অফিস খোলার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। বিশেষত শ্রীলংকা ও নেপাল বহু চাপের মুখেও তাদের দেশে মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খুলতে দেয়নি। বাংলাদেশে কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে এই অফিস খুলতে দেয়া হবে?
বাংলাদেশ নানা ধরনের জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের মধ্যে আছে। মিয়ানমারে গৃহযুদ্ধকে কেন্দ্র করে পরাশক্তিদের প্রক্সি লড়াই চলছে। এখানে অ্যামেরিকা, চীন এবং ডারতের স্বার্থের নানা ধরনের দ্বন্দ্ব আছে। মার্কিনীদের বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য হল এই গৃহযুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করে চীনকে এখানে বেকায়দায় ফেলা।
অন্যদিকে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে। আবার আমরা মাঝেমাঝেই শুনি বঙ্গোপসাগর, সেইন্ট মার্টিন নিয়েও অনেকের নাকি আগ্রহ আছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশে এই অফিস খোলার সিদ্ধান্ত এই যমীনের নিরাপত্তা এবং অখণ্ডতার ব্যাপারে শঙ্কিত করে।
এছাড়া জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ঘোষনা দিয়ে এলজি টিভি এজেন্ডার প্রচার ও প্রসার করে। এটা তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছে। বিকৃতিকে এরা অধিকার মনে করে। নিজেদের ভ্রান্ত চিন্তা বাকি পৃথিবীর ওপর তারা চাপিয়ে দিতে চায়। এরা যৌন উপনিবেশবাদ কায়েম করতে চায়।
আমরা অনেক দিন ধরে এই এলজি টিভি এজেন্ডার বিরুদ্ধে কাজ করে আসছি। আওয়ামী জাহেলিয়াতের সময়ও ব্যক্তিগত ঝুঁকি নিয়ে এগুলো নিয়ে লেখালেখি করেছি। নানা ভাবে জনসচেতনতা তৈরি করেছি।
বাংলাদেশের অনেক মানুষ জানেন না, কিন্তু জাতিসঙ্ঘ থেকে বাংলাদেশকে বারবার যৌন বিকৃতির বৈধতা দেয়ার জন্য, দন্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করার জন্য চাপ দেয়া হচ্ছে। ২০০৯ এ জাতিসঙ্ঘের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউতে ৩৭৭ ধারা বাতিলের সুপারিশ করা হয়।
২০১৩ এর ফেব্রুয়ারিতে বিকৃতি যৌনতার পক্ষে কাজ করা দেশী অ্যাক্টিভিস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশ গিয়ে বক্তব্য দিয়ে এসেছে।
আওয়ামী জাহেলিয়াতের সময় বাংলাদেশে হাজারো মানুষ গুম-খুনের স্বীকার হয়েছে। তাদের পক্ষ থেকে কাউকে কি জাতিসঙ্ঘে নিয়ে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়নি।
কিন্তু বিকৃত যৌনতায় লিপ্ত ব্যক্তিদের দেশী বিদেশী এনজিওরা ভাড়া করে জাতিসঙ্ঘে নিয়ে গেছে। এই এনজিওদের মাধ্যমেই পাঠ্যবইয়ে শরীফ শরীফার গল্প এসেছে।
অর্থাৎ এইসব আন্তর্জাতিক সংস্থা, এবং দেশী-বিদেশী এনজিও এদের একটা নেক্সাস আছে। যারা সুপরিকল্পিতভাবে আমাদের মতো দেশগুলোতে মানবাধিকারের নামে বিকৃতি প্রমোট করে।
ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয় কমিশনের কার্যালয় হলে এই বিকৃতির প্রমোশান কোন পর্যায়ে পৌঁছাবে ভাবুন তো।
কাজেই এই কার্যালয় প্রতিষ্ঠা সিদ্ধান্তের আমরা বিরোধিতা করি।
জনগণের ঈমান আকীদা, তেহযীব-তামাদ্দুনের বিরুদ্ধে গিয়ে, কওম ও যমীনের স্বার্থের বিরুদ্ধে গিয়ে একতরফাভাবে এ সিদ্ধান্ত নেয়ার কোন অধিকার ড ইউনুসের নেই, তার ক্যাবিনেটের নাই। ছাত্র উপদেষ্টাদের নেই। কোন রাজনৈতিক দলেরও নেই। এটা মূলত এনজিও লবির লোকেদের মাধ্যমে নেয়া সিদ্ধান্ত।
হাসিনার আমলে যেভাবে ইচ্ছেমতো নানা সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হতো, ঠিক একইভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসিনা যেভাবে ট্রানসিটের নামে করিডোর দিয়েছিল। যেভাবে দেশের বড় বড় সেক্টর আদানীদের হাতে তুলে দিয়েছিল, সেইভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে।

এটা কোনভাবেই মেনে নেয়ার মতো না।
(Collected)




Address

Maijdee Court,
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Razu Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share