Rupa Vlog

Rupa Vlog জীবনের খারাপ সময় গুলো যখন একান্ত নিজের,
তাহলে জীবনের ভালো সময় গুলো একান্তই
নিজের হোক..�

বোন — এই শব্দটার মধ্যেই যেন এক রকম শান্তি, ভালোবাসা আর নির্ভরতার ছায়া লুকিয়ে থাকে। সে কখনো মা হয়ে আদর করে, কখনো বন্ধু হয়...
03/08/2025

বোন — এই শব্দটার মধ্যেই যেন এক রকম শান্তি, ভালোবাসা আর নির্ভরতার ছায়া লুকিয়ে থাকে। সে কখনো মা হয়ে আদর করে, কখনো বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, আবার কখনো খুঁনসুটিতে মনের সব কথা বলে ফেলে।ছোটবেলায় একসাথে খেলা, ঝগড়া, আবার পরক্ষণেই মান-অভিমান ভোলা — এসবই বোনের সাথে সম্পর্ককে আরও মজবুত করে তোলে। বড় হয়ে যখন জীবন নানা ব্যস্ততায় জড়িয়ে পড়ে, তখন বুঝি — বোন মানে নির্ভেজাল এক আশ্রয়।
বোনের হাসিতে শান্তি, চোখের জলেও ভালোবাসা। সে হয়তো অনেক কিছু না বলেই বুঝে নেয়, হয়তো নিজের কষ্ট লুকিয়ে অন্যের পাশে দাঁড়ায়। সে শুধু একটা সম্পর্ক না, সে একটা অনুভব — যার কোনো তুলনা নাই....
"তুই শুধু বোন না, তুই আমার জীবনের সবচেয়ে নির্ভরতার নাম।
" Happy Sister's Day "

খালামনি হওয়া – হৃদয়ের এক নতুন পরিচয়যেদিন প্রথম শুনলাম, আমি খালামনি হয়েছি—হৃদয়টা কেঁপে উঠেছিল আনন্দে। মনে হয়েছিল, যেন আমা...
02/08/2025

খালামনি হওয়া – হৃদয়ের এক নতুন পরিচয়
যেদিন প্রথম শুনলাম, আমি খালামনি হয়েছি—হৃদয়টা কেঁপে উঠেছিল আনন্দে। মনে হয়েছিল, যেন আমার জীবনে নতুন এক সূর্য উঠেছে,যার আলোয় আমি নতুন করে বাঁচতে শিখছি।ওর ছোট ছোট আঙুল, নরম মুখ, নিষ্পাপ চোখ—সব কিছুতেই এক অলৌকিক মায়া।যখন “খালামনি” বলে ডাকে, তখন মনে হয় পৃথিবীর সব প্রাপ্তি এই এক ডাকে পূর্ণ হয়ে গেছে।
আমি মায়ের মতো চিন্তা করি, বোনের মতো যত্ন করি,
বন্ধুর মতো খুনসুটি করি, আর নিজের মতো করে ভালোবাসি।খালামনি হওয়া মানে নিজের ভেতরে আরেকটা কোমল মা লুকিয়ে রাখা।
যে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসে,
তার প্রতিটি হাসি-কান্নায় নিজেকে জড়িয়ে ফেলে। ❤️🤗 আমার ছোট্ট মা🤗❤️

01/08/2025

"ছোট বোন যেন একটা রঙিন খুশির বাক্স। যখনই মন খারাপ থাকে, ওর একটা হাসি সব দুঃখ মুছে দেয়।
সে শুধু আমার বোন নয়, সে আমার বন্ধু, আমার গোপন সহচর, আমার জীবনের একটা অমূল্য অংশ।"

01/08/2025

মা মানে শান্তি, মা মানে ভালোবাসার আরেক নাম।
তুমি আছো বলেই আমার পৃথিবী এখনো এত সুন্দর।
জীবনের সব ব্যস্ততার মাঝেও মায়ের একটা ফোন যেন পুরো দিনটাকে বদলে দেয়।
তোমার কণ্ঠেই মিলে আমার সব শান্তি, মা।
তুমি পাশে থাকলে আমি সব কষ্ট ভুলে যাই।
তুমি না বললেও বুঝে যাও আমার মনখারাপ, আর সেদিনের খাবারে থাকে তোমার বাড়তি যত্ন।
এটাই মা—নিঃস্বার্থ ভালোবাসার অপর নাম।
#মা

"বোন মানে শুধু একটা সম্পর্ক নয়,বোন মানে একটা ছায়া —যে তোমার দুঃখ বুঝে ফেলে মুখ না দেখেই,যে তোমার না বলা কথাগুলোও বুঝে নি...
30/07/2025

"বোন মানে শুধু একটা সম্পর্ক নয়,
বোন মানে একটা ছায়া —
যে তোমার দুঃখ বুঝে ফেলে মুখ না দেখেই,
যে তোমার না বলা কথাগুলোও বুঝে নিতে পারে।
তুমি যখন ভেঙে পড়ো, সে তোমার জন্য শক্ত হয়ে দাঁড়ায়।
সে হয়তো সবসময় পাশে থাকে না,
কিন্তু তার মমতা ঠিক সময়মতো এসে জড়িয়ে ধরে।
বোনের ভালোবাসা নিঃশর্ত — কারণ তাতে স্বার্থ নেই, শুধু হৃদয় আছে..."

Address

Chakaria
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Rupa Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share