
03/08/2025
বোন — এই শব্দটার মধ্যেই যেন এক রকম শান্তি, ভালোবাসা আর নির্ভরতার ছায়া লুকিয়ে থাকে। সে কখনো মা হয়ে আদর করে, কখনো বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, আবার কখনো খুঁনসুটিতে মনের সব কথা বলে ফেলে।ছোটবেলায় একসাথে খেলা, ঝগড়া, আবার পরক্ষণেই মান-অভিমান ভোলা — এসবই বোনের সাথে সম্পর্ককে আরও মজবুত করে তোলে। বড় হয়ে যখন জীবন নানা ব্যস্ততায় জড়িয়ে পড়ে, তখন বুঝি — বোন মানে নির্ভেজাল এক আশ্রয়।
বোনের হাসিতে শান্তি, চোখের জলেও ভালোবাসা। সে হয়তো অনেক কিছু না বলেই বুঝে নেয়, হয়তো নিজের কষ্ট লুকিয়ে অন্যের পাশে দাঁড়ায়। সে শুধু একটা সম্পর্ক না, সে একটা অনুভব — যার কোনো তুলনা নাই....
"তুই শুধু বোন না, তুই আমার জীবনের সবচেয়ে নির্ভরতার নাম।
" Happy Sister's Day "