Zire Point 4

Zire Point 4 Ziro Point 4

মাত্র ১৯৯৯/- টাকায় লামা বান্দরবান, সুখ বিলাস ,একটি রাত পাহাড়ের চূড়ায়। ভ্রমনের সময় সূচি: ➡️যাত্রা শুরুঃ  চট্টগ্রাম থ...
05/08/2025

মাত্র ১৯৯৯/- টাকায় লামা বান্দরবান, সুখ বিলাস ,একটি রাত পাহাড়ের চূড়ায়।

ভ্রমনের সময় সূচি:

➡️যাত্রা শুরুঃ চট্টগ্রাম থেকে ১৫ তারিখ সকাল ০৬:৩০ মিনিট নতুন ব্রিজ চট্টগ্রাম থেকে।

➡️ ফিরতি যাত্রাঃ ১৬ তারিখ আনুমানিক সন্ধা ০৬:০০টা বা ০৭:০০টার মধ্যে চট্টগ্রাম থাকবো ইনশাআল্লাহ।

ইভেন্ট ফিঃ
চট্টগ্রাম থেকে জনপ্রতি- ১৯৯৯/- টাকা।

➡️ প্যাকেজে যা থাকছেঃ

✅ চট্টগ্রাম টু বান্দরবান যাওয়া আসা নন এসি বাস।
✅ দুপুরের খাবার (মুরগীর মাংস,আলু ভর্তা,সালাত,ডাল,ভাত)
✅ সন্ধার নাস্তা (ঝালমুড়ি বা হালকা নাস্তা)
✅ রাতের খাবার(বারবিকিউ, পরোটা, টমেটো সস
✅সকালে নাস্তা(ডিম খিচুড়ি)
✅দুপুরের খাবার
✅২লিটার পানির বেবস্থা।
✅ শেয়ারিং এক রাত থাকার ব্যবস্থা
✅ অভিজ্ঞ হোস্ট

যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌অহেতুক কোনে আবদার মানা হবে না।
❌ খাবার সময় ব্যতীত মিনারেল ওয়াটার।

➡️ভ্রমণ বিস্তারিতঃ

বুকিং মানি : চট্টগ্রাম থেকেঃ ১০৫০ /- টাকা।
বুকিং ডেডলাইনঃ (আসন খালি থাকা সাপেক্ষে)

🟥বুকিং পদ্ধতিঃ
বিকাশ, নগদ এর মাধ্যমে ইভেন্ট ফি জমা করতে পারবেন। বুকিং মানি বিকাশ করলে খরচসহ পাঠাতে হবে। এছাড়াও আমাদের সাথে সরাসরি দেখা করেও ইভেন্ট ফি জমা দিতে পারবেন।

(বিঃদ্রঃ ’’আগে বুকিং করলে সামনে সিট পাবেন’’ ভিত্তিতে বাসের সিট প্রদান করা হবে👌

➡️বিকাশ নগদ নাম্বার
📵01928167120

➡️ট্যুর সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন

নামঃ মোঃমেহেদী হাসান বাবু
📱01928167120

নামঃ মোঃ সাইফুল
📱০১৬২৫৪৭৪৭০৮

12/07/2025

* ঈদকে কেন্দ্র করে বাস ড্রাইভারদের কাছ থেকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়?
* আপনারা হয়তো সম্পন্ন ভিডিও না দেখলে বুঝবে না।
* সময় বুঝে মানুষকে কি পরিমাণ হয়রানি করে?

নির্জন প্রকৃতির মাঝে, শান্তি আর সৌন্দর্যের খোঁজে আমরা পাড়ি দেই। প্রকৃতি আমাদের মনে আনে অনাবিল প্রশান্তি।
12/07/2025

নির্জন প্রকৃতির মাঝে, শান্তি আর সৌন্দর্যের খোঁজে আমরা পাড়ি দেই। প্রকৃতি আমাদের মনে আনে অনাবিল প্রশান্তি।

11/07/2025

ঘুরতে যেয়ে কিছু ঝামেলার সমাধান করলাম।

এই সময় গুলা আর ফিরে পাবেন না।সময় থাকবে মন মানুষিক্তা পরিবর্তন চলে আসবে।
11/07/2025

এই সময় গুলা আর ফিরে পাবেন না।
সময় থাকবে মন মানুষিক্তা পরিবর্তন চলে আসবে।

11/07/2025

Tour এর আগে মূহুর্তের টাকা কালেকশন।

06/07/2025

চন্দ্রনাথ পাহাড়!তারিখ:০৪/০৭/২০২৫দিনটা স্মরণীয় থাকবে
05/07/2025

চন্দ্রনাথ পাহাড়!
তারিখ:০৪/০৭/২০২৫
দিনটা স্মরণীয় থাকবে

ভালো কিছু সময়মোঃ মেহেদী হাসান বাবুZire Point 4
03/07/2025

ভালো কিছু সময়
মোঃ মেহেদী হাসান বাবু
Zire Point 4

Address

East-Firozshah Colony , Akborshah
Chittagong
4207

Alerts

Be the first to know and let us send you an email when Zire Point 4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share