13/05/2025
গত-১০/০৫/২৫ইংরেজি,
পূর্ব বড় ঘোনা(৭নংওয়ার্ড)সারি বাপের বাড়ি, দিন দুপুরে বাড়িতে ডুকে নির্মমভাবে জোরপূর্বক শিশু নির্যাতন করে,
নির্যাতন কারি ,,একই বাড়ির লোক (সুদি) নাছির উদ্দীন ও তার ছেলে (আব্দুল মন্নান।)
গটনাস্থলে পুলিশ পৌঁছালে তখন তারা পালিয়ে যেতে সক্ষম হয় ,, আমি বাঁশখালী থানার কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রতি এবং পূর্ব বড়গুনা জনসাধারণ মানুষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি ,,, এই নির্যাতনকারী (সুধি নাসির উদ্দিন) এবং তার ছেলে (আব্দুল মন্নান )এর দ্রুত সুষ্ঠু বিচার কামনা করছি