16/04/2025
যারা আন্দোলন করতেছেন তাদের বলতেছি, আল্লাহর ওয়াস্তে আপনারা অযৌক্তিক আন্দোলন করিয়েন না। আর আন্দোলন করলে পুরা রোড ব্লক করে আন্দোলন করিয়েন না। আপনারা শহরে বা কোনো জায়গায় আন্দোলন করলে চত্বরে বা মূল জায়গায় বন্ধ করে আন্দোলন করেন যাতে করে পুরা এলাকাই জ্যামজট সৃষ্টি হয় এবং এর আশে পাশে সব এারিয়া জ্যাম লেগে যায়। এতে করে হাজার হাজার মানুষের হয়রানির শিকার হতে হয়। এমন কি আন্দোলন জায়গা হতে বেশ কিছু দূরে হলে এম্বুলেন্স গুলা আসতে পারে না যেহেতু ঐ দিকে কোনো শিক্ষার্থী থাকে না যার কারণে রুগীকে অনেক সমস্যা হয়।উদাহরণস্বরপ বলতে গেলে আজে ২নাম্বার গেটে কিছু শিক্ষার্থী আন্দোলন করতেছে যার কারণে ২ নাম্বার গেইট সহ আশে পাশের এলাকা যেমন বাইজিদ, মুরাদপুর, জিইসি, আসপাশের যত এলাকা আছে আমার নিজের চোখে দেখা ।আন্দোলন করলে প্রথমের দিকে রোড জ্যাম না করে আন্দোলন করুন এরপর ধাপে ধাপে এগিয়ে যান। ঝামেলা না করে দাবি মানলে ভালো না হই একদিন আগে বলে দেন ঐ জায়গায় আন্দোলন হবে আপনারা বিকল্প পথ ব্যবহার করুন।
বিদ্রঃ কোনো ভুল ক্রুটি হলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ