
09/07/2025
🌸এক রূপকথার দুপুর 🌸
এক দুপুরের আলোয় যখন সূর্য তার কোমল আলো ছড়াচ্ছিল, তখন এক রাজকন্যা তার ছোট্ট রাজপুত্রকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাজবাগানের পাশে। তার চোখে ছিল মমতার আলো, আর শিশুর চোখে ছিল নির্ভার নিঃশব্দ গল্প। মাথায় ছিল রুপালি মুক্তার খচিত সোনালী হিজাব, আর ভালোবাসায় মোড়া ছিল পুরো মুহূর্তটা। ঠিক যেন কোন রূপকথার বইয়ের এক পাতায় আঁকা চিরন্তন দৃশ্য...✨✨📖