Banglar Kobi

Banglar Kobi কবিতা , গান , কমেডি , আরো অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকবো ।
❣️ ধন্যবাদ ❣️

দিনশেষে এই মেয়েটিও অন্ধ ভালোবাসার কাছে হেরে গেল । দিনের শুরুতে , আরেক রেন্ডি ৩/৪ ডিভোর্সী যার স্বভাব বিয়ে উপর বিয়ে কর...
03/06/2025

দিনশেষে এই মেয়েটিও অন্ধ ভালোবাসার কাছে হেরে গেল ।
দিনের শুরুতে , আরেক রেন্ডি ৩/৪ ডিভোর্সী যার স্বভাব বিয়ে উপর বিয়ে করা সে জিতে গেল ।
প্রথমে , ছেলেটাকে সন্দেহ হলেও পোষ্ট করা থেকে বিরত ছিলাম । যখন , এখন বুঝলাম , জানলাম , শুনলাম । এতটুকু বুঝলাম , হারতে নেই , জিততে শিখ ।
যদিও বা সে চলে যায় , এমন কিছু করে দেখাও , তুমিও একা উঠে দাঁড়াতে পারবে । কারণ , তোমার পরিবার , তোমার শক্তি , তোমার মনোবল তোমাকে অনেক দূর নিয়ে যাবে । আর মা - বাবার দোয়া থাকলে শতদূর এগিয়ে যাওয়া কোনো ব্যাপার না । তাই বলবো , কে গেল , কি গেল , তার চাইতে এখন গুরুত্বপূর্ণ, তুমি এগিয়ে যাচ্ছো নাকি পিছিয়ে যাচ্ছো ।
এগিয়ে চলো উদ্যম গতিতে , তুমি বিরাঙ্গনা, তুমি পারবে , তুমি নারী , তুমি মা , তুমি বোন , তুমি স্ত্রী, তুমি একটি পুরো বই কোন অধ্যায় নও । তাই তুমি পারবে , ঘুরে দাঁড়াতে , ইনশাআল্লাহ ❤️
দোয়া থাকবে , তোমার জন্য 🤲🫵

( চট্টগ্রামের কোন এক অজানা জায়গা থেকে অজানা কোনো এক মানুষ তথা শুভাকাঙ্ক্ষী হিসেবে )

নিজেকে সময় দাও , গুছিয়ে নাও 🤏
তুমি পারবে , পারতে হবে , এগিয়ে যেতে হবে।
দেখাতে হবে বেঈমানকে তুমিও পারো ।
নিজেকে প্রতিকূলতার থেকে ফিরিয়ে আনতে ।

পৃথিবীতে এর চাইতে আর দামী কিছু হয়তো আর নেই ।আল্লাহ আমার মা - বাবাকে নিয়ে হজ্জ করার তৌফিক আমাকে দান করুন , আমিন 🤲
03/06/2025

পৃথিবীতে এর চাইতে আর দামী কিছু হয়তো আর নেই ।
আল্লাহ আমার মা - বাবাকে নিয়ে হজ্জ করার তৌফিক আমাকে দান করুন , আমিন 🤲

নিঃসন্দেহে একজন সেরা ব্লগার , যার ভিডিওতে আজ পর্যন্ত কিছুই খারাপ শেয়ার করা হয় নি আর কাউকে ছোট করে কিছু বলতেও শুনি নি ।...
03/06/2025

নিঃসন্দেহে একজন সেরা ব্লগার , যার ভিডিওতে আজ পর্যন্ত কিছুই খারাপ শেয়ার করা হয় নি আর কাউকে ছোট করে কিছু বলতেও শুনি নি ।
এক কথাই , একশ এর মধ্যে একজন , যার কোনো তুলনা হয় না

এই দোয়া টি ও কাজে লাগতে পারে , টাইমলাইনে রেখে দিবেন ।ভবিষ্যতে কাজে আসবে , ইনশাআল্লাহ ❤️
03/06/2025

এই দোয়া টি ও কাজে লাগতে পারে ,
টাইমলাইনে রেখে দিবেন ।
ভবিষ্যতে কাজে আসবে , ইনশাআল্লাহ ❤️

সত্যি কথা বলতে , আমি আরো অনেক আগে থেকে আপনার ফ্যান Sunehra Tasnim |বলতে গেলে ৬/৭ বছর হবে এমন , আপনি যখন নর্থ সাউথ বিশ্বব...
03/06/2025

সত্যি কথা বলতে , আমি আরো অনেক আগে থেকে আপনার ফ্যান Sunehra Tasnim |
বলতে গেলে ৬/৭ বছর হবে এমন , আপনি যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তখন থেকেই ।
সত্যি বলতে গেলে , আপনার প্রত্যেকটি ভিডিও গুলো অসাধারণ হয় , ফটোশুট গুলো অমায়িক হয় ।
আশা রাখবো , আপনি সবসময় ভালো থাকবেন , সুস্থ থাকবেন ❣️

আসলে কথা গুলো লিখিত হলেও ,বাস্তবতা খুব কল্পনীয় আর একি মিল পাওয়া যায় এইগুলোর সাথে , তাই বিশ্বাস করতে হয় কথা গুলো
03/06/2025

আসলে কথা গুলো লিখিত হলেও ,
বাস্তবতা খুব কল্পনীয় আর একি মিল পাওয়া যায় এইগুলোর সাথে , তাই বিশ্বাস করতে হয় কথা গুলো

চোর যখন গিয়ে বলে আমি চুরি করি নি , দেখেছি ।একটু অমুককে শাস্তি দিবেন , ব্যাপার এমন না
03/06/2025

চোর যখন গিয়ে বলে আমি চুরি করি নি , দেখেছি ।
একটু অমুককে শাস্তি দিবেন , ব্যাপার এমন না

হালায় রা নির্বাচন মানে না অবৈধ আবার মেয়র বৈধ ,হিসাব টা বুঝি না 🫴
03/06/2025

হালায় রা নির্বাচন মানে না অবৈধ আবার মেয়র বৈধ ,
হিসাব টা বুঝি না 🫴

প্রমাণ ছাড়া এমন ও মানুষ আছে যারা কথা বলে ।এই হালায় কয়েক বছর আগে ও হাসিনারে আম্মা ডেকে ফেনা তুলছিল গালে , মুখে । এখন আ...
03/06/2025

প্রমাণ ছাড়া এমন ও মানুষ আছে যারা কথা বলে ।
এই হালায় কয়েক বছর আগে ও হাসিনারে আম্মা ডেকে ফেনা তুলছিল গালে , মুখে । এখন আবার উপদেষ্টা দের পিছনে লাগছে ।
বুঝি না হালারা কি পাগল নাকি কোনো

সবাই বর্তমানে নানা রকম পেরেশানি , দুশ্চিন্তা ই থাকেন , এই দোয়াটা পড়বেন ,তাহলে ইনশাআল্লাহ ❤️ সবকিছু থেকে রেহাই পাবেন , ...
03/06/2025

সবাই বর্তমানে নানা রকম পেরেশানি , দুশ্চিন্তা ই থাকেন , এই দোয়াটা পড়বেন ,তাহলে ইনশাআল্লাহ ❤️
সবকিছু থেকে রেহাই পাবেন , সুস্থ হয়ে যাবেন ।

আসলেই কি তাই
23/05/2025

আসলেই কি তাই

Address

চট্টগ্রাম
Chittagong
4204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Kobi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share