
03/06/2025
দিনশেষে এই মেয়েটিও অন্ধ ভালোবাসার কাছে হেরে গেল ।
দিনের শুরুতে , আরেক রেন্ডি ৩/৪ ডিভোর্সী যার স্বভাব বিয়ে উপর বিয়ে করা সে জিতে গেল ।
প্রথমে , ছেলেটাকে সন্দেহ হলেও পোষ্ট করা থেকে বিরত ছিলাম । যখন , এখন বুঝলাম , জানলাম , শুনলাম । এতটুকু বুঝলাম , হারতে নেই , জিততে শিখ ।
যদিও বা সে চলে যায় , এমন কিছু করে দেখাও , তুমিও একা উঠে দাঁড়াতে পারবে । কারণ , তোমার পরিবার , তোমার শক্তি , তোমার মনোবল তোমাকে অনেক দূর নিয়ে যাবে । আর মা - বাবার দোয়া থাকলে শতদূর এগিয়ে যাওয়া কোনো ব্যাপার না । তাই বলবো , কে গেল , কি গেল , তার চাইতে এখন গুরুত্বপূর্ণ, তুমি এগিয়ে যাচ্ছো নাকি পিছিয়ে যাচ্ছো ।
এগিয়ে চলো উদ্যম গতিতে , তুমি বিরাঙ্গনা, তুমি পারবে , তুমি নারী , তুমি মা , তুমি বোন , তুমি স্ত্রী, তুমি একটি পুরো বই কোন অধ্যায় নও । তাই তুমি পারবে , ঘুরে দাঁড়াতে , ইনশাআল্লাহ ❤️
দোয়া থাকবে , তোমার জন্য 🤲🫵
( চট্টগ্রামের কোন এক অজানা জায়গা থেকে অজানা কোনো এক মানুষ তথা শুভাকাঙ্ক্ষী হিসেবে )
নিজেকে সময় দাও , গুছিয়ে নাও 🤏
তুমি পারবে , পারতে হবে , এগিয়ে যেতে হবে।
দেখাতে হবে বেঈমানকে তুমিও পারো ।
নিজেকে প্রতিকূলতার থেকে ফিরিয়ে আনতে ।