21/05/2025
কতদিন শাড়ি পরে কাছে আসো না? বলো তো, কবে?
কতদিন তোমার গাঢ় কাজল ছলছল চোখে আমার দিকে তাকিয়ে দেখো না?
আমি দুঃখ আর হতাশার মধ্যে নিশ্চল হয়ে থাকি, কিন্তু ভেবো না, আমি মুখিয়ে নেই।
আমারও ভালোবাসার ক্ষুধা জাগে, হৃদয়ে ঝড় ওঠে।
চাই, তোমার শক্ত আলিঙ্গনে মিশে যেতে, বুকের গভীরে হারিয়ে যেতে।
চাই, তোমার ঠোঁটে একটা চুমু পেতে, যা দুঃখ ভুলিয়ে দিয়ে প্রেম আর আদরে ভাসাবে।
কতদিন শাড়ি পরে কাছে আসো না!
আমি কি বেশি পাগল?
তোমার নেশায় মাতাল হয়ে বুঁদ হয়ে থাকি?
এই দুঃখের দিনে প্রেম ছাড়া আর কে আমাকে শান্তি দেবে?
আমারও ইচ্ছে করে প্রেমের বন্যায় ভেসে যেতে,
তোমার হৃদয়ের সাগরে অথৈ জলে হাবুডুবু খেতে খেতে,
এই ছাই-পাঁশের দুঃখগুলো ভুলে যেতে।
তুমি শাড়ি পরে কাছে এলে আমি হতে পারি অবুঝ শিশু।
তোমার বুকে মাথা রেখে গভীর নিদ্রায় যেতে চাই।
তোমায় ছোঁয়ার অধিকার নিয়ে দু’পা এগিয়ে যেতে পারি অনায়াসে,
কিন্তু আমি এক পা এগিয়ে গেলে তুমি দশ পা পিছিয়ে যাও কেন?
কতদিন কাছে আসো না, ভালোবাসো না!
প্রেম আর আদরবিহীন জীবনে দুঃখের যেন শেষ নেই।
আমি দুঃখকে ভয় পাই না, ভয় পাই তোমার আদর ছাড়া
এইসব দুঃখ একা একা কাটাতে।
তুমি হঠাৎ একদিন শাড়ি পরে এসে আমাকে উন্মাদ করে দিতে পারো।
শাড়িতে তোমায় দেখার উন্মাদনায় আমি ভুলে যেতে চাই,
পৃথিবীর সব দুঃখ ভুলে শুধু তোমার মাঝেই ডুবে থাকতে চাই।
লেখা : রুদ্র চৌধুরী