
23/04/2025
ছাত্র-ছাত্রী অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আপনার সন্তান স্কুলে পাঠাচ্ছেন শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডদের সাথে অনৈতিক কাজ কর্ম করে সেই দিকে একটু কিয়াল রাখিয়েন। আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন ক্লাস শুরু হওয়ার ৩০মিনিট আগে। স্কুল টিচার থেকে খবর নিবেন খকন স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হওয়ার কয়েক মিনিটে আপনার সন্তান বাড়িতে পৌঁছাতে পারছে কিনা খবর নিবেন। যদি আপনার সন্তান খুব সকালে স্কুলে যাওয়ার বাহানা করে যেমন, দেরি করে গিলে প্রথম বেঞ্জ বসতে পারবনা বা স্যার মারবে এইসব বলে সকালে যাওয়ার চেষ্টা করলে মনে করবেন আপনার সন্তানের কোন একজন বন্ধু আছে। যাকে ছাড়া সে ঘরে থাকতে পারছেনা। শুধু এইগুলা না অভিভাবকদের সব দিকে কিয়াল রাখতে হবে। High School, উচ্চ বিদ্যালয়। বিশেষ করে স্কুল যেসব দিবস গুলো পালিত হয় সেই দিন যেন আপনি আপনার সন্তানের সাথে থাকেন। করণ এই স্কুলে হাজিরি ডাকা হয়না। টিচারেরাও চেক করেনা। স্কুল আসার নাম বলে কোথায় যে কার সাথে বেড়াই কে জানে। সুতরাং আপনার সন্তানের প্রতি আপনি কিয়াল রাখিবেন।