chimpy cilp

chimpy cilp Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from chimpy cilp, Digital creator, Chittagong.
(3)

27/10/2025

পাহাড়ের কোলে গ্রামের মেয়ের সকালের শুরু — পরিশ্রম আর ভালোবাসায় ভরা। 🌸
কুয়া থেকে পানি তোলা, হরিণকে খাওয়ানো, গাছে পানি দেওয়া — জীবনের সরল আনন্দ। 🌿
প্রকৃতির কোলে এক শান্ত সকাল, মাটির গন্ধে মিশে থাকা সুখের গল্প। ☀️মেরজীবন #বাংলাব্লগ #গ্রামেরমেয়ে #সকালেররুটিন

অন্যের দোষ খুঁজে বেড়িও না, আগে নিজের আমল ঠিক করো — তাহলেই দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও শান্তিতে যাবে।
27/10/2025

অন্যের দোষ খুঁজে বেড়িও না, আগে নিজের আমল ঠিক করো — তাহলেই দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও শান্তিতে যাবে।

26/10/2025

সবজি তোলা, বাজারে কেনাকাটা, নদীর ধারে শাক কুড়ানো আর আম পাড়া — এক টুকরো গ্রামের ছোঁয়া 🌿
#গ্রামেরজীবন

> আজ মানুষ ঘর বানাতে জানে, কিন্তু সংসার গড়তে জানে না।দোয়া চায়, কিন্তু নামাজ পড়তে চায় না।শান্তি খোঁজে, কিন্তু গুনাহ ...
26/10/2025

> আজ মানুষ ঘর বানাতে জানে, কিন্তু সংসার গড়তে জানে না।
দোয়া চায়, কিন্তু নামাজ পড়তে চায় না।
শান্তি খোঁজে, কিন্তু গুনাহ ছাড়তে পারে না।
আমরা সবাই চাই ভালো দিন আসুক, অথচ নিজেদের বদলাই না।
মনে রেখো — আল্লাহ কারও অবস্থা বদলান না, যতক্ষণ না সে নিজে বদলানোর চেষ্টা করে।..
🕊️ চিন্তার বিষয়:
দুনিয়ার সব ঝড়ের মধ্যে টিকে থাকতে হলে ঈমানকে মজবুত করো, মুখে নয়—কাজে প্রমাণ দাও যে তুমি সত্যিকার মুসলমান। #দুনিয়ার_অবস্থা
#উপদেশমূলক_কথা
#ইসলামিক_

25/10/2025

মের মেয়ে নিজের হাতে গাছের ডাটা তোলা থেকে বাবার কাপড় ধোয়া—সবেতেই মায়া আর শান্তি 🌿💧 #গ্রামেরজীবন

25/10/2025

নিজ হাতে শাক তোলা, রান্না করা আর ভাইয়ের সাথে হাসিখুশি এক দিন — এটাই আসল সুখ। 🍃 #আজকেরভিডিও #গ্রামজীবন #ভাইবোনেরভালোবাসা

নিজের মর্যাদা রাখো, নীরব থেকেও শক্ত থাকো।নীরবতা মানে দুর্বলতা নয় — এটা এমন এক জবাব যা শুধু আল্লাহ বোঝেন এবং তিনি ন্যায়...
25/10/2025

নিজের মর্যাদা রাখো, নীরব থেকেও শক্ত থাকো।
নীরবতা মানে দুর্বলতা নয় — এটা এমন এক জবাব যা শুধু আল্লাহ বোঝেন এবং তিনি ন্যায়বিচার করেন। #উপদেশমূলককথা
#ইসলামিকউপদেশ
#নারীরমর্যাদা

25/10/2025

বোন ভাইয়ের যতটা খেয়াল রাখে,
তা ভালোবাসার এক নিঃস্বার্থ ছোঁয়া। 💖
কখনো মা হয়ে, কখনো বন্ধু হয়ে —
ভাইয়ের হাসিটাই যেন তার সবচেয়ে প্রিয় পাওয়া। 🌸 #ভাইবোনেরভালোবাসা
#ভাইবোনবন্ধন
#ভালোবাসারগল্প
#সম্পর্কেরছোঁয়া

🌿 দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী।আজকের দুনিয়ার সুখ-দুঃখ কিছুদিনের, কিন্তু আখেরাতের জীবন অনন্ত। তাই দুনিয়াকে এম...
25/10/2025

🌿 দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী।
আজকের দুনিয়ার সুখ-দুঃখ কিছুদিনের, কিন্তু আখেরাতের জীবন অনন্ত। তাই দুনিয়াকে এমনভাবে কাটাও যেন আখেরাতের মুখোমুখি হতে পারো নির্ভয়ে।...... good morning

24/10/2025

একটি মেয়ের গ্রাম্য জীবনের সুন্দর এক দিন — সকালবেলা বই হাতে পড়াশোনা, তারপর নিজের পাখির খামারে পাখিদের সাথে মিষ্টি খেলা, আর দুপুরে বিল থেকে তোলা টাটকা শাক দিয়ে রান্না। মাটির গন্ধ, প্রকৃতির শান্তি আর নিজের হাতে বানানো খাবারের স্বাদ — এই ভিডিওতে সব মিলেছে এক ভালোবাসার গল্পে। 🌿

কোন নারীই নিজের স্বামীর সোহাগে ভাগ চায় না,তবুও আজ কত নারী আছে যারা অন্যের সংসারে সতীন হয়ে যায়।যে যন্ত্রণা সে নিজে সহ্...
24/10/2025

কোন নারীই নিজের স্বামীর সোহাগে ভাগ চায় না,
তবুও আজ কত নারী আছে যারা অন্যের সংসারে সতীন হয়ে যায়।
যে যন্ত্রণা সে নিজে সহ্য করতে পারে না,
সেই যন্ত্রণাই আজ সে অন্য এক নারীর জীবনে দিচ্ছে।
ভেবে দেখো—
অন্যের চোখের জল দিয়ে গড়া সুখের ঘরে
কখনও শান্তি নামে না।"💔 #নারীর_সত্য_কথা
#উপদেশমূলক_কথা
#সতীন
#সংসার 💔 "

24/10/2025

“সূর্যের তাপে শুকোচ্ছে কাপড়, কিন্তু মনটা ভিজে আছে স্মৃতির শিশিরে… 🍃
গরিবি ঘেরা জীবনের ছাদেও আছে এক টুকরো শান্তি, এক চুমুক ভালোবাসা।” 🌤️.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when chimpy cilp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share