Amit This is official page of Amit.

  এর ইতিহাস   #ফটোগ্রাফি এর ইতিহাসফটোগ্রাফি, চিত্র ধারণ করার শিল্প এবং বিজ্ঞান, শুরু থেকেই নাটকীয়ভাবে বিবর্তিত হয়েছে। ...
14/06/2025

এর ইতিহাস



#ফটোগ্রাফি এর ইতিহাস
ফটোগ্রাফি, চিত্র ধারণ করার শিল্প এবং বিজ্ঞান, শুরু থেকেই নাটকীয়ভাবে বিবর্তিত হয়েছে। এখানে এর মূল… See more

14/06/2025

মানবিক কাজে আরো বহুদূর এগিয়ে যাবে এই শুভকামনায়

10/06/2025

১০০টি বেলুন ফুলিয়ে, ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে ১টি করে দিলেন শিক্ষক। বললেন─ "বেলুনে নিজ-নিজ নাম লিখে, ফেরত দাও।"

নাম সম্বলিত বেলুনগুলো নিয়ে, ক্লাসের মাঝখানে স্তুপ করে রাখলেন তিনি মিশিয়ে। তারপর বললেন─ "এবার এখান থেকে সবাই নিজের নামের বেলুনটি বেছে নাও।"

এতোগুলো বেলুন থেকে নিজের নামের বেলুনটি বেছে নিতে গিয়ে গলদঘর্ম অবস্থা প্রত্যেকেরই। সময় গড়াতে লাগলো, দু'য়েকজন খুঁজে পেলো নিজের বেলুনটি, বাকিরা হাতড়াতে লাগলোই, হতোদ্যম।

শিক্ষক বললেন─ "এক কাজ করো তাহলে; প্রত্যেকেই নিজের ঠিক সামনের বেলুনটি নাও, ওটায় তোমার যে-বন্ধুর নাম লিখা আছে তার হাতে তুলে দাও ওটা।"

এবার দেখা গেলো─ খুব অল্প সময়েই যার বেলুন তার কাছে পৌঁছে গেলো।

বেলুন হাতে বসে থাকা তাঁর সন্তানসম হাস্যোজ্জ্বল ছাত্রছাত্রীদের দিকে তাকালেন শিক্ষক। তাঁর চোখে আনন্দাশ্রু চিকচিক করছে।

─ "বাবারা, পৃথিবীতে সুখ ছড়িয়ে আছে, ঠিক ওই বেলুনগুলোর মতোই। খুঁজে নাও। কিন্তু, নিজের জন্য নয়; অন্যের জন্য খোঁজো সুখ, তাকে তোমার অর্জিত সুখের ভাগ দাও; সেও তোমাকে তার সুখের─ সমস্তটা না-পারলেও─ ভাগটুকু দেবে। মা রে, তোমরা মিলেমিশে বেঁচে থাকো সারাটা জীবন, থইথই সুখের ভাগাভাগিতে।"

জীবন মানে প্রতিযোগিতা নয়

জীবন মানে সহযোগিতা। এই শিক্ষা আমরা ও আমাদের ভবিষ্যতে প্রজম্মকে দিতে হবে তাহলেই পৃথিবী সুন্দর হবে।।

বাংলা বিভাগের স্টুডেন্ট হিসেবে আপনাদের বাংলাতেই পড়াশোনা করতে হয়।  তাই বলে বেসিক ইংরেজি না জানাটা দুঃখজনক। আর ইংরেজিতে কি...
26/05/2025

বাংলা বিভাগের স্টুডেন্ট হিসেবে আপনাদের বাংলাতেই পড়াশোনা করতে হয়। তাই বলে বেসিক ইংরেজি না জানাটা দুঃখজনক।

আর ইংরেজিতে কিছুটা জ্ঞান না রেখে মাস্টার্স এ টপার হয়ে ভুলভাল ইংরেজিতে পোস্ট করাটা বোকামি।

আজ চুকনগর গনহত্যা দিবস। ১৯৭১ সালের  এদিন হানাদার বাহিনী মাত্র ৪ ঘন্টায় দশহাজার নিরীহ গ্রাম বাসীকে নির্বিচারে হত্যাকরে।
20/05/2025

আজ চুকনগর গনহত্যা দিবস। ১৯৭১ সালের এদিন হানাদার বাহিনী মাত্র ৪ ঘন্টায় দশহাজার নিরীহ গ্রাম বাসীকে নির্বিচারে হত্যাকরে।

10/05/2025

বিয়ের পর স্বামী স্ত্রীর কথোপকথন**🤔

স্ত্রী: তোমার মনে আছে, বিয়ের দিন আর বৌ-ভাতের দিন আমি কী রঙের শাড়ি পরেছিলাম?
স্বামী: রেল লাইনে আত্মহত্যা করতে গেলে কেউ কি দেখে যে, মহানগর এক্সপ্রেস আসছে নাকি সুবর্ণ এক্সপ্রেস?

নিজের পরিবারের অশান্তির কাছেই হার মেনে পরপারে পাড়ি জমালেন এ এস পি পলাশ সাহা।অফিসেই নিজের পিস্তল দিয়ে আত্ন*হত্যা করলেন।
07/05/2025

নিজের পরিবারের অশান্তির কাছেই হার মেনে পরপারে পাড়ি জমালেন এ এস পি পলাশ সাহা।

অফিসেই নিজের পিস্তল দিয়ে আত্ন*হত্যা করলেন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share