Fiqh ud-Deen

Fiqh ud-Deen আসসালামু আলাইকুম।👳‍♀️ প্রতিদিন হিজরি🌙🕕 মাসের তারিখ জানতে Follow ও Like👍 দিয়ে সাথে থাকুন।📌🗓️ধন্যবাদ❤️

23/10/2025

নামজরত ব্যাক্তির সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহ
‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي فَقَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ ‏"‏‏.‏ قَالَ أَبُو النَّضْرِ لاَ أَدْرِي أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً‏.‏

বুসর ইব্‌নু সাঈদ (রহঃ) থেকে বর্ণিতঃ

যায়দ ইব্‌নু খালিদ (রাঃ) তাঁকে আবূ জুহায়ম (রাঃ) এর নিকট পাঠালেন, যেন তিনি তাঁকে জিজ্ঞেস করেন যে, মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারীর সম্পর্কে তিনি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে কি শুনেছেন। তখন আবু জুহায়ম (রাঃ) বললেনঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যদি মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো।
আবুন-নাযর (রহঃ) বলেনঃ আমার জানা নেই তিনি কি চল্লিশ দিন বা মাস কিংবা চল্লিশ বছর বলেছেন। (আধুনিক প্রকাশনীঃ ৪৮০, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৬)

সহিহ বুখারী, হাদিস নং ৫১০
হাদিসের মান: সহিহ

🕌 সুন্নতে নববী অনুযায়ী মুসলমানের কাছে সবসময় থাকা ভালো:🌸 সুগন্ধি — প্রিয় নবী ﷺ সুগন্ধি ব্যবহার করতেন।🪔 তেল — চুল ও দাড়িতে...
16/10/2025

🕌 সুন্নতে নববী অনুযায়ী মুসলমানের কাছে সবসময় থাকা ভালো:

🌸 সুগন্ধি — প্রিয় নবী ﷺ সুগন্ধি ব্যবহার করতেন।
🪔 তেল — চুল ও দাড়িতে তেল ব্যবহার করতেন।
🪥 মিসওয়াক — নামাজের আগে ব্যবহার করতেন।
💇 চিরুনি — পরিপাটি থাকতে পছন্দ করতেন।
📿 তসবিহ (যিকর) — আল্লাহকে স্মরণ করতেন সর্বদা।
🕊️ উক্তি: “পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।” — (Sahih Muslim)

“হে আল্লাহ, আমাদের অন্তরকে জীবিত করে দিন, হিদায়াতের পথে ফিরিয়ে আনুন।” — আমিন।
13/10/2025

“হে আল্লাহ, আমাদের অন্তরকে জীবিত করে দিন, হিদায়াতের পথে ফিরিয়ে আনুন।” — আমিন।

এই সমস্য কার কার Facebook এ আসছে?চেক করে দেখুন
07/10/2025

এই সমস্য কার কার Facebook এ আসছে?
চেক করে দেখুন

মারেফত কাকে বলে-?হযরত খাজা বাকী বিল্লাহ(রহঃ)এর এক মুরিদ একদিন- বললেন হুজুর আমি অনেক দিন ধরে আপনার কাছে আছি-কিন্তু মারেফত...
02/10/2025

মারেফত কাকে বলে-?
হযরত খাজা বাকী বিল্লাহ(রহঃ)এর এক মুরিদ একদিন- বললেন হুজুর আমি অনেক দিন ধরে আপনার কাছে আছি-কিন্তু মারেফত কাকে বলে বুঝলাম না-!
তিনি বললেন তুমি কি মারেফত দেখতে চাও না শুনতে চাও-?

লোকটি বললেন আমি দেখতে চাই তখন খাজা বাকী বিল্লাহ (রহঃ) বললেন-তুমি আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার জন্য অপেক্ষা করতে থাকবে-!

দেখবে ঘোড়ায় চড়ে মুখ ঢাকা একজন লোক এসে আমার জানাজার নামাজ পড়াবে-লোকটি চলে যাওয়ার সময় তাকে বলবে মারেফত কাকে বলে-তাহলে তুমি মারেফাত দেখতে পাবে-!!

সত্যি সত্যি হযরত খাজা বাকী বিল্লাহ (রহঃ) ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজের জন্য সবাই অপেক্ষা করছে-কিছুক্ষণ পর ঘোড়ায় চড়ে মুখ ঢাকা একজন লোক আগমন করলো এবং জানাজা নামাজ পড়ালেন-!!

লোকটি যখন চলে যাবে তখন মুরিদ তাকে বললো- হুজুর আমার পীর হযরত খাজা বাকী বিল্লাহ (রহঃ) আপনার নিকট হতে মারেফত দেখতে বলেছেন-!
সঙ্গে সঙ্গে লোকটি তার মুখের কাপড় খুলে ফেললেন-!

এইবার মুরিদ চেয়ে দেখে-লোকটি আর কেউ নয়- স্বয়ং হযরত খাজা বাকী বিল্লাহ (রহঃ) তার সামনে দাঁড়িয়ে আছে-!

“ সুবহানআল্লাহ "
তখন মুরিদ বলল হুজুর এটা কি-?
হুজুর বললেন এটাই মারেফত-যা তুমি দেখতে চেয়েছিলে-!!
একটা ছবির আইডিয়া দেন

📖 ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনাইমাম মালিক রহ. জীবনে মাত্র একবার হজ্ব করেছিলেন। অথচ তার পক্ষে বহুবার হজ্ব করা সম্...
29/09/2025

📖 ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা

ইমাম মালিক রহ. জীবনে মাত্র একবার হজ্ব করেছিলেন। অথচ তার পক্ষে বহুবার হজ্ব করা সম্ভব ছিল। কিন্তু তিনি মদিনা মুনাওয়ারা ছেড়ে অন্য কোথাও যেতে চাইতেন না। কারণ তার একটাই আশা ছিল— **মদিনার মাটিতেই যেন তার মৃত্যু হয়।**

একবার ইমামুল আযম, ইমাম আবু হানিফা রহ. মদিনায় আগমন করলেন। দশ দিন অবস্থান শেষে তিনি মদিনা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিলেন।

এ কথা শুনে ইমাম মালেক রহ. অবাক হয়ে বললেনঃ
👉 “আপনি তো সবার বড় ইমাম, মদিনার মতো শহর ছেড়ে যেতে আপনার কষ্ট হচ্ছে না?”

ইমাম আবু হানিফা রহ. উত্তরে বললেনঃ
👉 “কষ্ট তো হচ্ছেই! কিন্তু আমি দশ দিন যাবৎ মল-মূত্র ত্যাগ করতে পারিনি। কারণ, যখনই আমি মাটিতে বসি, অলৌকিকভাবে আওয়াজ আসে— *‘এই মাটিতে তুমি মল-মূত্র ত্যাগ করবে?’*

তাই বাধ্য হয়ে মদিনার বাইরে যাচ্ছি।”

🌸 উপসংহারঃ
মদিনার মর্যাদা ও গৌরব এতটাই যে, আল্লাহর বিশেষ অলী ও ইমামরাও সেখানে অবস্থানকে ভিন্ন চোখে দেখতেন। আমাদের জন্য শিক্ষা হলো— **মদিনার প্রতি ভালোবাসা ও সম্মান ইমানের নিদর্শন।**

🕌 আল্লাহ আমাদের সবাইকে মদিনার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ করুন। আমীন।
#ইমাম_মালেক
#ইমাম_আবু_হানিফা
#হজ্ব
#মদিনা_শরীফ
#ইসলামিক_ইতিহাস

✨ কিস্তির লোভে পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না ✨কিস্তি নেওয়ার সময় অনেকেই শুধু টাকার প্রয়োজন দেখেন, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাক...
28/09/2025

✨ কিস্তির লোভে পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না ✨
কিস্তি নেওয়ার সময় অনেকেই শুধু টাকার প্রয়োজন দেখেন, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকা ঝুঁকিগুলো দেখেন না।
অধিকাংশ প্রতিষ্ঠান টাকা দেওয়ার আগে আপনার স্ত্রীকে জামিনদার বানাতে চায়। তখন আপনি টাকার লোভে বা তাড়াহুড়োয় প্রশ্ন করেন না— “কেন স্ত্রীকে লাগছে?”
ফল কী হয়?
🔹 কিস্তির টাকা দেওয়ার সময় আপনি ঘরে না থাকলে তারা সরাসরি আপনার স্ত্রীর কাছে যাবে।
🔹 ফোন, ভিজিট, চাপ—এগুলোই শুরু। পরে দুর্বলতা খুঁজে বের করে ব্ল্যাকমেইলের মতো ভয়ংকর ফাঁদে ফেলতে পারে।
🔹 এতে শুধু কিস্তিওয়ালার যন্ত্রণা নয়, পরিবারের ভেতরেও অশান্তি ঢুকে পড়ে।
আসল দায় কার? দায় আপনারই—কারণ আপনি স্ত্রীকে জামিনদার বানিয়েছেন।
ইসলাম আমাদের সতর্ক করেছে—পর্দা ফরজ, হালাল রোজগার অপরিহার্য।
আজ অনেক এনজিও এমনভাবে নিয়ম বানিয়েছে যে স্ত্রী ছাড়া তারা টাকা দেয় না। তারা জানে—এটাই আপনার দুর্বল জায়গা। তাই সময় থাকতে সতর্ক হন।
হালাল পথে উপার্জন করুন, পরিবারের সম্মান ও শান্তি রক্ষা করুন।
🕌 যেখানে সুদ আর পর্দাভঙ্গ আছে, সেখানে বরকত থাকবে না—থাকবে কেবল অশান্তি।
#কিস্তি_সতর্কতা #পর্দা #হালাল_রোজগার #পরিবার

❌ যেসব কাজ হারাম বা গুনাহদেশি কাপড়কে বিদেশি বলে চালানো → এটি প্রতারণা। ইসলাম একে বলে “ঘিশ” (غِشّ)।কালার গ্যারান্টি না জে...
25/09/2025

❌ যেসব কাজ হারাম বা গুনাহ

দেশি কাপড়কে বিদেশি বলে চালানো → এটি প্রতারণা। ইসলাম একে বলে “ঘিশ” (غِشّ)।

কালার গ্যারান্টি না জেনে দেওয়া → মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হারাম।

মান খারাপ অথচ ভালো বলে বিক্রি করা → মিথ্যা ও প্রতারণা।

অতিরিক্ত দাম রাখা (প্রতারনা করে) → ক্রেতাকে ঠকানো, গুনাহ।

বিক্রিত কাপড় ফেরত না নেওয়া → যদি ত্রুটি থাকে বা মিথ্যা বলে বিক্রি করা হয়, ফেরত নিতে হবে। না নিলে অন্যায়।

খারাপ ব্যবহার করা → ইসলামে গ্রাহকের সাথে সুন্দর ব্যবহার করতে বলা হয়েছে।

জোর করে কাপড় কিনতে বাধ্য করা → এটি নিষিদ্ধ। লেনদেনের জন্য উভয়ের সম্মতি জরুরি।

📖 হাদিসের আলোকে

রাসূল ﷺ বলেছেন:
“যে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।” (সহিহ মুসলিম)

আরও বলেছেন:
“সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদদের সাথে থাকবে।” (তিরমিজি)

✅ সারকথা:
ব্যবসা হালাল, কিন্তু মিথ্যা, প্রতারণা, জবরদস্তি ও খারাপ ব্যবহার ব্যবসাকে হারাম এবং অভিশপ্ত করে ফেলে।
সততা, ন্যায়বিচার ও ভালো ব্যবহার করলে ব্যবসায় বরকত আসে এবং আখিরাতে মর্যাদা পাওয়া যায়।
#কাপড়ের_ব্যবসা
✅ #সততা_বরকত_আনে
❌ #প্রতারণা_গুনাহ
🤝 #সুন্দর_ব্যবহার
🕌 #হালাল_ব্যবসা
📖 #ইসলামী_বার্তা
⚠️ #ব্যবসায়ীর_সতর্কবার্তা

🕌 ১১ই শরীফ এর ইতিহাস👉 ১১ই শরীফ বলতে মূলত বোঝানো হয় ইসলামের মহান অলী হযরত শাইখ আব্দুল কাদের জিলানী (রহঃ)-এর ওফাত দিবস।📌 ত...
24/09/2025

🕌 ১১ই শরীফ এর ইতিহাস

👉 ১১ই শরীফ বলতে মূলত বোঝানো হয় ইসলামের মহান অলী হযরত শাইখ আব্দুল কাদের জিলানী (রহঃ)-এর ওফাত দিবস।

📌 তারিখ ও ঘটনা

তিনি ইন্তেকাল করেন ৫৬১ হিজরির ১১ রবিউস সানি তারিখে।

এই দিনকে স্মরণ করে মুসলিম সমাজে "১১ই শরীফ" বলা হয়।

বিশ্বের বহু স্থানে এই তারিখে ওলিদের স্মরণ, কোরআন খতম, দোয়া ও দুরুদ-সালাম পাঠ করা হয়।

📌 কেন ১১ই শরীফ বলা হয়?

হযরত গাউসুল আজম (রহঃ)-এর ইন্তেকালের দিন ১১ রবিউস সানি হওয়ায় সংখ্যার সাথে "শরীফ" (মর্যাদাপূর্ণ) শব্দ যুক্ত করা হয়।

মুসলিম সমাজে ভালোবাসা ও শ্রদ্ধা থেকে দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয় #ইসলাম
✨ আউলিয়াদের সরদার ✨

হযরত শাইখ আব্দুল কাদের জিলানী (রহঃ)
👉 গাউসুল আজম – আউলিয়াদের সরদার

🔹 ইলমে দীনের সমুদ্র
🔹 আধ্যাত্মিকতার আলো
🔹 তাওয়াজ্জুহে মানুষের অন্তর পরিবর্তনকারী
🔹 দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতমুখী করতেন

তিনি ছিলেন এমন এক মহাপুরুষ,
যার কারণে তাঁকে বলা হয়—
🌙 “আউলিয়াদের সরদার”

#ইসলামিক #আউলিয়া #১১ইশরীফ

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fiqh ud-Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share