Fiqh ud-Deen-দ্বীনের গভীর জ্ঞান

Fiqh ud-Deen-দ্বীনের গভীর জ্ঞান আসসালামু আলাইকুম।👳‍♀️ প্রতিদিন হিজরি🌙🕕 মাসের তারিখ জানতে Follow ও Like👍 দিয়ে সাথে থাকুন।📌🗓️ধন্যবাদ❤️

🌙 আজ ৮ই সফর ১৪৪৭ হিজরী 🕌📅 আরবি মাসের তারিখ আজই জানুন,🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাব...
03/08/2025

🌙 আজ ৮ই সফর ১৪৪৭ হিজরী 🕌
📅 আরবি মাসের তারিখ আজই জানুন,
🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।
দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাবদ্ধ নয়,
বরং প্রতিদিনের হিজরি তারিখ জানাও দ্বীনের একটি অংশ।
📌 প্রতিদিন হিজরি তারিখ জানতে এবং
🔍 দ্বীনের গভীর জ্ঞান অর্জনে যুক্ত থাকুন —
Fiqh ud-Deen – দ্বীনের গভীর জ্ঞান এর সঙ্গে।

🌙 রাতের ডাক... সরাসরি মালিকের জবাব 🕋🔔 দিনে যদি দরজায় নক করা হয়,তবে চাকর দরজা খুলে দেয়।🌌 কিন্তু রাতে যদি কেউ দরজায় নক করে...
01/08/2025

🌙 রাতের ডাক... সরাসরি মালিকের জবাব 🕋

🔔 দিনে যদি দরজায় নক করা হয়,
তবে চাকর দরজা খুলে দেয়।

🌌 কিন্তু রাতে যদি কেউ দরজায় নক করে,
বাড়ির মালিক নিজেই দরজা খুলে দেয়।

💭 ঠিক তেমনি,
রাতের নিস্তব্ধতায় যখন আপনি আল্লাহকে ডাকেন,
তিনি নিজেই আপনার জন্য নিয়ামতের দরজা খুলে দেন।

✨ রাতের দোয়া — সরাসরি আরশের মালিকের কাছে পৌঁছে যায়।
তাঁর রহমতের দরজা অপেক্ষায় থাকে —
কে আজ আমাকে ডাকবে?

📖 "তোমার রব বলেছেন: আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।"
— (সূরা গাফির: ৬০)

🤲 চলুন আজ রাত থেকেই শুরু করি —
তাহাজ্জুদে আল্লাহর দরজায় কড়া নাড়া।

#রাতেরদোয়া #আল্লাহরদরজা #তাহাজ্জুদ #দোয়ারক্ষমতা

🌙 আজ ৭ই সফর ১৪৪৭ হিজরী 🕌📅 আরবি মাসের তারিখ আজই জানুন,🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাব...
01/08/2025

🌙 আজ ৭ই সফর ১৪৪৭ হিজরী 🕌
📅 আরবি মাসের তারিখ আজই জানুন,
🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।
দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাবদ্ধ নয়,
বরং প্রতিদিনের হিজরি তারিখ জানাও দ্বীনের একটি অংশ।
📌 প্রতিদিন হিজরি তারিখ জানতে এবং
🔍 দ্বীনের গভীর জ্ঞান অর্জনে যুক্ত থাকুন —
Fiqh ud-Deen – দ্বীনের গভীর জ্ঞান এর সঙ্গে।

🌙 আজ ৬ই সফর ১৪৪৭ হিজরী 🕌📅 আরবি মাসের তারিখ আজই জানুন,🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাব...
31/07/2025

🌙 আজ ৬ই সফর ১৪৪৭ হিজরী 🕌
📅 আরবি মাসের তারিখ আজই জানুন,
🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।
দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাবদ্ধ নয়,
বরং প্রতিদিনের হিজরি তারিখ জানাও দ্বীনের একটি অংশ।
📌 প্রতিদিন হিজরি তারিখ জানতে এবং
🔍 দ্বীনের গভীর জ্ঞান অর্জনে যুক্ত থাকুন —
Fiqh ud-Deen – দ্বীনের গভীর জ্ঞান এর সঙ্গে।

🌙 আজ ৫ই সফর ১৪৪৭ হিজরী 🕌📅 আরবি মাসের তারিখ আজই জানুন,🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাব...
30/07/2025

🌙 আজ ৫ই সফর ১৪৪৭ হিজরী 🕌
📅 আরবি মাসের তারিখ আজই জানুন,
🤲 অন্যকেও জানাতে উৎসাহিত করুন।

দ্বীনের শিক্ষা শুধু নামায-রোযায় সীমাবদ্ধ নয়,
বরং প্রতিদিনের হিজরি তারিখ জানাও দ্বীনের একটি অংশ।

📌 প্রতিদিন হিজরি তারিখ জানতে এবং
🔍 দ্বীনের গভীর জ্ঞান অর্জনে যুক্ত থাকুন —
Fiqh ud-Deen – দ্বীনের গভীর জ্ঞান এর সঙ্গে।

🌓 কেয়ামতের ভয়াবহতা — সূর্য ও চন্দ্রের পরিণতি 🔥📖 রাসুলুল্লাহ ﷺ বলেছেন:“কেয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে গোল করে ফেলা হবে।”(স...
29/07/2025

🌓 কেয়ামতের ভয়াবহতা — সূর্য ও চন্দ্রের পরিণতি 🔥

📖 রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“কেয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে গোল করে ফেলা হবে।”
(সহিহ বুখারী, হাদিস: ৩২০০)

🌑 কিছু মানুষ দুনিয়ায় সূর্য ও চন্দ্রকে উপাস্য মনে করে ইবাদত করত।
👉 কিয়ামতের দিন আল্লাহ তাদের অপমানের জন্য এই আলো ঝলমলে সৃষ্টি দুটিকে অন্ধকার করে জাহান্নামে নিক্ষেপ করবেন।

🧠 শিক্ষা:
সৃষ্টিকে নয় — স্রষ্টাকেই উপাসনা করতে হবে!
ইবাদত কেবল আল্লাহর জন্যই।
শিরক ও গোমরাহির পরিণতি চরম অপমান ও শাস্তি।

📌 সূরা কিয়ামাহ ৭৫:৭-৯:

“যখন চক্ষু হতবুদ্ধি হয়ে যাবে,
চাঁদ ঢলে পড়বে,
এবং সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে।”

🌙আজ ৪ই সফর ১৪৪৭ হিজরী🕌 আরবি মাসের তারিখ জানুন এবং  অন্যকেও জানতে উৎসাহিত করুন। প্রতিদিন আরবি মাসের তারিখ জানতে Fiqh ud-D...
29/07/2025

🌙আজ ৪ই সফর ১৪৪৭ হিজরী🕌 আরবি মাসের তারিখ জানুন এবং অন্যকেও জানতে উৎসাহিত করুন। প্রতিদিন আরবি মাসের তারিখ জানতে Fiqh ud-Deen-দ্বীনের গভীর জ্ঞান এর সাথে থাকুন।

🟤 পরিশ্রমী হও, ভিক্ষুক নয়!🔸 এক রেওয়ায়েতে এসেছে:যে ব্যক্তি নিজের জন্য ভিক্ষাবৃত্তির একটি দরজা খোলে,আল্লাহ তায়ালা তার জন্য...
28/07/2025

🟤 পরিশ্রমী হও, ভিক্ষুক নয়!

🔸 এক রেওয়ায়েতে এসেছে:
যে ব্যক্তি নিজের জন্য ভিক্ষাবৃত্তির একটি দরজা খোলে,
আল্লাহ তায়ালা তার জন্য অভাব-অনটন ও পরনির্ভরতার ৭০টি দরজা খুলে দেন।

🔸 আরেক রেওয়ায়েতে রাসূলুল্লাহ (সা.) বলেন:
যে ব্যক্তি পরিবার-পরিজনের হালাল রিজিকের জন্য পরিশ্রম করে,
আল্লাহ তায়ালা তাকে অত্যন্ত ভালোবাসেন।

📛 আর যে ব্যক্তি নিষ্কর্মা,
কোন কাজকর্ম না করে অলসভাবে জীবন কাটায় —
আল্লাহ তায়ালা তাকে মোটেই পছন্দ করেন না।

🔹 সুতরাং — পরিশ্রম করো, হালাল পথে রিজিক খোঁজো,
ভিক্ষা নয়, বরং সম্মানজনক জীবনের চেষ্টা করো।

🕋 ইসলাম পরিশ্রম ও দায়িত্ববোধকে ভালোবাসে।

🌙আজ ৩ই সফর ১৪৪৭ হিজরী🕌 আরবি মাসের তারিখ জানুন এবং  অন্যকেও জানতে উৎসাহিত করুন। প্রতিদিন আরবি মাসের তারিখ জানতে Fiqh ud-D...
28/07/2025

🌙আজ ৩ই সফর ১৪৪৭ হিজরী🕌 আরবি মাসের তারিখ জানুন এবং অন্যকেও জানতে উৎসাহিত করুন। প্রতিদিন আরবি মাসের তারিখ জানতে Fiqh ud-Deen-দ্বীনের গভীর জ্ঞান এর সাথে থাকুন।

হযরত দাউদ (আ.)-এর পুত্র হযরত সোলায়মান (আ.) আল্লাহর দরবারে আরজ করিলেন:🗣️“হে মাবুদ! আমি আপনার দরবারে এইরূপ প্রার্থনা করিয়া...
28/07/2025

হযরত দাউদ (আ.)-এর পুত্র হযরত সোলায়মান (আ.) আল্লাহর দরবারে আরজ করিলেন:

🗣️
“হে মাবুদ! আমি আপনার দরবারে এইরূপ প্রার্থনা করিয়াছিলাম যে, আপনি আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাদশাহ বানাইয়া দিন। আপনি আমার দোয়া কবুল করিয়া আমাকে উদ্দীপ বাদশাহ-ই বানাইয়া দিয়াছেন। ইহার পরও যদি আমি আপনার শোক পুরোপুরিভাবে আদায় করিতে না পারি, তবে আপনি আমাকে এমন লোকের কথা বলিয়া দিন, যে আপনার শোক আমার চাইতে বেশি আদায় করিতে পারে।”

📩
আল্লাহ তা‘আলা অহীর মাধ্যমে হযরত সোলায়মান (আ.)-কে জানাইয়া দিলেন:

🗨️
“হে সোলায়মান! আমার এক বান্দা নিজের হাতের খাঁটুনির দ্বারা নিজের ও পরিবারের ভরণ-পোষণ চালায় এবং আমার ইবাদতেও লেগিয়া থাকে, সেই বান্দাই আমার শোকের তোমার চাইতে অধিক আদায় করে।”

এই কথা শুনিয়া হযরত সোলায়মান (আ.) আল্লাহর দরবারে দোয়া করিলেন:

🛐
“হে মাবুদ! আপনি আমাকেও নিজের হাতের খাঁটুনির দ্বারা রুজী উপার্জনের শিক্ষা দান করুন।”

🔧
তখন তাঁর দোয়া মঞ্জুর হইল। হযরত জিবরাঈল (আ.) আসিয়া তাহাকে খেজুর পাতার দ্বারা টুকরি (জাম্বিল) তৈরির শিক্ষা দিয়া দিলেন।

📌
ফলাফল:
দুনিয়াতে সর্বপ্রথম জাম্বিল (টুকরি) নির্মাণকারী ব্যক্তি ছিলেন হযরত সোলায়মান (আ.)।

📚 উৎস: গুনিয়াতুত ত্বালেবীন
✍️ লেখক: বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)

🌙আজ ২ই সফর ১৪৪৭ হিজরী🕌 আরবি মাসের তারিখ জানুন এবং  অন্যকেও জানতে উৎসাহিত করুন। প্রতিদিন আরবি মাসের তারিখ জানতে Fiqh ud-D...
27/07/2025

🌙আজ ২ই সফর ১৪৪৭ হিজরী🕌 আরবি মাসের তারিখ জানুন এবং অন্যকেও জানতে উৎসাহিত করুন। প্রতিদিন আরবি মাসের তারিখ জানতে Fiqh ud-Deen-দ্বীনের গভীর জ্ঞান এর সাথে থাকুন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fiqh ud-Deen-দ্বীনের গভীর জ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share