The Story Writer Priyojit

The Story Writer Priyojit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Story Writer Priyojit, Chittagong.
(6)

✨ তোমার গল্প হয়তো অনুপ্রেরণা হতে পারে কারও জীবনের!

📩 এখনই মেসেজ করো তোমার গল্প জানাতে!
আর সকল অনুপ্রেরণাদায়ক গল্প ও অনুভূতির ছোঁয়া পেতে পেইজটি ফলো দিও 💌

The Story Writer Priyojit

Any Promotion Inbox/WhatsApp 📨 ✨ তোমার গল্প হয়তো অনুপ্রেরণা হতে পারে কারও জীবনের! ✨

আমাদের প্রত্যেকের জীবনেই আছে এমন কিছু মুহূর্ত, যা হাসায়, কাঁদায়, শেখায়, আর বদলে দেয় আমাদের চিন্তার দিগন্ত। সেই গল্পটাই হয়তো কেউ প

ড়বে, আর খুঁজে পাবে নিজের মতো একটা আলো। 🌸

তোমার জীবনের গল্প, অভিজ্ঞতা, কিংবা সেই অজানা অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করো — আমরা সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করব "The Story Writer Priyojit" পেইজে। ✍️💫

📩 এখনই মেসেজ করো তোমার গল্প জানাতে!
আর সকল অনুপ্রেরণাদায়ক গল্প ও অনুভূতির ছোঁয়া পেতে পেইজটি ফলো দিও 💌

The Story Writer Priyojit
— “তোমার গল্প, আমাদের কলমে জীবন্ত।” 🖋️

Admin:- Priyojit Mallik.

🧡The Story Writer Priyojit
21/10/2025

🧡
The Story Writer Priyojit

20/10/2025

গবেষণায় দেখা গেছে — ভালোবাসার মানুষের হাত ধরা শুধু আবেগের প্রকাশ নয়, এটি আমাদের শরীর ও মনের ওপরও গভীর প্রভাব ফেলে। প্রিয়জনের হাত ধরার সেই মুহূর্তে আমাদের শরীরে ঘটে যায় কিছু চমৎকার পরিবর্তন, যা ব্যথা (pain) ও মানসিক চাপ (stress) উভয়ই কমিয়ে দিতে সক্ষম।

🔹 অক্সিটোসিন নিঃসরণ:
শারীরিক স্পর্শ, বিশেষ করে প্রিয়জনের হাত ধরার মাধ্যমে শরীরে অক্সিটোসিন (Oxytocin) নামক এক বিশেষ হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়। এই হরমোনকে বলা হয় “বন্ধন হরমোন” (Bonding Hormone), যা আমাদের মনে নিরাপত্তা, ভালোবাসা ও শান্তির অনুভূতি জাগিয়ে তোলে।

🔹 ব্যথা উপশম:
গবেষণায় দেখা গেছে, ভালোবাসার মানুষের স্পর্শ মস্তিষ্কের ব্যথা-সংক্রান্ত অঞ্চলগুলির কার্যকলাপ কমিয়ে দেয়। ফলে ব্যথার তীব্রতা হ্রাস পায় এবং এটি শরীরের এক ধরনের প্রাকৃতিক ব্যথানাশক (natural analgesic) হিসেবে কাজ করে।

🔹 চাপ হ্রাস:
ভালোবাসার মানুষের সান্নিধ্য ও হাতের উষ্ণতা শরীরে থাকা কর্টিসল (Cortisol) নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে মন শান্ত হয়, মানসিক চাপ দূর হয় এবং এক ধরনের স্বস্তি অনুভূত হয়।

সংক্ষেপে বলা যায়, ভালোবাসার মানুষের হাত ধরা শুধু অনুভূতির নয়, এটি এক প্রকার চিকিৎসা— যা মস্তিষ্কে আরাম ও নিরাপত্তার সংকেত পাঠায়, ব্যথা ও মানসিক চাপ দুটোই কমিয়ে দেয়।
প্রিয়জনের হাতের সেই উষ্ণ স্পর্শ যেন মনের ও শরীরের এক প্রাকৃতিক ওষুধ।
The Story Writer Priyojit

20/10/2025

রাগের মাথায় একদিন তাকে বলেছিলাম,
তুমি আর কোনোদিন আমাকে মেসেজ করবে না।
সে কষ্ট পেয়েছিল, আর সত্যিই আর কোনোদিন নক দেয়নি।

তবুও দেখতাম, আমার স্টোরি সবার আগে সে দেখছে, পোস্টে রিয়্যাক্ট দিয়ে আবার সরিয়ে নিচ্ছে। জানতাম, সে এখনো আমাকে ভুলতে পারেনি।

কিন্তু সময়ের সাথে সে বুঝে গেলো, আমি আর ফিরে যাব না।
তাই অপেক্ষা করা, দেখা, রিয়্যাক্ট দেওয়া সব বন্ধ করে দিলো।
সম্ভবত বুঝে গিয়েছিল, সে ভুল মানুষটার জন্য অপেক্ষা করছিল।

তারপর একদিন আমি নিজেই কল করলাম। সে ফুঁপিয়ে উঠলো, অভিমান ঝেড়ে ফেললো।
আর তখনই বুঝলাম, সবচেয়ে বড় তৃষ্ণা হলো, কারো সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা।” 🖤
The Story Writer Priyojit

(Collected)

19/10/2025

একটা ছেলের জীবনে সব থেকে বড় পাওয়া হলো তার মায়ের পরে আরেকটি বিশ্বাসযোগ্য নারী পাওয়া।❤️‍🩹
The Story Writer Priyojit

🧡The Story Writer Priyojit
19/10/2025

🧡

The Story Writer Priyojit

18/10/2025

বাবা বলে.....💝 The Story Writer Priyojit
# #ধৈর্য

জীবনের জন্য পড়াশুনা।  পড়াশুনার জন্য জীবন নই।©️ The Story Writer Priyojit
16/10/2025

জীবনের জন্য পড়াশুনা। পড়াশুনার জন্য জীবন নই।
©️ The Story Writer Priyojit

আচ্ছা, তোমারে পাওয়া এত কঠিন কেন? প্রতিদিন ভোর থেকে রাত অবধি শুধুই তোমার অভাবের যন্ত্রণা আমার ভেতর আগুনের মতো জ্বলে উঠে।এ...
16/10/2025

আচ্ছা, তোমারে পাওয়া এত কঠিন কেন? প্রতিদিন ভোর থেকে রাত অবধি শুধুই তোমার অভাবের যন্ত্রণা আমার ভেতর আগুনের মতো জ্বলে উঠে।

এত মানুষে ভরা দুনিয়ায় কেন শুধু তোমাকেই চাই আমি? কেন তোমারে পাওয়ার প্রতিযোগিতায় প্রতিদিনই আমি হেরে যাই, ভাঙা বুক নিয়ে ফিরে আসি নিরব রাতে।

আমার মনটা কি তবে সারা জীবন তোমারই জন্য ছটফট করবে? কিংবা কোনোদিন তুমি এসে সব যন্ত্রণা মুছে দিবে-এই আশাতেই কি আমি বাঁচবো সারাটা জীবন??

The Story Writer Priyojit

অধিকাংশ ছেলেরা ফোনে অপ্রয়োজনীয় ছবি তোলে না। যেটা তোলে, সেটা হয় দরকারি, নয়তো বিশেষ একটা মুহূর্ত।🩵The Story Writer Priyoji...
15/10/2025

অধিকাংশ ছেলেরা ফোনে অপ্রয়োজনীয় ছবি তোলে না। যেটা তোলে, সেটা হয় দরকারি, নয়তো বিশেষ একটা মুহূর্ত।🩵
The Story Writer Priyojit

- যেহেতু তোমারে লাগবে, সুতরাং তোমারে লাগবে, অতএব, তোমারেই লাগবে!'❤️‍🩹🌸The Story Writer Priyojit
15/10/2025

- যেহেতু তোমারে লাগবে, সুতরাং তোমারে লাগবে, অতএব, তোমারেই লাগবে!'❤️‍🩹🌸
The Story Writer Priyojit

Realty 😪The Story Writer Priyojit
14/10/2025

Realty 😪

The Story Writer Priyojit

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Story Writer Priyojit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share