The Story Writer Priyojit

The Story Writer Priyojit গল্প আর গল্প রিলেটেড ছবি দেখে কখনো চরিত্র বিচার করবেন না🙏🌸

✍ ভালো জিনিসের জন্য অপেক্ষাটা সবসময় বেশিই লাগে , অপেক্ষা করতে হয়!🥰
Any Promotion Inbox/WhatsApp

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation...
19/08/2025

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।

প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ছিলো। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে recharge করার সুযোগ হতনা। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত। তখন একটা 's' লেখার জন্য keypad টাকে বার চারেক press করতে হত। তবু কেও বিরক্ত হতনা। SMS বড় হয়ে গেলে তাকে কেটে কুটে ছোট করে পাঠাতে হত। তখন green tick নিয়ে ঝামেলা হতনা। অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা। রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে sms বাঁচিয়ে রাখা।

তখন emoji ছিলো না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, efforts এর দাম ছিলো।

The Story Writer Priyojit

এই জিনিসগুলো গোপন রাখুন — নাহলে…জীবন বরবাদ হতে বাধ্য ! ১. নিজের পরিকল্পনা গোপন রাখুনসবাই চায় না আপনি সফল হোন। অনেকেই মুখ...
18/08/2025

এই জিনিসগুলো গোপন রাখুন — নাহলে…জীবন বরবাদ হতে বাধ্য !

১. নিজের পরিকল্পনা গোপন রাখুন
সবাই চায় না আপনি সফল হোন। অনেকেই মুখে হাসে, মনে পুড়ে।

২. ভ্রমণের খবর না জানিয়ে ঘুরুন
আপনার চলাফেরার উপর নজর রাখে এমন অনেকে আছে, যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত।

৩. জীবনসঙ্গী বেছে নিন চুপচাপে
জানালেই হস্তক্ষেপ, হিংসা আর বিশৃঙ্খলা শুরু হয়।

৪. আয় রোজগার গোপন রাখুন
অন্যথায় মানুষ আপনাকে ব্যবহার করবে — সাহায্য নয়, সুযোগ খুঁজবে।

৫. নিজের সুখ গোপন রাখুন
সবাই আপনার হাসিমুখ দেখলেও, মন থেকে আনন্দ দেখে না — বরং নজর দেয় খারাপটা।

৬. স্বপ্ন পূরণের আগে তা প্রচার করবেন না
যতো বেশি বলবেন, তত বেশি বাধা আসবে। নীরব থেকে কাজ করলেই হবেন বিস্ময়ের মানুষ।

৭. নিজেকে নিয়ে বিশ্বাস রাখুন, শান্ত থাকুন
সবাইকে বোঝানোর দরকার নেই, সময়ই একদিন প্রমাণ দেবে আপনি কে।

৮. যে কোনো শারীরিক সমস্যায় প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করুন,যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই ।

- সংগৃহীত;

The Story Writer Priyojit

, , , ., , ....

মিষ্টি বিক্রেতা ভাবে:"আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল দিলেও আমার কিছু আসে-যায় না।"বেকারির মালিক ভাবে:"আমি তো নি...
15/08/2025

মিষ্টি বিক্রেতা ভাবে:
"আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল দিলেও আমার কিছু আসে-যায় না।"

বেকারির মালিক ভাবে:
"আমি তো নিজের দোকানের বিস্কুট খাই না, পচা ডিম-ময়দা দিয়ে বানালেও সমস্যা কী?"

ফল বিক্রেতা ভাবে:
"আমি তো নিজের দোকানের ফল খাই না, তাই কেমিক্যাল দিলে আমার কী এসে যায়?"

মাছ বিক্রেতা ভাবে:
"এই মাছ তো আমি খাবো না, একটু ফরমালিন দিলে ক্ষতি কী?"

কিন্তু দিনের শেষে

🔁 মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে বাসায় ফেরে।
🔁 বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে বাসায় ফেরে।
🔁 ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে বাসায় ফেরে।
🔁 মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে বাসায় ফেরে।

তাহলে?
একজন অন্যজনের দেওয়া বিষ খাচ্ছে। নিজের হাতে নিজের পরিবারকে ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছে।
ভেবেছিল কেবল অন্যের ক্ষতি করছে, কিন্তু শেষে সবারই ক্ষতি হচ্ছে এক ভয়ঙ্কর বৃত্তে ঘুরছে সবাই।

📌 নতুন বাস্তবতা:
এখন ভেজালের প্রভাব শুধু অসুস্থতাই নয়—

ক্যান্সার,

ডায়াবেটিস,

লিভার-কি'ডনি বিকল,

এমনকি পরবর্তী প্রজন্মেও জন্ম নিচ্ছে দুর্বলতা ও জেনেটিক রোগ।

একজনের ভুল বা লোভের সিদ্ধান্ত হাজারো মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে।

🔍 উপসংহার:
অন্যের ক্ষতি করে কেউ লাভবান হয় না। সমাজের প্রতিটি সদস্য একে অপরের উপর নির্ভরশীল। একজনের ভেজাল সবার ক্ষতির কারণ হয়। তাই ভেজাল নয়, সততাই হোক ব্যবসার মূলনীতি।

সততা শুধু মানবিক দায়িত্ব নয়, এটা নিজের ভবিষ্যৎ রক্ষার বুদ্ধিমান সিদ্ধান্ত..!

#সংগৃহীত....🖤

The Story Writer Priyojit

আপনার জীবন শুধু এক বছরে বদলে যেতে পারে—যদি আপনি কিছু নিয়ম সত্যি মেনে চলেন।চলুন সহজ ভাষায় দেখে নেই, কোনগুলো করলে পরিবর্তন...
15/08/2025

আপনার জীবন শুধু এক বছরে বদলে যেতে পারে—যদি আপনি কিছু নিয়ম সত্যি মেনে চলেন।
চলুন সহজ ভাষায় দেখে নেই, কোনগুলো করলে পরিবর্তন আসবে নিশ্চিতভাবে—

১. অভিযোগ করা বাদ দিন
প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন—আপনি আসলে কতটা ভাগ্যবান। কৃতজ্ঞ মন আপনাকে ইতিবাচক রাখবে।

২. একাকিত্বকে ভয় পাবেন না
একা সময়টাই আপনার সেরা বন্ধু। এই সময়েই নিজেকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব।

৩. নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন
যারা শুধু হতাশা ছড়ায়, তাদের থেকে বিদায় নিতে শিখুন। কারণ এনার্জি নষ্ট হওয়া আপনার সবচেয়ে বড় শত্রু।

৪. সময় নষ্ট বন্ধ করুন
টিভি আর অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বাদ দিন। সময় নষ্ট মানেই নিজের ভবিষ্যত নষ্ট।

৫. একটি স্কিল বেছে নিন
যেটা আপনাকে টানে, সেটাতে মন-প্রাণ ঢেলে দিন। দক্ষতা আপনাকে আলাদা করে তুলবে।

৬. লক্ষ্য ঠিক করুন এবং লেগে থাকুন
কঠিন লাগলেও পেছনে ফিরে তাকাবেন না। ধৈর্য আর প্রতিশ্রুতি আপনাকে এগিয়ে নেবে।

৭. প্রতিদিন শরীর নড়াচড়া করুন
হোক তা অল্প সময়ের হাঁটা—এটা আপনার মন ভালো করবে, চিন্তা পরিষ্কার করবে।

৮. ব্যর্থ হলেও থামবেন না
প্রতিটি ভুল থেকে শিখুন, পরিবর্তন আনুন, এবং এগিয়ে চলুন। এভাবেই আসল জয়ীরা তৈরি হয়।

এক বছর সময় অনেক—যদি আপনি সিরিয়াস হন।
আপনার বদল এতটাই স্পষ্ট হবে যে, কেউ তা উপেক্ষা করতে পারবে না।
The Story Writer Priyojit

গল্পটা সবাই পড়বেন এবং শেষে উত্তর দিবেন!ছেলে: এই শোনো,তুমি মিষ্টি না?মেয়ে: হুমম,কিছু বলবেন?ছেলে: না।মেয়ে: তাহলে ডাকলেন কে...
13/08/2025

গল্পটা সবাই পড়বেন এবং শেষে উত্তর দিবেন!
ছেলে: এই শোনো,তুমি মিষ্টি না?
মেয়ে: হুমম,কিছু বলবেন?
ছেলে: না।
মেয়ে: তাহলে ডাকলেন কেন?
ছেলে: এমনি-ই।
মেয়ে: আপনি কি পাগল নাকি মাথায় ছিট আছে?
ছেলে: বলতে পারো দুটোই!
মেয়ে: পথ ছাড়ুন,আমি কোন পাগলের সাথে কথা বলি না!
ছেলে: আমি তো তোমার জন্যই পাগল হয়েছি!
একমাত্র তুমি-ই আমাকে ভালো করতে পারো!
মেয়ে: মানে?
ছেলে: মানে আমি তোমাকে বিয়ে করতে চাই!
মেয়ে: মাইনে কত?
ছেলে: মানে?
মেয়ে: বলছি মাসে কত ইনকাম করেন?
ছেলে: এইতো-সামান্য কিছু!
মেয়ে: আপনি কোন সাহসে আমার সাথে প্রেম করতে
এসেছেন?
দুই মাস পর একটা কোম্পানির এমডির সাথে আমার বিয়ে হবে!
আপনি তো তার বাড়ীর
চাকর হবারও যোগ্য না!
ছেলে: তাই নাকি?
আপনি আপনার হবু স্বামীকে দেখেছেন?
মেয়ে: না,আজই তার সাথে দেখা হবে।সে আমাদের বাসায় আসবে!
ছেলে: না।সে আর আপনাদের বাসায় যাবে
না!
মেয়ে: মানে,আপনি জানলেন কি করে?
ছেলে: কারণ সেই মানুষটা
আমি-ই!
মেয়ে: তু-তু-তুমি!
কি বলছো?
ছেলে: হুমম,যা সত্যি
তা-ই বলছি!
মেয়ে: ওয়াও,কি হ্যান্ডসাম তুমি!
তোমার মত একজন
ছেলেকেই তো আমি মনে মনে খুঁজছিলাম!
ছেলে: কিন্তু আমি আপনার মত মেয়েকে খুঁজিনি।
আমি খুঁজেছি এমন একটা
মেয়ে,যে আমার টাকাকে নয়,ভালোবাসবে শুধু
আমাকেই।আমি সত্যি-ই দুঃখিত!
আপনার মত অর্থলোভী
মেয়েকে আমি বিয়ে করতে পারবো না!
আমি চললাম।ভাল থাকবেন।
ছেলেটি কি ঠিক করেছে মেয়েটিকে বিয়ে না করে?

© The Story Writer Priyojit

মজার মজার গল্প পড়তে আইডি ফলো করে রাকতে পারেন

গাড়ীর ভিতরের  লোকটাকে দেখুন সব কিছুর মায়া ছেড়ে শেষে শুধু মাত্র একটু বাঁচার জন্য দীর্ঘ সাত ঘণ্টা অত্যন্ত কঠোর যন্ত্রণার স...
13/08/2025

গাড়ীর ভিতরের লোকটাকে দেখুন সব কিছুর মায়া ছেড়ে শেষে শুধু মাত্র একটু বাঁচার জন্য দীর্ঘ সাত ঘণ্টা অত্যন্ত কঠোর যন্ত্রণার সাথে লড়াই করেছিল আর বলছিলো আমাকে কেউ বাচান কেউ এলোনা এগিয়ে ভাগ্যের কি নিমর্ম পরিহাস সাত ঘণ্টায় তাকে বাঁচানোর মতো কোনো উপায় আমরা খুঁজে পাই নি কোনো মানুষ তাকে বাঁচাতে আসে নি অবশেষে দীর্ঘ লড়াই যন্ত্রণা সহ্য করে লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। কথাই কথাই আমরা যে আধুনিকতার বড়াই করি কোথায় সেই আধুনিক যন্ত্র কোথায় সেই আধুনিক ব্যবস্থা যেখানে দীর্ঘ সাত ঘণ্টার পরেও একটি মানুষকে বিপদ থেকে উদ্ধার করা যায় না এক জায়গায় পড়ে মরতে হয় মানবতা কোথায়। 🥺💔
The Story Writer Priyojit

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানি...
13/08/2025

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)

🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:

> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।”

👰‍♀️ “তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে?
সে কাঁদে।

কার জন্য কাঁদে?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

😢 “এরপর সে কাঁদবে মাত্র দুইবার:
১️⃣ মা হওয়ার আনন্দে,
২️⃣ তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

🗣️ “জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

🙏 “আরেকটা কথা মনে রাখিস —
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

⚖️ “সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

---

❤️‍🔥 বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।

📌 যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে,
শেয়ার করে ছড়িয়ে দিন — হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ।

Collected

The Story Writer Priyojit

একটা কথা প্রচলিত আছে, মা'ইগ্রে'ন যাদের আছে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। এরা ভালো থাকেই বা কয়দিন? মাইগ্রেন যাদের আছে, ত...
12/08/2025

একটা কথা প্রচলিত আছে, মা'ইগ্রে'ন যাদের আছে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। এরা ভালো থাকেই বা কয়দিন?

মাইগ্রেন যাদের আছে, তাদের সাথে যোগাযোগ করে জানলাম যে এদের আসলে 'কোনো কালেই' শান্তি নাই!
এই যে, বেশি গরম পড়লে তাদের মাথা ব্যাথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যাথা করে! এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যাথা করে!

মাইগ্রেন রোদে গেলে বাড়ে,কিচেনে গেলে বাড়ে,চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে!
একটু এদিক সেদিক হলেই ব্যাথা এসে হাজির,আর শান্তি পায়না! টাফনিল এর উপরেই তাদের জীবন!

আসলেই যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত! এদের জীবনে তো শান্তি ই নাই!!

The Story Writer Priyojit

ক্যা*ন্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলে ছিলোআমিতো ম*রে যাবো!;কিন্তু তোমাকে ভালোবাসবে কে?কে দেখে রাখবে?ঝগড়া করবে ক...
12/08/2025

ক্যা*ন্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলে ছিলো
আমিতো ম*রে যাবো!;
কিন্তু তোমাকে ভালোবাসবে কে?
কে দেখে রাখবে?
ঝগড়া করবে কার সাথে?
তোমার তো রাত জাগার স্বভাব না খেয়ে থাকার বদ অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে?
কে গান শুনিয়ে ঘুম পাড়াবে?

তুমি বরং একটা বিয়ে করে নাও, আমার মৃ*ত্যুর আগেই প্লিজ। আমি অন্তত দেখে যেতে চাই, তুমি ভালো থাকবে আমি না থাকলেও,
ছেলেটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে,মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিলো চুপ একদম চুপ!
তোমার কিচ্ছু হবে না।
তুমি ছাড়া আমি আর কারো হতে পারিনা।
হবো না কোনোদিন।
আমি তোমাকেই ভালবাসি!
তুমিই আমার পাগলি তুমি ম*রবে না ম*রতে পারো না স্রষ্টা এমন করতে পারে না।

মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের কষ্টগুলো ছাইচাপা আগুনের মতো ফুঁসে উঠেছে!!
এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে।🥺
মেয়েটি বলল জানো- আমার অন্ধকারে খুব ভয় লাগে। অথচ দেখো কদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে। বলোনা কি করে থাকব"???
খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারাজীবন আলোয় থাকতে😭
ছেলেটির চোখে মুখে অশ্রুজলে মাখামাখি। দুইজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে নিরবে!!

এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃ*ত্যু হয়। ছেলেটি প্রতিরাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে। একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে। রাতে ঘুমায় না এইভাবে যে, মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না। ইদানিং ছেলেটিরও ক্যা*ন্সার ধরা পড়েছে, খুব টেনশনে আছে ছেলেটি, মৃ*ত্যুর চিন্তা না। ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মোমের আলোজ্বালাবে কে?
মেয়েটি যে অন্ধকারে খুব ভয় পায়।🥺😭
© The Story Writer Priyojit

শোনো মায়াবতী...তোমাকে আমি হাজারটা চেষ্টা করেও রাখতে পারিনি...তুমি ধীরে ধীরে বদলে গেলে, গোপনে আমায় ঠকালে,অথচ আমি ভেবেছিলা...
12/08/2025

শোনো মায়াবতী...

তোমাকে আমি হাজারটা চেষ্টা করেও রাখতে পারিনি...

তুমি ধীরে ধীরে বদলে গেলে, গোপনে আমায় ঠকালে,

অথচ আমি ভেবেছিলাম-

তোমার চোখে এখনো আমার ভালোবাসার স্পষ্ট ছায়া রয়ে গেছে।

তুমি চেয়েছিলে স্বাধীনতা, আর আমি হয়তো চেয়েছিলাম তোমায় বেঁধে রাখতে...

ভেবেছিলাম, ভালোবাসা মানে একে অপরকে আগলে

রাখা,

তুমি ভুল বুঝলে-আর আমি হারিয়ে ফেললাম নিজেকে।

তুমি জানো?

আমি ঠিকই জানতাম, একদিন তোমার মনে পড়বে আমার সেই কথাগুলো,

যেগুলো তুমি অবহেলা করেছিলে এক সময়। তুমি যেই সুখের জন্য আমাকে ফেলে চলে গেলে, আল্লাহ করুক সেই সুখ যেন চিরস্থায়ী হয়-

কারণ আমি আর তোমার ব্যর্থতার কারণ হতে চাই না।

তুমি আমায় ঠকিয়েছো আমার চোখের সামনেই,

এমনভাবে, যেন আমার অনুভূতিগুলোর কোনো মূল্যই ছিল না।

তিনটা বছর-হ্যাঁ, ঠিক তিনটা বছর ধরে তিলে তিলে তোমাকে গড়ে তুলেছি আমি,

নিজেকে পড়াশোনার ভিতরে রাখলে হয়তো আজ আরও অনেক দূরে পৌঁছাতে পারতাম,

হয়তো আজ আমিও সবার ওপরে থাকতাম...কিন্তু আমি তো সেই প্রজন্মের পাখি, যে নিজের ডানা ভেঙে ফেলে, অন্যদের উড়তে শেখায়। সবার জন্য কিছু করে, আর নিজের জন্য রেখে দেয় একটা বিষাক্ত পুকুর...

যেখানে একদিন নীরবে ডুবে মরে যাবে।

জানো? আমি কখনো কারো কাছে স্বার্থ নিয়ে যাইনি।

তোমার কাছেও না-

তুমি ছিলে আমার দীর্ঘস্থায়, আমার স্বপ্ন, আমার ঘর।

কিন্তু তুমি বোঝোনি...

বোঝার চেষ্টাও করোনি...

আমি বুঝতেই পারিনি, তুমি কেবল আমায় ব্যবহার করছিলে।

আজ না হয় কাল...

যখন তুমি কারো কাছে ঠকবে,

যখন বুঝবে তীব্র যন্ত্রণা আসলে কাকে বলে-

তখন আমার কথা মনে পড়বেই... আমি জানি...

তাও বলব, তুমি যাকে নিয়ে আজ আছো-তার সাথেই সুখে থেকো।

আমি আর কিছু চাই না-ফিরতেও না...

ভালোবাসি এখনো, কিন্তু ফিরিয়ে আনতে চাই না সেই পুরনো ক্ষত

আমি শুধু চেয়েছিলাম, তোমার ছোট ছোট ব্যস্ততা ভেদ করে আমার ছোট্ট আবদারগুলো একটু গুরুত্ব পাক।

তোমার মন, তোমার দুনিয়াটা আমার একটু হোক-এইটুকুই চেয়েছিলাম...কিন্তু তুমি নিজেই প্রমাণ করে দিলে-ভালোবাসা পায়ে দলে ফেলা যায়।

যত্ন, আন্তরিকতা, আর নিবেদন-সবাই পায় না, সবাই বোঝেও না।

দেখা যাক, তোমার সেই "স্বপ্নের সুখ" কতটা দীর্ঘস্থায়ী হয়...

হয়তো হবে, হয়তো না।

তবে একটা কথা জানো-

তোমার সাথে কাটানো তিনটা বছরের সব স্মৃতি আমি মুছে ফেলেছি...

না, ফোন থেকে না... মনের গভীর থেকে।

তবুও... কুরে কুরে খাচ্ছে।

তবুও মনে পড়ে-প্রতিদিন একটু একটু করে...

আমি প্রেমে পড়েছিলাম, ঠিকই, কিন্তু সে প্রেম ছিল একজন প্রতারকের প্রতি।

তবুও ভালোবাসি...

তোমার জন্যই, একদিকে অভিমান-অন্যদিকে দোয়া রেখেই শেষ করছি...

ভালো থেকো মায়াবতী

শেষ চিঠি

Collected

The Story Writer Priyojit

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
12/08/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।
নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

- লেখা : সংগৃহীত
The Story Writer Priyojit

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Story Writer Priyojit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share