12/08/2025
শোনো মায়াবতী...
তোমাকে আমি হাজারটা চেষ্টা করেও রাখতে পারিনি...
তুমি ধীরে ধীরে বদলে গেলে, গোপনে আমায় ঠকালে,
অথচ আমি ভেবেছিলাম-
তোমার চোখে এখনো আমার ভালোবাসার স্পষ্ট ছায়া রয়ে গেছে।
তুমি চেয়েছিলে স্বাধীনতা, আর আমি হয়তো চেয়েছিলাম তোমায় বেঁধে রাখতে...
ভেবেছিলাম, ভালোবাসা মানে একে অপরকে আগলে
রাখা,
তুমি ভুল বুঝলে-আর আমি হারিয়ে ফেললাম নিজেকে।
তুমি জানো?
আমি ঠিকই জানতাম, একদিন তোমার মনে পড়বে আমার সেই কথাগুলো,
যেগুলো তুমি অবহেলা করেছিলে এক সময়। তুমি যেই সুখের জন্য আমাকে ফেলে চলে গেলে, আল্লাহ করুক সেই সুখ যেন চিরস্থায়ী হয়-
কারণ আমি আর তোমার ব্যর্থতার কারণ হতে চাই না।
তুমি আমায় ঠকিয়েছো আমার চোখের সামনেই,
এমনভাবে, যেন আমার অনুভূতিগুলোর কোনো মূল্যই ছিল না।
তিনটা বছর-হ্যাঁ, ঠিক তিনটা বছর ধরে তিলে তিলে তোমাকে গড়ে তুলেছি আমি,
নিজেকে পড়াশোনার ভিতরে রাখলে হয়তো আজ আরও অনেক দূরে পৌঁছাতে পারতাম,
হয়তো আজ আমিও সবার ওপরে থাকতাম...কিন্তু আমি তো সেই প্রজন্মের পাখি, যে নিজের ডানা ভেঙে ফেলে, অন্যদের উড়তে শেখায়। সবার জন্য কিছু করে, আর নিজের জন্য রেখে দেয় একটা বিষাক্ত পুকুর...
যেখানে একদিন নীরবে ডুবে মরে যাবে।
জানো? আমি কখনো কারো কাছে স্বার্থ নিয়ে যাইনি।
তোমার কাছেও না-
তুমি ছিলে আমার দীর্ঘস্থায়, আমার স্বপ্ন, আমার ঘর।
কিন্তু তুমি বোঝোনি...
বোঝার চেষ্টাও করোনি...
আমি বুঝতেই পারিনি, তুমি কেবল আমায় ব্যবহার করছিলে।
আজ না হয় কাল...
যখন তুমি কারো কাছে ঠকবে,
যখন বুঝবে তীব্র যন্ত্রণা আসলে কাকে বলে-
তখন আমার কথা মনে পড়বেই... আমি জানি...
তাও বলব, তুমি যাকে নিয়ে আজ আছো-তার সাথেই সুখে থেকো।
আমি আর কিছু চাই না-ফিরতেও না...
ভালোবাসি এখনো, কিন্তু ফিরিয়ে আনতে চাই না সেই পুরনো ক্ষত
আমি শুধু চেয়েছিলাম, তোমার ছোট ছোট ব্যস্ততা ভেদ করে আমার ছোট্ট আবদারগুলো একটু গুরুত্ব পাক।
তোমার মন, তোমার দুনিয়াটা আমার একটু হোক-এইটুকুই চেয়েছিলাম...কিন্তু তুমি নিজেই প্রমাণ করে দিলে-ভালোবাসা পায়ে দলে ফেলা যায়।
যত্ন, আন্তরিকতা, আর নিবেদন-সবাই পায় না, সবাই বোঝেও না।
দেখা যাক, তোমার সেই "স্বপ্নের সুখ" কতটা দীর্ঘস্থায়ী হয়...
হয়তো হবে, হয়তো না।
তবে একটা কথা জানো-
তোমার সাথে কাটানো তিনটা বছরের সব স্মৃতি আমি মুছে ফেলেছি...
না, ফোন থেকে না... মনের গভীর থেকে।
তবুও... কুরে কুরে খাচ্ছে।
তবুও মনে পড়ে-প্রতিদিন একটু একটু করে...
আমি প্রেমে পড়েছিলাম, ঠিকই, কিন্তু সে প্রেম ছিল একজন প্রতারকের প্রতি।
তবুও ভালোবাসি...
তোমার জন্যই, একদিকে অভিমান-অন্যদিকে দোয়া রেখেই শেষ করছি...
ভালো থেকো মায়াবতী
শেষ চিঠি
Collected
The Story Writer Priyojit